Duare Sarkar : নতুন বছরে শুরু হতে চলেছে ফের দুয়ারে সরকার, ৩৭ পরিষেবা কবে চালু কবে শেষ ?

Duare Sarkar : নতুন বছরে শুরু হতে চলেছে ফের দুয়ারে সরকার, ৩৭ পরিষেবা কবে চালু কবে শেষ ?

Duare Sarkar

কেয়া সরকার : ইংরেজি নতুন বছরের ফের আবারো একবার শুরু হতে চলেছে এক ছাতার তলায় ৩৭ পরিষেবা দুয়ারে সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই জানুয়ারি মাসের শেষে গোটা রাজ্য জুড়ে শুরু হবে এই দুয়ারে সরকার

আরো পড়ুন : RG Kar Judgement today-Live : ১৬২ দিন পর আজ সাজা ঘোষণা আরজি কর খুন ও ধর্ষণকারী সঞ্জয়ের! নজড় গোটা দেশের

Duare Sarkar
Duare Sarkar
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কবে থেকে শুরু হতে চলেছে দুয়ারে সরকার ?

চলতি মাসের শেষের দিকে অর্থাৎ ২৪ শে জানুয়ারি থেকে এই কর্মসূচী দুয়ারে সরকার শুরু হবে। চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রশাসনের এবার আরো বেশি করে উদ্যোগি যে প্রত্যন্ত এলকায় এই কর্মসূচীর সুবিধা যাতে রাজ্যের প্রত্যেকটি পরিবার পায়।

দুয়ারে সরকারের সঙ্গে থাকছে এবার “পাড়ায় সমাধান” কর্মসূচীও। এবার দুয়ারে সরকার শিবির থেকে ৩৭টি পরিষেবা প্রদান করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

আরো পড়ুন : Death of 1 Accused Live : পুলিশের গুলিতে মৃত্যু গোয়ালপোখরে পুলিশের ওপর হামলাকারী সাজ্জাদের

Duare Sarkar
Duare Sarkar
ক্যাম্পে আবেদনের পর কবে থেকে মিলবে তাঁর সুফল

২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি পরিষেবা নেওয়ার জন্য যে সকল আবেদনপত্র নেওয়া হবে সেগুলি ২৮ ফেব্রুয়ারির মধ্যে সেই সকল আবেদনপত্র খতিয়ে দেখে উপযুক্ত উপভোক্তাদের পরিষেবা পৌঁছে দেওয়া হবে।

আরো পড়ুন : Medinipur : মমতার নির্দেশে সাসপেনশনের লম্বা লাইন,নতুন সুপার সহ ১২ ডাক্তার পেল মেদিনীপুর মেডিক্যাল

By the end of this month i.e. from 24th January this program will be started by the government. Will continue until February 1

The administration informed that 37 services will be provided from Duar Sarkar Camp

All applications received for availing government services from 24th January to 1st February will be scrutinized and delivered to the appropriate consumer service by 28th February

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মানেই প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি মতই ইতিমধ্যেই বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকেছে উপভোক্তাদের অ্যাকাউন্টে।

Duare Sarkar
Duare Sarkar

আরো পড়ুন : Isro Spadex Mission : ISRO সফলভাবে SpaDeX ডকিং পরীক্ষা চালাল,ভারত ঐতিহাসিক কৃতিত্বের চতুর্থ দেশ

Leave a Comment