Bankura : ‘UNWAB’-এর তরফে বাঁকুড়া জেলা ও জেলার বাইরের NGO-দের নিয়ে বিশেষ আলচোনা সভা
Bankura
আজহার মাহমুদ : ইউনাইটেড এনজিও ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ বেঙ্গলের (UNWAB) পক্ষ থেকে বাঁকুড়া জেলার অন্তর্গত ছোট – বড় , স্বীকৃতিপ্রাপ্ত – অস্বীকৃতিপ্রাপ্ত সংস্থাদের নিয়ে একটু বিশেষ সম্মেলন আয়োজন করা হয়েছিল।

আলোচনার বিষয় এবং গুরুত্ব
উক্ত আলোচনাসভায় সকল এনজিও এর এলাকা ভিত্তিক বিবরণ ও তারা কোন বিষয়ের উপর কাজ করে সেগুলো প্রত্যক্ষভাবে আলোচনার বিষয়বস্তু ছিল , সমস্ত সংস্থা এখানে নির্দ্বিধায় তাদের কাজের ক্ষেত্রে সম্মুখীন সমস্যার কথাও জানায় ।
A special conference was organized on behalf of United NGO Welfare Association of Bengal (UNWAB) with small – big, recognized – unrecognized organizations of Bankura district
Motahar, the district president of human rights organization “Bahars”, assured all the NGO leaders who came to the discussion meeting to provide any kind of legal assistance if they face problems at workl
Bankura District Conference convener Apurba Patra Mahashay gave a message to all NGOs to stand by
আরো পড়ুন : IND vs ENG Highlights: রোহিতের ঝড়ো ইনিংসে উড়ে গেল ইংল্যান্ড,সিরিজ জয় ভারতের,দেখুন হাইলাইট
একাধিক এনজিও এই সমজসেবামুলক আলোচনা সভায় অংশগ্রহণ আলাদা মাত্রা যোগ হয়
আজকের এই সভাটি আনুষ্ঠানিকভাবে আয়োজন করা হয়েছিল নেতাজি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট , কমলা – বাঁকুড়াতে। বাঁকুড়া জেলা ছাড়াও উপস্থিত ছিল পার্শ্ববর্তী জেলার সংস্থা মিলে মোট ২০টিরও বেশী সংস্থা। আগামীদিনের কথাভেবে সকল এনজিও এর সুনির্ভর ও সুসংগঠনের জন্য রাজ্য কমিটির সদস্য তথা অনিমেষ মণ্ডল মহাশয় ও বসিরউদ্দিন মহাশয় সমস্ত এনজিও দের আরো উৎসাহ প্রদান করেন।
আরো পড়ুন : 31 Naxsal Dead: ছত্তিশগড়ে সকাল থেকে চলছে গুলিড় লড়াই,খতম ৩১ মাওবাদী, শহিদ ২ জাওয়ান

আরো পড়ুন : Arrested 1 main accused : নিউটাউন নাবালিকা নারকীয় ধর্ষণকান্ডে দোষ শিকার মুল অভিযুক্তর, কে সেই অভিযুক্ত?
কাজের ক্ষেত্রে তাদের সকল সমস্যায় তাদের যথার্থ পাশে থাকার কথা দেন এবং তার সাথে রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রসঙ্গও উল্লেখ করে বলেন তারা তাদের সংস্থার স্বীকৃতিপ্রাপ্ত করে রাখলে এতে তাদের আগামীদিনে কিরূপ লাভ হতে পারে সেই বিষয় নিয়েও তিনি এদিন বিস্তিরে আলচোনা করে।
আরো পড়ুন : A terrible fire : মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাঁই বস্তির বহু ঝুপড়ি, মৃত্যু ১,আশ্রয়হীন বহু মানুষ
আগত সকল এনজিওদের পাশে থাকার বার্তা জেল কনভেনরের
জেলা কনভেনর তথা ‘অপুর্ব পাত্র মহাশয়’ সমস্ত এনজিও এর রেজিস্ট্রেশন এবং সংস্থার কার্যকলাপের ক্ষেত্রেও কোনো সমস্যার সম্মুখীন হলে তিনি পাশে থেকে সমাধানের পথ বের করবেন এবং সকল সংস্থাকে সম্মণিত রাখা ও তাদের প্রসার করবেন ।
আরো পড়ুন : Raiganj Breaking : রায়গঞ্জ মেডিক্যালে হচ্ছে ৫০ শয্যার সিসিবি,মুমুর্ষু রোগী নিয়ে ছুটতে হবে না আর
মানবাধিকার সংগঠন বাহর্সের জেলা সভাপতি মোতাহার আইনী সহয়তা প্রদানের আশ্বাস
এনজিও সম্মেলনের সফল আলোচনা সভায় উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন বাহর্সের জেলা সভাপতি মহাশয় শেখ মোতাহার হোসেন , উপস্থিত সভাতে সকল সংস্থার এবং তাদের নিজ এলাকার আইনত সহায়তা ও পরামর্শ বিষয়ে নির্দ্বিধায় তার সাথে সকলকে যোগাযোগের বার্তা দেন ।
আরো পড়ুন : Arrest with firearms 3 : যোগী রাজ্যের ৩ ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র-গুলি সহ গ্রেপ্তার করল কলকাতা পুলিশ!
সকল এনজিও এই সম্মেলনে উপস্থিত থাকতে পেরে অত্যন্ত খুশি হয় এবং তারা সকলেই একে অপরের সাথে কথা বলে ও একে অপরের এলাকায় কার্যের কোনরূপ সহযোগিতায় আসতে পারলে অবশ্যই তাকে মনে রাখার আশ্বাস দেন , যা আগামীদিনের জন্য সকলের আরো বেশি কাজ করার সক্রিয়তা ও আবেগপ্রবনতা বাড়িয়ে দেয় ।

