BJP workers oparation ‘sindoor’ : চড়ম উত্তেজনা, মহিলা পুলিশকর্মীদের জোর করে ‘সিঁদুর’ পরিয়ে দিলেন বিজেপি কর্মীরা
BJP workers oparation ‘sindoor’
এসকে মোতাহার হোসেন : বৃহস্পতিবার দুপুরে আলিপুরদুয়ারে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাম্প্রতিক সহিংসতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন, দেশকে বিভক্ত করার জন্য মিথ্যাচার ব্যবহার করার অভিযোগ করেছেন।

আরো পড়ুন : Sikkim : প্রায় হাজার ফিট উঁচু থেকে তিস্তায় পড়ল পর্যটকবাহী গাড়ি, নিহত ১, নিখোঁজ আরো ৯,দেখুন
প্রধামন্ত্রী সিঁদুর বেচতে এসেছেন বলে মন্তব্য করে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারা কেন তোমার কাছ থেকে সিঁদুর নেবে ? কেন তুমি তোমার নিজের শ্রীমতিকে সিঁদুর দাওনি ?
তিনি মোদীর প্রচারণাকে “নোংরা এবং ফাঁপা কৌশল” বলে অভিহিত করে এটিকে “টাইফুন -ফোর্স আক্রমণ” হিসেবে প্রকাশ করেছেন।
তাঁর সেই মন্তব্যের প্রতিবাদে শুক্রবার চুঁচুড়ার পিপুলপাতি পাঁচমাথা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপির সেই বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে বিজেপি মহিলা কর্মীরা।
আরো পড়ুন : Assam : বড় সিদ্ধান্ত BJP শাসিত রাজ্যে,এবার রাজ্যের বাসিন্দাদের হাতে অস্ত্র তুলে নেওয়ার ছাড়পত্র, কেন ?
মহিলা পুলিশের অভিযোগ সেই বিক্ষোভকারীদের রাস্তায় করা অবরোধ সরিয়ে দিতে গেলে সেই সময় মহিলা বিজেপি কর্মীরা মহিলা পুলিশকর্মীদের কপালে সিঁদুর পড়িয়ে দেয়। যার জেরে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠল।
মহিলা পুলিশকর্মীরা অভিযোগ করে বলেন, আমরা ডিউটি করতে এসেছি আমাদের জোর জবরদস্তি সিঁদুর পড়িয়ে দিল। প্রত্যক্ষ্যদর্শীরাও এমন ঘটনায় হতবাক। তৃণমূলের লোকাল নেতৃত্ব বলেছে, এরা সিঁদুর নিয়ে হলি খেলতে নেমেছে যা সত্যি নিন্দনিয়।

আরো পড়ুন : CRPF jawan arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দিল্লিতে সিআরপিএফ সদস্যকে গ্রেপ্তার করল NIA