কেয়া সরকার : পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় পরিষেবা হল দুয়ারে সরকার। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের মষ্কিস্তপ্রসুত এই দুয়ারে সরকার ক্যাম্পের মধ্য দিয়ে রাজ্যের সমস্ত বাসিন্দাদের পরিষেবা প্রধান করা হয়ে থাকে। যারা রাজ্য সরকারের সরকারি সুযোগ সুবিধাগুলি পেতে বিভিন্ন কারনে সরাসরি অফিসে যেতে চান না বা গিয়ে উঠতে পারেন না তাঁদের জন্যই দুয়ারে সরকার প্রকল্প।
লোকসভা ভোটের আগে শেষ দুয়ারে সরকার যোজনার তৃতীয় ধাপে, লক্ষীর ভান্ডার প্রকল্পের অধীনে প্রায় ৭০ শতাংশ আবেদন গৃহিত হয়েছিল। সূত্রের খবর, লোকসভা ভোট মিটতেই ফের চলতি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। এই ক্যাপম্পে একাধিক প্রকল্পের সুবিধা পাবেন।
এছাড়া গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভান্ডার , কন্যাশ্রী, রুপশ্রী, ঐক্যশ্রী , শিক্ষাশ্রী, কৃষক বন্ধু, তপশিলি বন্ধু , জয় জোহার , স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড ও প্রতিবন্ধী সার্টিফিকেট প্রদানের সুবিধা পাবেন রাজ্যের সমস্ত বাসিন্দারা।
এই দুয়ারে সরকারের ক্যাম্প সম্পর্কে কনো তথ্য জানার বা প্রশ্ন থাকলে রাজ্যের এই হেল্পলাইন টোলফ্রি নম্বর : ১৮০০৩৪৫০১১৭ , ০৩৩২২১৪০১৫২, ইমেইল : duaresarkar@gmail.com , ফোন নম্বর : ০৩৩২২৫০১১৯৩ যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন।
এছাড়াও আপনার এলকায় কোথায় কখন কবে দুয়ারে সরকার ক্যাম্প বসবে তা জানবার জন্য প্রথমে দুয়ারে সরকার ক্যাম্প ওয়েবসাইটে যেতে হবে। দ্বিতীয়ত : দুয়ারে সরকার মূল পৃষ্টাটি আপনার সম্মুখে আসবে। তৃতীয়ত : নিচে সোয়াইপ করার পর আপনাকে অবশ্যই Find Your Camp বিকল্পটি নির্বাচন করতে হবে।
চতুর্থত : এরপরে স্ক্রিনে, দুটি বিকল্প প্রদর্শিত হবে। যথাক্রমে, Block / Local Body, GP/ Ward Option থেকে আপনার পছন্দের বিকল্পটি বেছে নিন। পঞ্চমত : জেল, ব্লক / স্থানীয় সংস্থা, জিপি / ওয়ার্ড বিকল্পটি বেছে নিন। ষষ্ঠত : এবার ক্যাম্পের স্পেশিফিকেশন আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে।