Death in 25 days 5: শুধু ২৫ দিনেই মৃত্যু ৫, ভারতে এখন এই মারণ রোগ ১৪-১৫ বছর বয়েসেই কেড়ে নিচ্ছে প্রাণ

Death in 25 days 5: শুধু ২৫ দিনেই মৃত্যু ৫, ভারতে এখন এই মারণ রোগ ১৪-১৫ বছর বয়েসেই কেড়ে নিচ্ছে প্রাণ

Death in 25 days 5

কেয়া সরকার : রিতিমতো ভয় ধরাচ্ছে মৃত্যুর হার। ভারতে এখন ১৪-১৫ বছর বয়েসেই কেড়ে নিচ্ছে এক অদভুত মারণ রোগ। শরীর দিয়ে ঝড়ছে অঝোরে ঘাম। এরপর মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু। তথ্য বলছে গত ২৫ দিনে উত্তর প্রদেশের শুধুমাত্র আলিগড়েই হৃদরোগে মৃত্যু হয়েছে ৫ জনের। এর মধ্যে দু’জন শিশুও রয়েছে।

একের পর এক ছোট ছোট বাচ্চার মৃত্যুতে আলিগড়ের পাড়ায় পাড়ায় কান্নার রোল পরে গিয়েছে অভিবাকদের। হবেই না কেনো, এতো অল্প বয়সে এই ভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। চিন্তিত চিকিৎসকেরাও। চিকিৎসকদের একাংশের বক্তব্য, শিশুটির শরীরে অন্য কোনও রোগ বাসা বেঁধেছিল। যেটা এতোদিন অভিবাবকেরা টের পায়নি।

আরো পড়ুন : Twin accidents : জোড়া দুর্ঘটনা,গভীর খাদে পড়ে দুমড়ে মুচড়ে গেল বাস, নিহত ৩, দুর্ঘটনার কবলে রাজ্যপাল

Death in 25 days 5
Death in 25 days 5
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

চিকিৎসকদের অভিমত ভারতের শিশুদের শরীরে হৃদরোগ কিন্তু ভালমতো জাকিয়ে বাসা বাঁধছে। কারন গত কয়েক মাসের পরিসংখ্যান বুঝিয়ে দিচ্ছে বাচ্চাদের জন্য কতটা প্রাণঘাতী হয়ে উঠছে এই মারণ রোগ। আর বাচ্চাদের হৃদরোগে আক্রান্তের হার বেড়েই চলেছে।

উত্তর প্রদেশের আলিগড়ের সদ্য ঘটনা যা সামনে এসেছে। স্কুলের স্পোর্টসের প্রস্তুতি সারছিল চোদ্দ বছরে মোহিত চৌধুরী। বন্ধুদের সাথে মাঠে দৌড়তে গিয়ে প্রচন্ড ঘামতে শুরু করে। মাথা ঘুরে মাটিতে পড়ে গিয়ে ছটফটানি। একেবারে নিস্তেজ হয়ে যায় শিরীর। হাসপাতালে নিয়ে যেতে যেতেই সব শেষ। পথেই মৃত্যু হয় মোহিতের। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানায় হার্ট অ্যাটাকে মৃত্যু।

আরো পড়ুন : Arrested 1 Minor Brother : নিজের বোনকেই অন্ত:সত্বা করল দাদা! থানায় বাবার অভিযোগ, গ্রেপ্তার নাবালক দাদা!

সবথেকে যে বিষয়টি নিয়ে চিন্তিত চিকিৎসকেরা

বিশিষ্ট চিকিৎসকেরা জানাচ্ছে, হার্ট অ্যাটাকের পর “গোল্ডেন আওয়ার” বলা হয়, প্রথম এক থেকে দু’ঘন্টা সময়কে। কিন্তু আলিগড়ে বাচ্চাদের পরপর মৃত্যুর ঘটনায় সেই সুযোগটাও পায়নি পরিবের লোকেরা। চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার আগেই সব শেষ।

কারন হিসেবে শিশুরোগ বিশেষজ্ঞরা কী দেখছেন ?

এর কারন হিসেবে শিশুরোগ বিশেষজ্ঞদের মতে এখন ঘরে ঘরে ডায়াবেটিস, কোলেস্টেরল, ইউরিক অ্যসিডের মতো ক্রিনিক অসুখ। এছাড়াও ছোট বয়সে হার্ট অ্যাটাকের পিছনে আছে জন্মগত কারণ। কারন অনেকেরই জন্ম থেকে শিরা-ধমনীর কিছু সমস্যা থাকে

আরোও একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে উঠে এসেছে, অনেক শিশুরই অল্প বয়েসেই কাওয়াসাকি রোগ হয়ে থাকে। ফলে থ্রম্বসিসের সমস্যা থেকে যেতে পারে। পরে সেই সকল বাচ্চাদের হার্ট অ্যাটাকের সমস্যা দেখা দেয়।

Death in 25 days 5
Death in 25 days 5

আরো পড়ুন : Death by explosion 3 : বাংলাদেশ সীমান্ত লাগোয়া জোড়ালো বিস্ফোরণ উড়ল বাড়ি, মৃত্যু ৩ , আশঙ্কাজনক আরো ১

The death rate is alarming

5 deaths in just 25 days Most heart disease deaths in India are among children aged 14-15 years

According to doctors, heart disease is taking root in Indian children

আরো পড়ুন : 2 minor girl raped incident : একি জেলায় ২৪ ঘন্টায় জোড়া ধর্ষণ,৫ বছরের শিশুকে জঙ্গলে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ!

পশ্চিমবঙ্গেও একই চিত্র, কী বলছে পরিসংখ্যান ?

গত বছর ২০২৩ সালে জুন মাসে এলগিন রোডে প্রার্থনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পরে এক ছাত্রী। অনুমান হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে তার।

চলতি বছর ২০২৪ সালের প্রথমে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে, খিদিরপুরের তৃতীয় শ্রেণির এক ছাত্রী ক্লাস চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পরে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে জানানো হয়। সন্দেহ হার্ট অ্যাটাক।

মেডিক্যাল জার্নাল ল্যানসেট-এ প্রকাশিত এক গবেষণায় জানা গিয়েছে, ২০২২ সালে গোটা বিশ্বে যে সংখ্যক মৃত্যু হয়েছে, তার মধ্যে সিংহভাগই হার্টের সমস্যা।

Death in 25 days 5
Death in 25 days 5

আরো পড়ুন : Ritabrata : তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হতে চলেছে ঋতব্রত! কৃতজ্ঞতা মমতা-অভিষেককে

Leave a Comment