Bangla Got Big Money : প্রাপ্য অর্থের জন্য দীর্ঘ লড়াই মমতার, মান্যতা কেন্দ্রের, বাংলা পেল মোটা অর্থ! লাভ হল বাকি রাজ্যেরও
Bangla Got Big Money
কেয়া সরকার : বাংলা তাঁর প্রাপ্য টাকা পাচ্ছে না বলে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বিগত কয়েক বছরে বারংবার এ নিয়ে সরব হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়িয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশেষে এলো তারি সুফল।
Table of Contents
রাজ্যের অভিযোগ ছিল জিএসটি বাবদ প্রাপ্য বহু টাকা পাওনা রয়েছে বাংলার। মমতা সুর চড়িয়ে বলেছিলেন রাজ্য থেকে বারবার টাকা নিয়ে গেলেও জিএসটির বহু টাকা পাওনা রয়েছে রাজ্যের।

আরো পড়ুন : Death In Road Accident 1: ফের কলকাতা শহরে বেপরোয়া গতির বলি ১,আহত ৩! আটক ড্রাইভার ও কন্ডক্টর
The central government distributed Rs 1,73,030 crore as taxes to the states. West Bengal received Rs 13017.06 crore
This additional money will help the states to speed up development work and meet the cost of public welfare schemes
Incidentally, in the last few years, complaints of central deprivation have been repeatedly raised by the government of Bengal
সেই প্রাপ্য অর্থ বাংলা না পাওয়ার জন্য রাজ্যের সামগ্রিক উন্নয়নের কাজ ব্যহত হয়। কিন্তু এতপদিন কেন্দ্র তাতে এতোটুকুও কর্ণপাত না করে রাজ্যের উপরেই উল্টো দোষারোপ করে আসছিল। অবশেষে ঘুম ভাঙল কেন্দ্রের। বাংলার প্রাপ্য অর্থ বরাদ্দ করল কেন্দ্র।
আরো পড়ুন : 4 Arrested : বেআইনি অস্ত্র কারখানায় হানা কলকাতা পুলিশের, বিহারে উদ্ধার বিপুল অস্ত্র ,আটক ৪
এবার জিএসটি বাবদ রাজ্যের প্রাপ্য বড় অঙ্কের অর্থ রাজ্যগুলিকে দিল কেন্দ্র। সেখানেই পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্র সরকার বরাদ্দ করেছে ১৩০১৭ কোটি টাকা।

গত বছর কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রাপ্য হিসেবে ডিসেম্বর মাসে ৮৯,০৮৬ কোটি টাকা বরাদ্দ করেছিল। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মুখ্যমন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের জিএসটির প্রাপ্য অর্থের জন্য লাগাতার সুর চড়ানোর সুফল পেল বাকি ব্রাত্য রাজ্য গুলিও।
যার জেরে অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র। কেন্দ্রের তরফে জানানো হয়েছে প্রত্যেকটা রাজ্য সরকারকে ১,৭১,০৩০ কোটি টাকা। যার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার পেতে চলেছে ১৩০১৭.০৬ কোটি টাকা।
যদিও জিএসটি বাবদ প্রাপ্য অর্থ কেন্দ্র প্রদান করলেও ১০০ দিনের কাজ, আবাস যোজনা-সহ বিভিন্ন প্রকল্পের পাওনা টাকা এখনো মেটায়নি কেন্দ্র সরকার। সেই প্রাপ্য অর্থ কবে বাংলার কপালে জুটবে সে নিয়ে অবশ্য কিছু জানায়নি কেন্দ্র সরকার।
আরো পড়ুন : 2 more arrested in Malda : মালদয়া তৃণমূল নেতা খুনে চাঞ্চল্যকর মোড়! গ্রেপ্তারআরো ২ মাথা, মোট ৭
উল্লেখ্য, তৃণমূল সরকার খমতায় আসার পরে বাংলার উন্নয়নের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অনেক ক্ষেত্রেই বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। সেখানেই প্রাপ্য অর্থ না পাওয়ায় অনেক ক্ষেত্রেই তা বাধা হয়ে দাঁড়িয়েছে।
তবে এবার কেন্দ্রের কর আদায় বাবদ রাজ্যকে দেওয়া ১৩০১৭ কোটি টাকা এবার বাংলার উন্নয়নের জন্য ব্যবহার করতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরো পড়ুন : North Bengal: উত্তরবঙ্গে লাগাতার অভিযানে বড় সাফল্য BSF-এর, গ্রেপ্তার ৮ বাংলাদেশি, ৩ দালাল