Dilip Ghosh : ভগবান যোগ্য মনে করেই মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন করিয়েছেন, মমতার প্রশংসায় পঞ্চমুখ দিলীপ ঘোষ
Dilip Ghosh
তীর্থঙ্কর মুখার্জি : বুধবার অক্ষয় তৃতীয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দীঘায় পুরীর মতো জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন। সেই উপলক্ষ্যে সোমবার দীঘায় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর একে একে আমন্ত্রণ পেয়ে হাজির হন মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে।

এদিন রাজ্য সরকারের তরফে আমন্ত্রণ পেয়ে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের কিছু সময় বাদেই সস্ত্রীক দিলীপ ঘোষ পৌঁছন মন্দিরে। এরপরে বিজেপি নেতা তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে পুজো দেন। ঘুরে দেখেন মন্দির চত্বর এই নিয়ে হইচই পড়েছে রাজ্য রাজ্য রাজনীতিতে।
দীঘায় জগন্নাথ মন্দিরে উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রিতদের তালিকায় দীলিপ ঘোষ ছাড়াও আমন্ত্রিত ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেত শুভেন্দু অধিকারী। কিন্তু তাঁরা কেউ যায়নি।
আরো পড়ুন : RBI : নোংরা, ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত নোট নিয়ে সমস্যায়?সেই মুদ্রা নোট বিনিময়ে এবার নির্দেশিকা জারি RBI-এর
এরপরেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ স্ত্রীকে পাশে নিয়ে বলেন, ” দেখুন ভগবান মুখ্যমন্ত্রীকে যোগ্য মনে করেছেন, তাই ওঁর হাত দিয়ে উদ্বোধন করিয়েছেন।

এরপর দিলীপ সস্ত্রীক মন্দিরের কাছে অতথিশালায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন। দীর্ঘক্ষণ আলাপচারিতাও চলে মুখ্যমন্ত্রীর সঙ্গে।
এদিন মন্দিরের বাইরে নিজের সভাবসিদ্ধি ভঙ্গিতেই সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, আমি কনোও রাজনৈতিক কথা এখানে বলতে আসিনি। যারা এসব কথা বুঝতে পারবেন না, ভগবান তাঁদের শুভবুদ্ধি দিক।
পুরি থেকে ৩৫০ কিলোমিটারের কাছে আমাদের জগন্নাথদেব বাংলায় ঢুকেছেন। তাকেই দর্শণ করতে এসেছি। ভারত বর্ষের বিভিন্ন প্রান্তে মন্দির হচ্ছে। মানুষের মধ্যে ভক্তির জাগরন হচ্ছে।

আরো পড়ুন : Mamata : মন্দিরে অভিষেক অনুষ্ঠানের আগে মমতার জগন্নাথ পরিদর্শন, বললেন, আরও উচ্চ শিখরে যাবে দীঘা