Death by explosion 4 : বিস্ফোরণে উড়ল বাড়ি, কারখানা থেকে একের পর এক দেহ উদ্ধার করছে পুলিশ
Death by explosion 4
মিষ্টু মুখার্জি : কল্যাণী পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বিস্ফোরণের শব্দে কেপেঁ উঠল এলকা। শুক্রবার দুপুরে নদীয়া জেলার কল্যাণীর পুর এলকার একটি বাজি কারখানায় এই বিস্ফোরণটি ঘটে।
Table of Contents
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কারখানার ভেতর থেকে এখনো পর্যন্ত ২ জন মহিলা সহ মোট ৪ জনের দেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে রয়েছেন ওয়ার্ডের কাউন্সিলার। তাঁর ওয়ার্ডে বাজি কারখানা ছিল সে বিষয়ে তিনি কিছুই জানতোনা বলে জানায় কাউন্সিলার।

আরো পড়ুন : Madhyamik Admit: অ্যাডমিট বিভ্রাটে পোর্টাল খুলল পর্ষদ, স্কুলগুলোকে কত টাকা জরিমানা দিতে হবে ?
The explosion took place in a beet factory in Pur Elka of Kalyani in Nadia district on Friday afternoon
The police reached the spot and recovered the bodies of 4 people, including 2 women, from inside the factory
Another woman was rescued in critical condition. He was admitted to Kalyani Jawaharlal Nehru Memorial Hospital. He is being treated there
আরো পড়ুন : Breaking : সাতসকালে নিউটাউনে ঝোপ থেকে উদ্ধার এক তরুণীর অর্ধনগ্ন মৃত দেহ,তদন্তে পুলিশ
আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে আরো এক মহিলাকে। তাঁকে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে।

আরো পড়ুন : BGBS-25 : বিজিবিএসে মমতার প্রশংসায় পঞ্চমুখ মুকেশ, দিদি আমাদের জন্য লাকি,বাংলা থেকেই জিওর সাফল্য
প্রশাসন তৎপর থাকলেও কনোনা কনো ভাবে প্রশাসনের নজড় এড়িয়ে অবৈধ ভাবে বাজি তৈরি করেই চলেছে কিছু অসাধু ব্যাবসায়ী। উল্লেখ্য গত ২০২৩-এ খাদিকুলে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয় ১২ জনের। এছাড়াও বজবজে মৃত্যু হয় ৩, ইংরেজবাজারে ২ এবং নীলগঞ্জে ৯ জনের মৃত্যু হয়।
মৃতরা সকলেই ওই বাজি কারখানার কর্মী ছিলেন বলে প্রাথমিক ভাবে জানতে পারা গিয়েছে। এই ঘটনার পর ভূপতিনগর চম্পাহাটির স্মৃতি মনে করিয়ে দিল।
আরো পড়ুন : Nabanna : বাংলায় যত্রতত্র গুটকা,পানের পিক ফেলছেন? বিপদে পড়বেন,বিল আনছে মমতা সরকার
বিস্ফোরণের ঘটনার বিষয়ে স্থানীয় কাউন্সিলার সুব্রত চক্রবর্তী জানান, এটা কনোও কারখানা নয়। বাড়ির মধ্যেই লুকিয়ে চলছিল বাজি তৈরীর কাজ।

আরো পড়ুন : Delhi Election-25 : আপ প্রার্থীকে হেনস্থায় ইসিকে চিঠি কেজরির, BJP কর্মীদের গ্রেপ্তারের দাবি
