Assam-14 year old School Girl Gangraped: অসম গণধর্ষণকান্ডের মূল অভিযুক্তের রহস্যমৃত্যু ! পুলিশ হেপাজত থেকে পালিয়ে পুকুরে ঝাঁপ

সুনিল যাদব ,অসম : নাবালিকা গনধর্ষণকান্ডে ধৃত মুল অভিযুক্তের রহস্য মৃত্যু। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে অসমের নওঁগা জেলায়। ধর্ষণকান্ডের মুল অভিযুক্তকে শুক্রবার গভীর রাতে ধৃতকে ঘটনার পুনর্নিমাণের জন্য অকুস্থলে নিয়ে গেলে সেই সময়েই অভিযুক্ত যুবক পুলিশের হাত থেকে পালিয়ে পুকুরে ঝাঁপ দেয়।

The Accused was pronounced dead after being pulled out of the pond ( Credit ANI )
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পরে সেই পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তাফাজুল ইসলাম অভিযুক্তের দেহ। এই বিষয়ের বিবরণ দিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই কথা জানায় নওঁগা জেলার পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা। পরিবার সূত্রে জানাগিয়েছে, বৃহস্পতিবার সাইকেলে চেপে টিউশন থেকে বাড়ি ফেরার পথে ১৪ বছরের এক কিশোরীকে একটি নির্জন এলকায় পথ আটকায়।

“Tafazul Islam” is the main accused in the minor gang rape case

অভিযোগ এরপরেই পাশের একটি পুকুড় পাড়ে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে ৩ যুবক মিলে গনধর্ষণকরে। মেয়ের বাড়ি ফিরতে অনেকটাই দেরি হওয়ায় খোঁজ খবর শুরু করে পরিবারের লোকেরা। এরপরেই পরিবারের কাছে খবর আসে একটি পুকুরের ধারে সঙ্গাহীন অবস্থায় পরে আছে তাঁদের মেয়ে।

brief

The main accused Tafazul Islam died while escaping from custody

The incident took place during the site visit

Two more suspects are being sought

আরো পড়ুন : Polygraph test :পলিগ্রাফ টেস্ট ঠিক কী ? এই মাধ্যমে কী ভাবে চিহ্নিত করা হয় অপরাধীকে ? রইল বিস্তারিত তথ্য

সেখান থেকে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তবে কী ভাবে ধর্ষণকান্ডে মূল অভিযুক্ত পুলিশের হেফাজত থেকে পালালেন, সে বিষয় এখনো স্পষ্ট নয়। এই ঘটনায় বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে তদন্তকারী দল।

Leave a Comment