China vs USA : আমেরিকার পরামানু শক্তিচালিত ডুবোজাহাজের খেল খতম, দাবি চিনের,কী ভাবে জানাল বিজ্ঞানীরা
China vs USA
আন্তর্জাতিক : এতদিন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে আমেরিকার পরামানু শক্তিচালিত ডুবোজাহাজগুলিকে বিশ্বের শ্রেষ্ট “সাইলেন্ট কিলার” বা “নি:শব্দ ঘাতক” অর্থাৎ বিপক্ষকে চুপচাপ আঘাত আনতে সক্ষম বলেই মনে করেন।

আরো পড়ুন : Arijit Singh : বিশ্বখ্যাত ব্রিটিশ পপ গায়ক এড শিরান সোজা অরিজিৎ সিংয়ের বাড়িতে, তারপর….
Defense experts have long considered America’s nuclear-powered submarines to be the world’s best “silent killers,” capable of inflicting silent damage on an adversary
But Chinese scientists claim that the technology to identify America’s nuclear-powered submarines has been discovered one step ahead of those technologies
Chinese defense scientists published a paper on Dec. 4 last year, stating that they chose the US nuclear-powered “Sea Wolf” (Sea Wolf) class submarines to test submarine detection. The Chinese research team has achieved 100 percent success in this
আরো পড়ুন : WB-Caged killer tiger : বাঘে-মানুষের লড়াইয়ের পর অবশেষে স্বস্তি,ছাগলের টোপে খাঁচাবন্দি বাঘ
Wang Honglei, an assistant professor at NPU, led the research. #”A Kelvin #”Wake model” has been developed for this,” he told the South China Morning Post in an interview. Which creates a magnetic field like the English letter ‘V’ when the submarine moves deep in the water. With the help of #”Wake”, we can identify them and understand the location of the submarine
As soon as the news of the discovery of this new Chinese technology came to light, the foreheads of the US Navy commanders were raised. Defense experts believe that it will be difficult to stop China’s expansion in the Indo-Pacific region due to this question
আরো পড়ুন : Another Fire Incident :ফের অগ্নিকান্ড, এবার তারাতলা এলকায় ভষ্মীভূত বেশ কয়েকটি ঝুপড়ি, ঘটনাস্থলে ফিরাদ
কিন্তু চিনা বিজ্ঞানিরা সেই সকল প্রযুক্তির এক ধাপ আরো এগিয়ে আমেরিকার পরামানু শক্তিচালিত ডুবোজাহাজগুলিকে চিহ্নিতকরণের প্রযুক্তি এবার চিনা বিজ্ঞানিরা আবিষ্কার করে ফেলেছে বলে দাবি করেছে।
চিনের প্রতিরক্ষা বিজ্ঞানীরা গত বছরের ৪ ডিসেম্বর একটি প্রবন্ধ প্রকাশ করেন সেখানে জানানো হয়, ডুবজাহাজ চিহ্নিতকরণের জন্য পরীক্ষামূলকভাবে যুক্ত্রাষ্ট্রেরের পরমাণু শক্তি চালিত “সুমুদ্র নেকড়ে” (সি উলফ) শ্রেণীর ডুবোজাহাজকে বেছে নেন তাঁরা। এতেই ১০০ শতাংশ সাফল্য পেয়েছে চিনা গবেষক দল।
আরো পড়ুন : Bankura : ‘UNWAB’-এর তরফে বাঁকুড়া জেলা ও জেলার বাইরের NGO-দের নিয়ে বিশেষ আলচোনা সভা
ডুবোজাহাজ চিহ্নিতকরণের গবেষণায় যে বিজ্ঞানীরা নেতৃত্ব দিয়েছেন
ডুবোজাহাজ চিহ্নিতকরণের গবেষণায় নেতৃত্ব দেন এনপিইউ-এর সহকারী অধ্যাপক ওয়াং হাংলেই। তিনি সাউথ চায়না মর্নিং পোস্টকে দেওয়া সাক্ষাতকারে বলেন, ” এর জন্য একটি কেলভিন ওয়েক মডেল তৈরি করা হয়েছে। যা জলের গভীরে চলাচলের সময়ে ডুবোজাহাজ ইংরেজি ভি অক্ষরের মতো চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে। ওয়েকের সাহায্যে সেগুলি চিহ্নিত করে ডুবোজাহাজটির অবস্থান বুঝতে পারব আমরা।
চিনের এই নয়া প্রযুক্তি আবিষ্কারের খবর প্রকাশ্যে আসতেই যুক্তরাষ্ট্রের নৌসেনা কমান্ডদের কপালে ভাজ পরেছে। প্রশ্ন উঠছে এর জেরে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলকায় চিনের দাদাগিরি বন্ধ করা কঠিন হয়ে উঠবে বলেই মনে করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

আরো পড়ুন : Arrested 1 main accused : নিউটাউন নাবালিকা নারকীয় ধর্ষণকান্ডে দোষ শিকার মুল অভিযুক্তর, কে সেই অভিযুক্ত?
আমেরিকার পরামানু শক্তিচালিত ডুবোজাহাজ কতটা শক্তিশালী ?
পরামানু শক্তিচালিত ডুবোজাহাজ এটটাই শক্তিশালী যে একবার গভীর সুমুদ্রে ডুব দিলে সেগুলিকে আর চিহ্নিত করা সম্ভব নয়। তারপর প্রয়োজনে অদৃশ্য অবস্থায় সত্রুপক্ষকে অনায়েশে ক্ষতম করতে সক্ষম।
চিনের নয়া আবিষ্কার সেই প্রযুক্তিকে মাত দিয়েছে বলেই দাবি
বেজিঙের প্রতিরক্ষা বিজ্ঞানীরা জানিয়েছেন, “যুক্তরাষ্ট্রের গর্বের সেই অদৃশ্য হাতিতারকে খুঁজে নিয়ে নিঁখুত নিশানায় ওড়ানোর প্রযুক্তি তৈরী হয়ে গিয়েছে। এছাড়াও নি:শব্দ ঘাতকের অবস্থান অনায়াসেই চিহ্নিত করা যাবে বলেও দাবি করা হচ্ছে।
আরো পড়ুন : 31 Naxsal Dead: ছত্তিশগড়ে সকাল থেকে চলছে গুলিড় লড়াই,খতম ৩১ মাওবাদী, শহিদ ২ জাওয়ান
নয়া প্রযুক্তি আবিষ্কারে কোন চিনা গবেষকরা ?
আমেরিকার পরামানু শক্তিচালিত ডুবোজাহাজ চিহ্নিত করার প্রযুক্তি আবিষ্কার করেছেন, চিনের জিয়ান প্রদেশের নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। হংকঙের সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
আমেরিকার ডুবোজাহাজ কী ভাবে সনাক্ত সম্ভব জানালেন চিনা গবেষে
এ বিষয়ে চিনা প্রতিরক্ষা বিজ্ঞানীরা জানিয়েছে, স্টেলথ প্রযুক্তির পরামাণু ডুবোজাহাজ চলাচলের সময় সাগরের অতলে তৈরি হয় চৌম্বকীয় ক্ষেত্র। এর সাহায্যেই নি:শব্দ ঘাতক গুলিকে চিহ্নিত করা গেছে।

আরো পড়ুন : Raiganj Breaking : রায়গঞ্জ মেডিক্যালে হচ্ছে ৫০ শয্যার সিসিবি,মুমুর্ষু রোগী নিয়ে ছুটতে হবে না আর
