Dhupguri : রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে ফের ময়দানে অভিষেকের প্রথম দিনের সৈনিকে ইভান, কী বার্তা দিলেন ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায়
Dhupguri
অনুশিবা সেন : তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের সৈনিক ধুপগুড়ির বিধানসভার টাউন ব্লক সভাপতি ইভান দাস উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলায় একটি পরিচিত নাম। কিন্তু হঠাৎ সেই ইভান অভিমানি। অভিমান এতটাই যে সমাজ মাধ্যমে তিনি ইস্তফার কথা জানায়েই উত্তরবঙ্গের রাজনিতিতে রিতিমতো ঝড় উঠে গিয়েছিল।
অভিমানি ইভানের বড় অভিযোগ, তিনি দুর্নীতির সাথে আপোশ করে দলের খতি করে চলতে পারে না বলেই দলের স্বার্থপর এক নেতা তাঁকে দলীয় কর্মসূচীতে ব্রাত্য রেখেই বিভিন্ন কর্মসূচী চালিয়ে যাচ্ছে। এই দ্বিচারিতার বিরুদ্ধেই গর্জে উঠেই তাঁর এই ইস্তফা।

আরো পড়ুন : Raiganj LIVE : অল্পের জন্য রক্ষা পেল যাত্রী বোঝাই টেম্পো,আচমকাই গাড়ির উপর ভেঙে পড়ল আস্ত বট গাছ, তারপর….
সূত্র মারফত জানা গিয়েছে, ইভান দাসের ইস্তফার কথা চাউর হতেই বিলম্ব না করে ইভানের বাড়িতে পৈঁছে যায় সর্ববারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূত। জানতে চাওয়া হওয়া সমস্যার কারণগুলো। যদিও এই ব্যাপারে ইভান দাস বা দলের তরফে কেউ মুখ খলতে চায়নি।
ঠিক কী নিয়ে ইস্তফা ছিল ইভানের ?
গত ২২ জুন শহর ধুপগুড়ির তৃণমূলের টাউন ব্লক সভাপতি সাগ্নিক দাস ওরফে ইভান দাস ও তৃণমূলের জেলা সম্পাদক আরূপ দে’র বিরুদ্ধে অভিযোগ এনে ধুপগুড়ির টাউন ব্লক সভাপতি পদ থেকে ইস্তফা দেন ইভান দাস।
জেলা সম্পাদকের বিরুদ্ধে কী অভিযোগ সাগ্নিকের
জেলা সম্পাদক আরূপ দে’র বিরুদ্ধে ইভান দলবিরোধী কাজ, গোষ্টীবাজি এবং দলীয় নেতৃত্বের অবমাননার গুরুতর অভিযোগ এনেছেন। তিনি শুধু সোশ্যাল মিডিয়ায় ইস্তফার কথা জানানিনি, তিনি তাঁর নেতা দলের সর্ববারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে লেখা সেই পদত্যাগপত্র দলের জেলা সভাপতি মহুয়া গোপ এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছেও পাঠিয়েছিলেন।
আরো পড়ুন : Samik Bhattacharya : অল্প সময়ের অপেক্ষা, বঙ্গ বিজেপি পাবে নতুন রাজ্য সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্যকে
ইভান আক্ষেপের সাথেই বলেন, আমি দলের একনিষ্ঠ সৈনিক। কিন্তু কেউ কেউ দলটাকে ভেতর থেকে শেষ করে দিতে চাইছে। কিন্তু সেই সব চোখের সামনে দেখে সেই সমস্ত অন্যায় মেনে নিতে না পেরেই এই ইস্তফা।
তিনি সরাসরি জেলা সম্পদক অরূপের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, কয়েকজন পেটোয়া লোক নিয়ে আরূপ বাবু দলের ভেতর আলাদা দল চালাতে চেষ্টা করে যাচ্ছেন। যা দলের ভেতর বিভাজন তৈরি হচ্ছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বিবাজনের নিতি সেখাননি আমাদের। তাই মেনে নিতে পারছিনা।
এই বিষয়ে অবশ্য জেলা সভাপতি বা দলের অন্যান্য নেতৃত্ব কনো মন্তব্য করতে চায়নি। তবে দলে যে বেশ গুরুত্ব রয়েছে ইভানের তা বলা বাহুল্য কারন এই ইভান দাস তাঁর রাজনৈতিক জীবন শুরু করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব নেতা হিসেবে। সামলেছেন দলের যুব সংগঠনের রাজ্যের পদ। বির্তমানে তিনি ধুপগুড়ি টাউন ব্লক সভাপতির পদেও রয়েছেন।
আরো পড়ুন : Udisha : উড়িশায় গয়নার দোকান থেকে সোনা চুরি, গ্রেপ্তার বাংলায় বিজেপি যুবনেতা
‘পুণরায় স্বমহিমায়’ দলের বিভিন্ন কর্মসূচী এবং ২১ জুলাইয়ের প্রস্তুতিতে ইভান
তবে তিনি বুধবার জানান, তিনি তৃণমূল দলকে নিজের থেকেও বেশি ভালবাসেন এবং তাঁর প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশির্বাদকে পাথেয় করে ২১ জুলাইকে সামনে রেখে বুথ লেভেলের প্রস্তুতিতে নিজেকে উৎসর্গ করেছি।
ইভান দলে পুণরায় কাজ করার কারন হিসেবে বলেন, কতিপয় স্বার্থপর লোকের জন্য আমি আমার প্রিয় দল তৃণমূল কংগ্রেসের থেকে নিজেকে সরিয়ে রাখতে পারিনা। আমি আগামী ২১ জুলাইয়ের পর আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরর আদর্শকে পাথেয় করে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচী গ্রহণ করতে চলেছি।

আরো পড়ুন : Nitin Gadkari : দু-চাকার গাড়ি কি শীঘ্রই FASTag-এর মাধ্যমে টোল দেবে? নীতিন গডকরি বিষয়টি নিয়ে কী জানালেন