এমডি রেমাজুল : শুক্রবার রাতে সদ্যজাত শিশু বদলের অভিযোগে চরম উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের একটি বেসরকারি নার্সিংহোমে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার বিরাট পুলিশ বাহিনী।
জানা গিয়েছে শুক্রবার রাতে ইসলামপুর থানার অন্তর্গত বদলিগঞ্জ এলকারা মার্জিনা খাতুন নামের এক প্রসুতিকে রামগঞ্জ এলকার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে তাঁর স্বামী ও পরিবারের লোকেরা। অভিযোগ এদিন রাতেই ওই প্রসুতির কন্যা সন্তানের জন্ম দেন। সেই শিশু কন্যাকে পরিবারে হাতে তুলে দেয় নার্সিংহোমের কর্তৃপক্ষ।
এরপর কিছুক্ষন বাদেই ওই সদ্যজাত শিশুকন্যাকে পরিবারের কাছথেকে নিয়ে যায় নার্সিংহোম কর্তৃপক্ষ। প্রায় আধাঘন্টা বাদে পরিবারে লোককে বলা হয় আপনাদের পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। এরপরেই বাচ্চা বদলের অভিযোগে পরিবারের তরফে নার্সিংহোমের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে এই প্রসুতি পরিবারের সদস্যরা।

ইসলামপুর এবং রামগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌক্বছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অপরদিকে ভুল সিকার করে নার্সিংহোমের চিকিৎসক বলেন, এদিন দুজন প্রসুতির প্রসব করানো হয়। মার্জিনা খাতুনের পুত্র সন্তান জন্ম হয়। আরেকজন প্রসুতির কন্যা সন্তানের জন্ম দেন। অল্প ভুলের জন্য এটা হয়েছে বলে দাবি করেন চিকিৎসক।
মার্জিনার স্বামী জানান, ওটি থেকে নার্সিংহোমের মাসিরা আমাকে বাচ্চা দেখিয়ে বলেন তাঁর মেয়ে হয়েছে। আমি আমার সন্তানের ছবিও তুলি এবং সেই ছবি আমার আত্মিয়দের পাঠিয়ে জানাই আমার কন্যা সন্তানের জন্ম হয়েছে। কিন্তু তাঁর ২০ থেকে ২৫ মিনিট বাদে আবার নার্সিংহোমের তরফে জানানো হয় আপনার কন্যা সন্তান না পুত্র সন্তানের জন্ম হয়েছে। তাই আমার দাবি ডিএনে টেস্ট করা হক।