Death In Road Accident 1: ফের কলকাতা শহরে বেপরোয়া গতির বলি ১,আহত ৩! আটক ড্রাইভার ও কন্ডক্টর
Death In Road Accident 1
কেয় সরকার : কলকাতা শহরের বুকে ফের বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হল এক মহিলা। এই ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার ( ১০.০১.২৫) দুপুরে বউবাজার এলকায়। পুলিশ সূত্রে জানাগিয়েছে, বসের ধাক্কায় মৃত মহিলার নাম নাজু বিবি (৬০)। জানা গিয়েছে, মৃত মহিলা হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা।
Table of Contents
পাশাপাশি এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন। আহতরা হলেন লিলুয়ার বাসিন্দা নিশা মাহাতো (৬৩), কলকাতার বাসিন্দা কমলা দেবী (৬০) এবং নিকিতা আগরওয়ালা। স্থানীয়দের কাছে জানা গিয়েছে, এদিন দুপুরে রাস্তার ধারে দাড়িয়ে ছিলেন তাঁরা।

আরো পড়ুন : 4 Arrested : বেআইনি অস্ত্র কারখানায় হানা কলকাতা পুলিশের, বিহারে উদ্ধার বিপুল অস্ত্র ,আটক ৪
60-year-old woman dies, 3 others injured in reckless speeding in Kolkata city, driver and conductor arrested
After the accident, the bus driver and conductor were arrested by Boubazar police station
The incident happened today Friday (10.01.25) at noon in Boubazar Elka. According to police sources, the name of the dead woman is Naju Bibi (60) who was hit by the boss. It is learned that the deceased woman is a resident of Sankrail in Howrah
সেই সময় মালিপাঁচঘারা-শিয়ালদা রুটের একটি মিনিবাস এসে তাঁদের ধাক্কা মারে। বাসটি ধাক্কা মেরে কিছুটা দুরে গিয়ে দাঁড়িয়ে যায়। কমবেশি আহত হন বাসে থাক যাত্রীরাও। স্থানীয়রা ছুটে এসে বাসের ভেতরকার এবং দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

আরো পড়ুন : 2 more arrested in Malda : মালদয়া তৃণমূল নেতা খুনে চাঞ্চল্যকর মোড়! গ্রেপ্তারআরো ২ মাথা, মোট ৭
দুর্ঘটনাটার পর বাসের চালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করেছে বউবাজার থানার পুলিশ। দুর্ঘটনার সময় চালক ব্রেক কষেছিল কিনা? নাকি চালকের অসতর্কতার বশে এই পথ দুর্ঘটনা কিনা, নাকি যান্ত্রিক গলযোগে ত্রুটির জন্য এই পথ দুর্ঘটনা কিনা সবটাই খতিয়ে দেখছে পুলিশ
এইদিকে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট, কলকাতা পুলিশের এসএসটিপির তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে সংগ্রহ করে সিসি ফুটেজ। পাশাপাশি ঘাতক বাসটির ফরেনসিক পরীক্ষা করানো হবে বলেও জানা যাবে।

আরো পড়ুন : North Bengal: উত্তরবঙ্গে লাগাতার অভিযানে বড় সাফল্য BSF-এর, গ্রেপ্তার ৮ বাংলাদেশি, ৩ দালাল