August Rashifol 2024: খুব শীঘ্রই ভাগ্য বদলাবে ৪ টি রাশির, সাথে খারাপ সময় সঙ্গী হবে এই ৮ টি রাশির!

August Rashifol 2024: খুব শীঘ্রই ভাগ্য বদলাবে ৪ টি রাশির, সাথে খারাপ সময় সঙ্গী হবে এই ৮ টি রাশির!

August Rashifol 2024:

এই আগস্ট মাসে ৪ টি রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সুখের আমূল পরিবর্তন এবং ৮ টি রাশির জীবনে ঘনিয়ে আসতে চলেছে বিপদের ছায়া।

এই আগস্ট মাস কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে তা আমরা আজকের প্রতিবেদনে জেনে নিব।

মিথুন রাশিফল:

মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি ভালো ও খারাপ দুই- এর মধ্যে দিয়ে অতিবাহিত হবে।

কর্মজীবন: ব্যবসার ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভবনা বেশি রয়েছে। যারা চাকরীতে যুক্ত রয়েছেন তাদের জন্যে ভালো সময় আসতে চলেছে। আপনার কাজের জন্য কর্ম স্থানে প্রশংসিত হবেন, তার সাথে অনেকটা উৎসাহ ও সহযোগিতা পাবেন। August Rashifol 2024

শিক্ষকতা: শিক্ষার্থীদের এই মাসটি পড়াশোনার প্রতি মনযোগী হয়ে উঠতে দেখা যাবে। শিক্ষকদের সম্পূর্ণ সহযোগিতা আপনার পড়াশোনার ভালো ফলাফল লাভ করতে সাহায্য করবে।

পারিবারিক জীবন: পারিবারিক জীবনের ক্ষেত্রে কিছু উত্থান পতন চলবে। যা আপনাকে শান্ত মাথায় ঠিক করতে হতে পারে। August Rashifol 2024

দাম্পত্য ও প্রেম জীবন: প্রেমের সম্পর্কে এই মাসটি একটু দুর্বল হতে চলেছে। নিজেদের মধ্যে অহেতুক ঝগড়া এড়িয়ে চলতে চেষ্টা করবেন।

শারীরিক জীবন: আপনার পুরনো যে কোনো শারীরিক সমস্যা আবার বেড়ে উঠতে পারে। যা আপনার জীবনকে প্রভাবিত করতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন এবং শরীরকে রোগমুক্ত রাখুন।

সিংহ রাশিফল:

সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি খুব একটা শুভ সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হবে না।

কর্মজীবন: এই মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আর্থিক টানাপোড়ন তৈরি করবে। সংসার চালানোর জন্যে আপনাকে অনেকটা হিসেবের মধ্যে চলতে হবে। August Rashifol 2024

শিক্ষকতা: পড়াশোনার দিক দিয়ে এই মাসটি শিক্ষার্থীদের জীবনে সাফল্যের চাবিকাঠি তৈরি করতে সক্ষম হবে।

পারিবারিক জীবন: পারিবারিক জীবন অনেকটা সমস্যার মধ্যে দিয়ে অতিবাহিত হবে। সংসারে সুখ শান্তি বজায় রাখতে নিজেদের মধ্যে বোঝাপড়া ঠিক রাখতে হবে।

দাম্পত্য ও প্রেম জীবন: প্রেম জীবন খানিকটা দুর্বল হতে চলেছে। কখনো বিবাদ আবার মাসের কোনো সময় প্রেম জীবনে বজায় থাকবে। August Rashifol 2024

শারীরিক জীবন: নিয়মিত শরীর চর্চার মাধ্যমে শরীর সুস্থ থাকবে। পেটের কোনো সমস্যা মাসের মাঝামাঝি থেকে দেখা দিতে পারে।

মেষ রাশিফল:

মেষ রাশির জাতক জাতিকারা এই মাসে কিছুটা দুর্বল সময় দিয়ে নিজেদের পার করবেন।

কর্মজীবন: কর্মজীবনে জন্যে এই মাসটি একটু চ্যালেঞ্জিং হতে চলেছে। মাসের শেষের দিকে কিছুটা ভালো সময় আসতে পারে।

শিক্ষকতা: শিক্ষার্থীদের জন্য এই মাসটি মধ্যম সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হবে। পড়াশোনায় মনোনিবেশ করতে অনেক বাঁধা অতিক্রম করতে হবে।

পারিবারিক জীবন: পারিবারিক জীবনের ক্ষেত্রে সংসারে কম বেশি অশান্তি সম্পূর্ণ মাস জুড়েই চলতে থাকবে।

দাম্পত্য ও প্রেম জীবন: দাম্পত্য জীবনে এবং অবিবাহিত দুই ক্ষেত্রেই সম্পর্ক সুন্দর হয়ে উঠবে। নিজেদের মধ্যে প্রেম এবং বন্ধুপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।

শারীরিক জীবন: স্বাস্থ্যর দিকে আপনাকে বিশেষ যত্নশীল হওয়ার প্রয়োজন পড়বে। পুষ্টিযুক্ত খাবার গ্রহণ করুন এবং নিজেকে সুস্থ রাখুন।

আরও পড়ুন- ধূপগুড়ি হাসপাতাল শৌচালয়ের দরজা খুলতেই ভয়াবহ দৃশ্য দেখে রোগীর আর্তনাদ, ছুটে এলো পুলিশ

কর্কট রাশিফল:

কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি সব রকম দিক দিয়ে অনুকূল কাটতে চলেছে।

কর্মজীবন: কর্মজীবনের ক্ষেত্রে ব্যবসায়ী হোক বা চাকরীজীবী দুই দিকেই আয় ও উন্নতির খুব সুন্দর ভাবে চলবে। আপনার পরিশ্রমী স্বভাব আপনার কর্ম স্থানে পদোন্নতিতে সাহায্য করবে।

শিক্ষকতা: শিক্ষার্থীদের ক্ষেত্রেও পড়াশোনায় মনোযোগ দিতে সহজ হবে। যে কোনো পরীক্ষায় ভালো ফল আশা করা যেতেই পারে। August Rashifol 2024

পারিবারিক জীবন: এই মাসটি পরিবারে সুখ শান্তি বজায় রাখবে। এর পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় অতিবাহিত করার সুযোগ পাবেন।

দাম্পত্য ও প্রেম জীবন: প্রেম এবং বিবাহিত জীবনে কিছুটা উত্থান পতন আসতে পারে, কিন্তু তা দীর্ঘস্থায়ী হবে না। পরস্পরের সাথে ভালো সময়ও কাটবে

শারীরিক জীবন: শারীরিক দিক থেকে তেমন কোনো চিন্তার বিষয় নেই। পুরো মাসটাই ভালো কাটবে কিন্তু বয়স্ক জন্যে একটু নিয়ম মেনে চলতে হবে।

কন্যা রাশিফল:

কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি মাঝামাঝি কাটতে চলেছে।

কর্মজীবন: কর্ম জীবনের ক্ষেত্রে এই মাসটি আয়ের দিক বজায় থাকলেও অতিরিক্ত খরচের ওপর লাগাম দিতে হবে। August Rashifol 2024

শিক্ষকতা: শিক্ষার্থীদের জন্যে যে কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি সহজে উত্তীর্ণ হওয়ার মতো পরিস্থিতি তৈরী হবে।

পারিবারিক জীবন: পারিবারিক জীবনের ক্ষেত্রে এই মাসের সময় খারাপ চলতে পারে। সংসারে সুখ শান্তি বজায় রাখতে ছোটো ছোটো সমস্যাগুলো এড়িয়ে চলাই শ্রেয়। August Rashifol 2024

দাম্পত্য ও প্রেম জীবন: দাম্পত্য ও অবিবাহিতদের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বাড়তে পারে যে কোনো বিষয়ে। অহেতুক বেশি তর্ক বিতর্ক সর্ম্পকে তিক্ততা সৃষ্টি করবে।

শারীরিক জীবন: শরীরের যে কোনো ছোটো সমস্যায় সঠিক মতো চিকিৎসা সমস্যা বড়ো আকার ধারণ করতে পারে। সুতরাং সঠিক সময় মতো চিকিৎসকের পরামর্শ নিন।

August Rashifol 2024
August Rashifol 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মীন রাশিফল:

এই মাসের মীন রাশিফল অনুযায়ী সময় মাঝারী ভাবে অতিবাহিত হবে।

কর্মজীবন: কর্মজীবনের ক্ষেত্রে মাসের প্রথম দিকে একটু বেশি সমস্যার সৃষ্টি হতে পারে, কিন্ত আগস্ট মাসের শেষের দিকে সমস্যাগুলো অনেকটা কমজোরী হয়ে যাবে। শুধুমাএ অতিরিক্ত খরচ থেকে সাবধান থাকবেন।

শিক্ষকতা: শিক্ষার্থীদের জন্য আবার এই মাসটি অনুকূল পর্যায়ে থাকবে। উচ্চ শিক্ষার জন্য এই মাসে মীন রাশির জাতক জাতিকাদের জন্য ভালো সুযোগ আসতে চলেছে।

পারিবারিক জীবন: পারিবারিক জীবনে ক্ষেত্রে কিছু বিষয়ে বিশেষ সমস্যার সম্মুখীন হতে হবে মীন রাশির জাতক জাতিকাদের এই মাসটিতে।

দাম্পত্য ও প্রেম জীবন: বিবাহিত ও অবিবাহিত দুই জীবনের জন্য মাসটি মীন রাশির জাতক জাতিকাদের সর্ম্পকে তিক্ততা তৈরি করবে।

শারীরিক জীবন: অতিরিক্ত তৈলাক্ত যুক্ত খাবার শরীরের হজম শক্তি কমিয়ে দেয় এবং শরীরকে দুর্বল করে দেয় অতি সহজেই।

বৃষ রাশিফল:

বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসটি ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হবে।

কর্মজীবন: ব্যাবসায়ীদের জন্যে মাসটি অত্যন্ত শুভ ফল প্রদান করবে। চাকরিজীবীদের জন্য একটু চ্যালেঞ্জিং হলেও আপনার কাজের দক্ষতায় সবটা অতিক্রম করে নিতে পারবেন।

শিক্ষকতা: শিক্ষার্থীদের জন্য সময় একটু কঠিন হতে পারে, তবে চিন্তার তেমন বিষয় নয় পড়াশোনাতে বাধা সৃষ্টি হবে না। August Rashifol 2024

পারিবারিক জীবন: পারিবারিক সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ করতে হবে, তা নয়তো বিবাদ অশান্তি চলতে পারে। August Rashifol 2024

দাম্পত্য ও প্রেম জীবন: বিবাহিত ও অবিবাহিত দুই ক্ষেত্রেই জীবনে প্রেম বজায় থাকবে। অযথা কোনো তর্ক বিতর্ক তৈরি করবেন না নিজেদের মধ্যে।

শারীরিক জীবন: এই মাসটি আপনাকে পেটের সমস্যায় ভোগাতে পারে। অতিরিক্ত তেল মশলা যুক্ত খাবার বর্জন করুন, শরীরকে সুস্থ রাখুন।

আরও পড়ুন- মধ্যরাতে জরুরি বৈঠক রাষ্ট্রপতির, খালেদাজিয়ার মুক্তির পাশাপাশি নির্বাচন সহ আরো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

কুম্ভ রাশিফল:

কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এই মাসটি অনেক ভালো সময় নিয়ে আসতে চলেছে।

কুম্ভ রাশিফল: কুম্ভ রাশির ব্যাবসায়িক জীবন এই মাসে অনেকটা ভালো হতে চলছে। কর্ম অনুযায়ী ফল অবশ্যই পাবেন, যদি খুব পরিশ্রম করেন ফল অবশ্যই পাবেন।

শিক্ষকতা: শিক্ষার্থীদের জীবনে পড়াশোনার একটি ছন্ধ বজায় থাকবে। তার পাশাপাশি অন্যান্য বিষয়গুলোতে আপনার আগ্রহ লক্ষ্য করা যাবে।

পারিবারিক জীবন: পরিবারের সদস্যদের সঙ্গে সময় ভালো কাটবে। আপনার চেষ্টায় এমন নতুন কিছু কাজ হবে যা পরিবারের আপনার মান আরও বাড়িয়ে তুলবে।

দাম্পত্য ও প্রেম জীবন: প্রেমের দিক দিয়েও মোটামুটি ভালোই কাটবে। কিন্তু আপনার কথায় আঘাত পাওয়ার সম্ভবনা থেকে যায়, তাই সেই বুঝে কথা বলা উচিৎ।

শারিরীক জীবন: শারিরীক জীবনের দিক দিয়ে এই মাসের শেষটা একটু আপনাকে পেট ও চোখের সমস্যায় ভোগাতে পারে। August Rashifol 2024

তুলা রাশিফল:

এই মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য মধ্যম হতে চলেছে।

কর্মজীবন: কর্মজীবন ভালো কাটবে, ব্যাবসায় লাভবান হবেন এবং চাকরীজীবীদের ভালো কাজের জন্য পদোন্নতি হওয়ার সম্ভবনা রয়েছে।

শিক্ষকতা: পড়াশোনার দিক দিয়ে শিক্ষার্থীদের কাছে কিছু কিছু বিষয় চ্যালেঞ্জিং হতে চলেছে।

পারিবারিক জীবন: পরিবারের সদস্যদের সঙ্গে সময় ভালো কাটবে।

দাম্পত্য ও প্রেম জীবন: মাসের প্রথম দিকে প্রেম ঠিকঠাক থাকলেও শেষের দিকটা একটু অশান্তির মধ্যে দিয়ে যাবে।

শারীরিক জীবন: স্বাস্থ্য নিয়ে চিন্তার তেমন কারণ নেই, তবে ছোটো কোনো সমস্যা হলেও ডাক্তারের পরামর্শ নিন।

মকর রাশিফল:

মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি অনুকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে।

কর্মজীবন: চাকরীজীবীদের ক্ষেত্রে স্থান পরিবর্তন হওয়ার সম্ভবনা রয়েছে এবং ব্যাবসায়ীদের ব্যবসার উন্নতি লাভ হবে। August Rashifol 2024

শিক্ষকতা: শিক্ষার্থীরা পরিশ্রম অনুযায়ী ফল অবশ্যই পাবে এবং উচ্চ শিক্ষায় ভালো ফল লাভ করবে।

পারিবারিক জীবন: সংসারে অনুকূল পরিস্থিতি বজায় থাকবে, তার পাশাপাশি সংসারে আয় উন্নতি বৃদ্ধি পাবে।

দাম্পত্য ও প্রেম জীবন: মাসের প্রথম দিকে সম্পর্ক সুন্দর ভাবে চললেও শেষের দিকে ছোটো ছোটো কিছু সমস্যা দেখা দিতে পারে। August Rashifol 2024

শারিরীক জীবন: স্বাস্থ্যের দিক দিয়ে এই মাসটি মধ্যম স্থানে বিরাজমান হবে।

বৃশ্চিক রাশিফল:

বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি মাঝামাঝি দিয়ে চলবে।

কর্মজীবন: এই মাসটি কর্মজীবনের দিক দিয়ে ভালো ফল প্রদান করবে, তার পাশাপাশি অপ্রত্যাশিত রোজগার বাড়বে।

শিক্ষকতা: শিক্ষার্থীদের জন্যে পড়াশোনায় মনোযোগ ভঙ্গ হওয়ার পরিস্থিতি তৈরী হতে পারে।

পারিবারিক জীবন: পারিবারিক জীবনেও একটু টানাপোড়নের মধ্যে দিয়ে চলবে।

দাম্পত্য ও প্রেম জীবন: প্রেম জীবন ভালো কাটবে, সর্ম্পকে নতুন মোড় আসতে পারে।

শারীরিক জীবন: শরীর নিয়ে তেমন কোনো চিন্তা করতে হবে না, নিয়মিত ব্যায়াম ও জল পান ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন।

ধনু রাশিফল:

ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি অনুকূল ও প্রতিকূল দুই পরিস্থিতির মধ্যে দিয়ে পার হবে।

কর্মজীবন: এই মাসে আপনাকে কঠোর পরিশ্রমী হয়ে উঠতে হবে, তবেই ব্যবসায় লাভ করা সহজ হবে।

শিক্ষকতা: শিক্ষার্থীদের জন্য আবার এই মাসটি অনুকূল ভাবে থাকবে। পরিশ্রম অনুযায়ী ফল পাবেন।

পারিবারিক জীবন: পারিবারিক জীবনে কিছু বিষয়ে অশান্তির সৃষ্টি হতে পারে।

দাম্পত্য ও প্রেম জীবন: প্রেম বরাবরই লক্ষ্যণীয় হবে। তবে অহেতুক তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে।

শারীরিক জীবন: স্বাস্থ্য বিষয়ে কিছু সমস্যা আসতে পারে। শরীরে ছোটো কোনো সমস্যা হলেও চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিন।

আরও পড়ুন- জন্মদিনের সকালে তৃণমূল সাংসদের ঘুম ভাঙল শাহের ফোনে, গিফট হিসেবে দিবি ‘আবাসের’ বকেয়া টাকা

Disclaimer:

এই প্রতিবেদনে লেখা রাশি ফল গুলি সম্পূর্ন জ্যোতিষ শাস্ত্র-এর গণনার ওপর ভিত্তি করে লেখা হয়েছে। এর জন্য আমাদের ওয়েবসাইট কোনো রকম ভাবে দায়ী থাকবে না। নিজেদের রাশিফল সমন্ধে আরও বিস্তারিত জানতে অভিজ্ঞ জ্যোতিষ শাস্ত্র – এর পরামর্শ নিন। লেখায় কোনো রকম ভুল থাকলে ক্ষমা করবেন।

আরও পড়ুন- ২৬-এর বিধাসভা ভোটের আগে কোন দুই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে অভিষেক ?

আরও পড়ুন- ICDS Exam Practice Set 2024: প্রকাশ করা হলো অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী পদের প্রস্তুতি সেট !

Leave a Comment