ATM on Wheels : চলন্ত ট্রেনে নগদ অর্থের প্রয়োজন ? আর চিন্তা নেই, ট্রেনে এবার এটিএম, ভিডিও শেয়ার রেল মন্ত্রীর
ATM on Wheels
সুনিল যাদব : চলন্ত ট্রেনে নগদ অর্থের প্রয়োজন হয়ে পড়েছে ? আর চিন্তার কারন নেই। এবার চলন্ত ট্রেনেই মিলবে টিএম এর সুবিধা। ট্রেনের মধ্যেই নগদ অর্থের ব্যবস্থা করে দিচ্ছে ভারতীয় রেল।

দেশে এই প্রথম ট্রেনে এটিএম স্থাপন করল রেল কর্তৃপক্ষ। বুধবার তা পরিক্ষামূলকভাবে মহারাষ্ট্রের মনমদ সিএসএমটি পঞ্চবটী এক্সপ্রেসে বসানো হয়। সেই এটিএম থেকে টাকাও তুলতে দেখা গেল যাত্রীদের।
আরো পড়ুন : SC Breaking : খান্নার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন “ভূষণ রামকৃষ্ণ গাভাই”, কবে? তিনি কে ?
তবে দেশের বাকি দুরপাল্লার সব ট্রেনে এই এটিএম সুবিধা মিলবে তা এখনো জানা যায়নি। তবে এদিন পরিক্ষামূলকভাবে বসানো এটিএমের ভিডিও কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী যাদব সেই ভিডিও শেয়ার করেছে এক্স হ্যান্ডেলে।
আরো পড়ুন : Supreme Court : ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে আবেদনের সুপ্রিমেশুনানি আজ,কী হবে রায়দান নজড় রাখুন
এই পরিষেবার পোশাকী নাম কী জানিয়ে দিল রেলমন্ত্রী
রেলমন্ত্রী এক্স হ্যান্ডেলে ভিডিও শেয়ারের পাশাপাশি লিখেন, “এই প্রথম ট্রেনের মধ্যে এটিএম পরিষেবা।” চলন্ত ট্রেনে এই এটিএম পরিষেবার পোশাকি নাম… “এটিএম অন হুইলস”।
আরো পড়ুন : Robert Vadra : ইডির দ্বিতীয় সমন, সমর্থকদের সাথে ইডির অফিসে হাজির ভাদ্রা, বললেন রাজনৈতিক প্রতিহিংসা
এই পরিষেবার প্রয়োজনিয়তা নিয়ে কী জানাচ্ছে রেল কর্তৃপক্ষ ?
আরো পড়ুন : Sourav Ganguly Re-Elected : আইসিসিতে ফিরলেন সৌরভ ! কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছে সৌরভ
রেল কর্তৃপক্ষ জানিয়েছে চলতি বছরের মার্চ মাসে ২৫ তারিখ সম্ভাব্য সব ভেন্ডারদের নিয়ে বৈঠক করা হয় রেলের তরফে। সেই বৈঠকেই ট্রেনের মধ্যে এটিএম স্থাপন করার প্রস্তাব পেশ করা হয়। রেলের রাজস্ব জোর দিতেই এই উদ্যোগ রেলের তরফে।

আরো পড়ুন : Gujrat LIVE : বড় সাফল্য, ১৮০০ কোটি টাকার নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করল কোস্টগার্ড এবং ATS