Bank Atm Robbery : শিলিগুড়িতে ফের এটিএম লুট, সিসিটিভিতে রঙ স্প্রে করে ১৪ লক্ষ টাকা লুট করল দুষ্কৃতীরা
Bank Atm Robbery
লক্ষীশর্মা : আবারো শিলিগুড়িতে এটিএম লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার ভোর তিনটের নাগাদ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলকায়।
আরো পড়ুন : Odisha : নাবালিকা হকি প্রশিক্ষণার্থীকে ধর্ষণ, ২ কোচ সহ ৪ জন আটক

এদিন দুষ্কৃতীরা ভোর রাতে চোরাই গাড়ি করে এসে এটিএমে ঢুকেই প্রথমে ক্যামেরায় কালো রং স্প্রে করে এটিএম স্প্রে করে প্রায় ১৪ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।
আরো পড়ুন : Brahmaputra : ভারতের উদ্বেগ বাড়িয়ে ব্রহ্মপুত্রের উপর ১৬৭ বিলিয়ন ডলারের মেগা বাঁধ নির্মাণ শুরু করল চীন!
এটিএম লুট করে পালিয়ে যাবার সময় আশিঘর আউটপোস্টের পুলিশ দুষ্কৃতীদের টাটা সুমোগাড়িটিকে ধাওয়া করে। কিন্তু ধাওয়া করেও নাগাল পায়নি দুষ্কৃতীদের। সেইসময় আশেপাশের থানাগুলিকে জানিয়ে দেওয়া হয়।
আরো পড়ুন : Odisha Horror : বিজেপি শাসিত রাজ্যে এক কিশোরীকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল ৩ ব্যক্তি
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে এটিএমের পাশে একটি ফাঁকা যায়গায় দুষ্কৃতীরা টাটা সুমোটি দাঁড় করিয়ে এটিএম লুট করে। দুষ্কৃতীরা ট্যাক্সি নম্বরের একটি টাটা সুমোয় করে অপারেশন চালায় দুষ্কৃতীরা।
ঘটনার খবর পেয়ে ছুটে আসে ভক্তিনগর থানার আইসি, ডিএসপি ইস্ট। এছাড়াও এদিন এটিএম লুট করে চম্পট দেওয়ার পর সেই লুট হওয়া এটিএমে আগুন লাগে যায়। খবর পেয়ে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
