Belghoria : বাইকে করে এসে একেরপর এক গুলি তৃণমূল কাউন্সিলারকে, গুলিবিদ্ধ আরো এক
Belghoria
কেয়া সরকার : চায়ের দোকানে এসে পরপর গুলি। গুলি লেগে জখম তৃণমূল কর্মী। গুলি লাগে চায়ের দোকানে বসে থাকা ওপর এক যুবকের। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায়।
আরো পড়ুন : 3 death Case : কসবা কান্ড রহস্য মৃত্যুর ঘটনায় নয়া মোড়,ধৃত লোন রিকভারি এজেন্ট

A series of shots were fired at a tea shop. A Trinamool Worker was injured in the shooting. A young man was shot while sitting in a tea shop. The incident took place on Saturday evening in Belgharia, North 24 Parganas
আরো পড়ুন : 1 woman killed : ধর্ষণ করে খুন ? BJP রাজ্যে ক্ষেত থেকে উদ্ধার এক মহিলার মৃত দেহ, শরীরে একাধিক আঘাত
It is learnt that Trinamool worker Vikas Singh was sitting at a tea shop in North Basudevpur, ward number 29 of Belgharia Municipality. Eyewitnesses present at that tea shop said that 3 youths came on a bike and opened fire
It has been learned that the name of the Trinamool worker who was shot is Vikas Singh. The name of the other youth who was shot is Rantu Das. After receiving the news of the incident, the Belgharia police station reached the spot
আরো পড়ুন : Prayagraj : মহাকুম্ভে শুধুমাত্র নৌকা চালিয়ে ৪৫ দিনে উপার্জন ৩০ কোটি টাকা, কে সেই ব্যক্তি ?
Both were sent to Sagar Dutt Hospital with bullet injuries. Trinamool councilor Vikas Singh, who was shot in a critical condition, was referred to Kolkata RG Kar Hospital
জানা গিয়েছে গুলিবিদ্ধ হওয়া তৃণমূল কর্মীর নাম বিকাশ সিং। পাশাপাশি গুলিবিদ্ধ হওয়া অপর যুবকের নাম রন্তু দাস। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় বেলঘরিয়া থানার পুলিশ।
ঠিক কী ঘটেছিল ?
জানা গিয়েছে, বেলঘরিয়া পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুরের একটি চায়ের দোকানে বসেছিল তৃণমূলকর্মী বিকাশ সিং। সেই চায়ের দোকানে উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, ৩ জন যুবক বাইকে করে এসে গুলি চালায়।

আরো পড়ুন : Supreme Court : দীর্ঘদিন লিভ-ইন থাকা মহিলা ধর্ষণের অভিযোগ তুলতে পারবেন না : সুপ্রিম কোর্ট
তখন বিকাশ সিংয়ের পাশেই বসে থাকা ওপর এক যুবকের গায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় ২ জনকেই সাগর দত্ত হাসপাতালে পাঠানো হয়। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলার বিকাশ সিংকে কলকাতা আরজি কর হাসপাতালে রেফার করা হয়।
আরো পড়ুন : Malda :পরীক্ষা শুরুর আগে ৬ শিক্ষককে মেরে আহত করল পরীক্ষার্থীরা, ধুন্ধুমারকান্ড মালদায়
গুলিবিদ্ধ কাউনসিলার বিকাশ সিংয়ের মা কী জানিয়েছে
গুলিবিদ্ধ বিকাশ সিংয়ের মা সীতা সিংয়ের মা বলেন, বিকাশ কাজ থেকে ফিরে দোকানে চা খেতে বসেছিল। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় কিছু দুষ্কৃতি। তিনি বলেন, তাঁর ছেলের সাথে কারোর ঝামেলা ছিলনা।
আরো পড়ুন : Lepord Attack :গৃহস্থের চিৎকারে ছাগল ছেড়ে ঠাকুর ঘরে আশ্রয় চিতা বাঘের, তারপর….?
চায়ের দোকানে বসে থাকা যুবক রন্তু দাসের স্ত্রী রিয়া কর্মকার কী জানালেন
চায়ের দোকানে বসে থাকা যুবক রন্তু দাসের স্ত্রী রিয়া কর্মকার বলেন, আমরা ডাক্তার দেখাতে এসে চা খেতে বসেছিলাম। আচমক ৩ জন এসে আমার স্বামীর পাশে বসে থাকা এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করে। সেই সময় ওই ব্যক্তি পালাতে গেলে তাঁকে গুলি করতে গিয়ে গুলি লাগে আমার স্বামীর গায়ে। রিয়া জানান, তাঁদের বাড়ি আগরপাড়ার আজাদহিন্দ নগড়ে।
আরো পড়ুন : Arrest 4 : শিলিগুড়ি থেকে প্রায় কোটি টাকার আফিম সহ গ্রেপ্তার ৫,আজ ধৃতদের আদালতে পেশ
ইতি মধ্যেই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ। এই গুলি কান্ডের পর এলকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলকায়।

আরো পড়ুন : School girl gang-raped : মাধ্যমিক পরীক্ষার্থীকে গণধর্ষনের অভিযোগ, ভিডিয়ো তুলে হুমকি,চরম উত্তেজনা এলকায়