DGP : শুধু কলকাতা নয়, বিজেপি শাসিত এই রাজ্যে প্রতিদিন ২০টি করে ধর্ষণের মামল,DGP কাকে দায়ী করলেন
DGP
মোতাহার হোসেন : শুধু কলকাতা নয় দেশে জুড়ে অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্তে লাঞ্চিত ,অত্যাচারিত ও ধর্ষিত হচ্ছে মহিলারা। তাই আরজি কর কান্ড এবং তারপর সদ্য কসবা আইন কলেজে ঘটে জাওয়ায় ছাত্রীকে গনধর্ষণের অভিযোগ গুলো বারবার প্রশ্ন তুলছে নারী সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে।
আরো পড়ুন : Udisha : পুরী জগন্নাথের রথযাত্রায় পদদলিত, ঘটনাস্থলেই মৃত্যু ৩ জনের, আহত আরো অনেকে

মধ্যপ্রদেশের বিধানসভায় প্রকাশিত তথ্য অনুযায়ী প্রতিদিন ২০টি করে ধর্ষণের মামলা রেজিস্টার হয়েছে
পরিসংখ্যান বলছে, মধ্যপ্রদেশের বিধানসভায় প্রকাশিত তথ্য অনুযায়ী ২০২৪ সালের প্রতিদিন ২০টি করে ধর্ষণের মামলা রেজিস্টার হয়েছে। এছাড়াও ২০২০ সালে মধ্যপ্রদেশে মোট ৬,১৩৪ ধর্ষণের মামলা হয়েছিল। ২০২৪ সালে তা ১৯ শতাংশ বেড়ে গিয়ে পৌঁছয় ৭,২৯৪ -এ।
আরো পড়ুন : Udisha : উড়িশায় গয়নার দোকান থেকে সোনা চুরি, গ্রেপ্তার বাংলায় বিজেপি যুবনেতা
বারবার প্রশ্ন উঠছে বিচার ব্যবস্থার ফস্কা গেরো দিয়ে পার পেয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে মহিলাদের সাথে ঘটে যাওয়ার বিভিন্ন নক্কার জনক অপরাধমুলোক কাজের সাথে যুক্ত অভিযুক্তরা।
আরো পড়ুন : WB DA Breaking : শেষ ছয় সপ্তাহের সময়সীমা, ২৫ শতাংশ DA পরিশোধের জন্য সুপ্রিম কোর্টে কী জানাল রাজ্য
দেশ জুড়ে ঘটতে থাকা ধর্ষণকান্ড নিয়ে এবার বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ পুলিশের ডিজিপি কৈলাশ মাকওয়ানাই-এর যুক্তি পুলিশ একা ধর্ষণ রুখতে পারে না।
মধ্যপ্রদেশের ডিজিপি কৈলাশ মাকওয়ানাই তাঁর বক্তব্যে তুলে ধরেছেন “সমাজের অবক্ষয় হয়েছে”। “মোবাইল ফোন ও ইন্টারনেটের কারণে এখন সহজেই পর্ণোগ্রাফি দেখা যায়, যা ধর্ষণের অন্যতম একটি বিশেষ কারণ হয়ে দাড়িয়েছে।
আরো পড়ুন : Arrest 1 :পুজো দিতে গিয়ে এক নাবালিকা ধর্ষণের সিকার, অভিযোগের পর গ্রেপ্তার পুরোহিত
মধ্যপ্রদেশ রাজ্যের পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠকে বসেছিলেন রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল কৈলাশ মাকওয়ানাই। সেই বৈঠকের শেষে তিনি বলেন, আগে শিশুরা পরিবারের সদস্য ও শিক্ষকদের ভয় পেতো ,কথা শুনত। এখন বাড়িতে তাঁদের নজড় রাখার কেউ থাকে না।
যে ভাবে ইন্টারনেটে অশ্লীল কন্টেন্ট মিলছে ,তাতে শিশুদের মানসিকতা নষ্ট হচ্ছে। সেই কারনেই এই ধরনের ঘটনা ঘটছে। এছাড়াও তিনি আরো বলেন, আজ মোবাইল ফোনের মাধ্যমে যে কোনও যায়গা থেকে অন্যের সাথে যোগাযোগ করা যাচ্ছে। একাধিক কারন রয়েছে সামাজিক অবক্ষয়ের। ‘পুলিশ একা তা আটকাতে পারে না’।

আরো পড়ুন : Nitin Gadkari : দু-চাকার গাড়ি কি শীঘ্রই FASTag-এর মাধ্যমে টোল দেবে? নীতিন গডকরি বিষয়টি নিয়ে কী জানালেন