Darjiling : রেড পান্ডাকে পেছনে ফেলে স্টার অতিথিকে দেখতে ভিড় পর্যটকদের
Darjeeling
সঞ্চিতা সাহা : দার্জিলিংয়ে এখন স্টার অতিথি আকাশ ও নাগমনি। তবে আকাশ ও নাগমনি মানুষ নয় তাঁরা হলেন সাদা গায়ে কালো ডোরাকাটা দাগের রয়্যাল বেঙ্গল টাইগার।
আরো পড়ুন : Chopra : রামজান মাসে রঙের উৎসবে মাতলেন বিধায়ক হামিদুল, দিলেন সম্প্রিতির বার্তা
আরো পড়ুন : Malda :হোলির রাতে রক্তের রঙে ভাসল মালদা,বাইক থামিয়ে এলোপাথারি কোপ,মৃত যুবক

দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালায়ন জুলজিকাল পার্কে পর্যটকদের অন্যতম মুল আকর্শন এবং নয়নের মনি এখন সাদা রয়্যাল বেঙ্গল টাইগার।
Akash and Nagamani are now star guests in Darjeeling. However, Akash and Nagamani are not humans, they are Royal Bengal tigers with black stripes on a white body
It is learned that Akash is 4 years old and Nagmani is 7 years old. The zoo authorities are busy taking care of these two new guests
আরো পড়ুন : Gujrat : নৃশসংতার দৃশ্য, পর পর পথচারীকে মেরে গাড়ির চালক, আরও এক রাউন্ড
Zoo director Basavaraj Holeichi said in this regard that they were brought to Darjeeling by road from a zoo in Hyderabad in November 2024. For now, both of them are kept in two enclosures
Around 4,000 tourists thronged the Padmaja Naidu Himalayan Zoological Park in Darjeeling on Sunday to see a white Royal Bengal tiger. The two white tigers are also competing with one of the zoo’s main attractions, the red panda
আরো পড়ুন : Road Accident :দোলের সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা, শিশু সহ মৃত ৭, আহত আরো ১০

পদ্মজা নাইডু হিমালায়ন জুলজিকাল পার্কের তরফে জানা গিয়েছে, আকাশ ও নাগমনি ৫ মাস আগে হায়দরাবাদ থেকে দার্জিলিংয়ে পা রেখেছে ওই দুই স্টার অতিথি।
জানা গিয়েছে, আকাশের বয়েস ৪ বছর এবং নাগমনির বয়স ৭ বছর। এই দুই নতুন অথিতিদের খাতিরে ব্যাস্ত চিড়িয়াখানা কর্তিপক্ষ।
আরো পড়ুন : Birpara : চা বাগানে বাইসনের তান্ডব,গুরুতর যখম ২, আহতরা বীরপাড়া হাসপাতালে চিকিৎসাধীন
চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইচি এই বিষয়ে বলেন, ২০২৪ সালের নভেম্বর মাসে হায়দরাবাদের একটি চিড়িয়াখানা থেকে সড়কপথে দার্জিলিংয়ে আনা হয়। আপাতত দুজনকেই রাখা হয়েছে দুটি ইনক্লোজারে।
চিড়িয়াখানায় পর্যটকদেরকে তাঁদেরকে দেখার জন্য ব্যবস্থা করার পর থেকেই জনপ্রিয় হয়ে উঠেছে এই দুই সাদা রয়্যাল বেঙ্গল টাইগার।
আরো পড়ুন : Train Haijak Live Updates : উদ্ধার ৩০০ বেশি পনবন্দি, ট্রেন হাইজ্যাকের ৩০ ঘন্টা লড়াইয়ের পরাস্ত বিদ্রোহীরা
পর্যটকেরা যাতে চিড়িয়াখানার নতুন দুই অতিথি আকাশ ও নাগমনিকে বিরক্ত করতে না পারে সেদিকেও নজড় রাখছে চিড়িয়াখানা কর্তিপক্ষ।
আরো পড়ুন : Murder : চালকের সাথে বচসা,ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ব্যাবসায়ীর দেহ ,গ্রেপ্তার ২
রবিবার সাদা রয়েল বেঙ্গল টাইগারকে দেখতে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালায়ন জুলজিকাল পার্কে চার হাজারের মতো পর্যটক ভিড় জমায়। চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ রেড পান্ডাকেও রীতিমত টক্কর দিচ্ছে এই দুই সাদা বাঘ।

আরো পড়ুন : Big relief in cyber fraud : সাইবার জালিয়াতির ২ কোটি টাকারও বেশি ফেরত দিল পুলিশ, বড় স্বস্তি গ্রাহকদের