Basanti : হাতে বৌদির কাটা মুন্ডু ও কাটারি নিয়ে নির্দ্বিধায় হেঁটে চলেছেন অভিযুক্ত, থানায় গিয়ে হাজির …তারপর
Basanti
কেয়া সরকার : সকাল সকাল রাস্তার পথচারীরা এক ভয়াবহ দৃশ্য দেখে স্তম্ভিত। পতচলতি স্থানীয়রা দেখতে পান এক যুবক রক্ত মাখা কাটামুন্ডু হাতে নিয়ে নির্দ্বিধায় হেঁটে চলেছেন। তার ওপর হাতে কাটারি। ঝরছে কাঁচা রক্ত।

ঘটনাটি ঘটেছে শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ৬ নম্বর ভরতগড়ে। এদিন অভিযুক্ত বিমল মন্ডল সম্পর্কে তাঁর নিজের বৌদির কাটামুন্ডু হাতে নিয়ে সোজা থানার দিকে হাঁটা দেন।
আরো পড়ুন : Fake Note : বাজারে প্রবেশ করেছে উচ্চমানের জাল নোট,কত টাকার নোট? সতর্কতা জারি সরকারের,জেনে নিন
নিজেই সেই কাটামুন্ডু নিয়ে বাসন্তী থানায় হাজির হন। এরপরেই অভিযুক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মৃত শচী মন্ডলের সাথে অভিযুক্ত বিমল মন্ডলের আমপাড়া নিয়ে বচসার যেরে এই মর্মান্তিক ঘটনা।
আরো পড়ুন : Sikkim : প্রায় হাজার ফিট উঁচু থেকে তিস্তায় পড়ল পর্যটকবাহী গাড়ি, নিহত ১, নিখোঁজ আরো ৯,দেখুন
মৃতের সন্তান কাঁদতে কাঁদতে বলেন ,কাকাকে বলেছিলাম ঝামেলা মিটিয়ে নিতে কাকা মায়ের মাথাটাই কেটে নিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি নাম বিমল মন্ডল (৫৭)। পুলিশি জেতায় তিনি জানিয়েছেন, কাটা মুন্ডুটি তাঁর বৌদি শচী মন্ডলের। পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে অভিযুক্ত মানসিক ভারসান্যহীন। প্রয়জনে মনোবদদের সাহায্য নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ।
এই বিষয়ে ক্যানিং এসডিপিও বলেন, অভিযুক্ত ব্যাক্তি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই মুন্ডুহীন মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদনের জন্য পাঠানো হয়েছে। হত্যায় ব্যাবিহৃত অস্ত্রও বাজেয়াপ্ত করা হয়েছে। পুরো বিষয়ের তদন্ত শুরু হয়েছে।

আরো পড়ুন : Assam : বড় সিদ্ধান্ত BJP শাসিত রাজ্যে,এবার রাজ্যের বাসিন্দাদের হাতে অস্ত্র তুলে নেওয়ার ছাড়পত্র, কেন ?