Arrested 1 Minor Brother : নিজের বোনকেই অন্ত:সত্বা করল দাদা! থানায় বাবার অভিযোগ, গ্রেপ্তার নাবালক দাদা!

Arrested 1 Minor Brother : নিজের বোনকেই অন্ত:সত্বা করল দাদা! থানায় বাবার অভিযোগ, গ্রেপ্তার নাবালক দাদা!

বিষয় সূচী:-

Arrested 1 Minor Brother

অনুশিবা সেন : নিজের বোনকেই অন্ত:সত্বা করল তাঁর নিজের নাবালোক দাদা। বেশ কয়েকদিন ধরেই পেটে ব্যথা। পেটে ব্যথার কথা বাবাকে জানায় ওই কিশোরী। বাবা মেয়েকে দেখাতে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আকাশ থেকে পড়ার মতো অবস্থা কিশোরীর বাবার। কারন ডাক্তার ওই কিশোরীর পরিক্ষার পর জানায় তিনি গর্ভবতী। এটা প্রসব যন্ত্রনার ব্যথা।

Table of Contents

পরিবার সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকের পরামর্শ মতো ওই কিশোরীকে হাসপাতালে ভর্তী করে পরিবারে লোকেরা। জানাগিয়েছে ওই কিশোরী আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এক পুত্র সন্তান প্রসব করেছে।

আরো পড়ুন : Baba Vanga : বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী মিলেছে প্রায় ৮৫ %, দেখে নিন ২০২৫-এ কী কী ঘটতে চলেছে ?

Arrested 1 Minor Brother
Arrested 1 Minor Brother
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এরপর শনিবার কিশোরীর বাবা কুমারগ্রাম থানায় গিয়ে নিজের নাবালক ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃত নাবালক হওয়ায় পুলিশ জলপাইগুড়ি জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়েছে।

এবং পুলিশ ওই নাবালোকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় এক বাসিন্দা জানান, এমন ঘটনায় তাঁরা হতবাক। পাশাপাশি জানান, পরিবারটি দরিদ্র। মেয়েটি নবম ক্লাসে পড়াশোনা করে। কিন্তু তাঁর অভিযুক্ত দাদা পড়াশোনা ছেড়ে বাবার মতো দিন মজুরের কাজ করে।

আরো পড়ুন : Death by explosion 3 : বাংলাদেশ সীমান্ত লাগোয়া জোড়ালো বিস্ফোরণ উড়ল বাড়ি, মৃত্যু ৩ , আশঙ্কাজনক আরো ১

মেয়েটির মা পরিচারিকার কাজ করেন। প্রতিবেশিরা জানান, মেয়েটি ৮ মাস গর্ভবতী থাকলেও বাড়ির লোক নাকি কিছুই জানতো না। অবশ্য প্রতিবেশিরা তাঁর কারন হিসেবে বলেন, দিন মজুরের কাজে সকালেই বেড়িয়ে যেত আর মা পরিচারিকার কাজে।

His own minor grandfather got his sister pregnant

The girl’s father went to the Kumargram police station and filed a written complaint against his minor son

Based on the complaint, the police arrested the accused minor

বাবা-মা দুজনেই কাজে বেড়িয়ে যাওয়ার পর তাঁদের ছেলে মেয়ে বাড়িতে কী করছে সেই খোঁজ আর তারা রাখেনি। সেই কারনেই হতো তাঁদের এই পরিস্থিতির সম্মুখীন হতে হলো।

পুলিশের প্রাথমিক জেরায়, নাবালিকা জানায়, নিজের দাদার সাথে তাঁর সারিরিক সম্পর্ক ছিল। পুলিশের তরফে জানানো হয়, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ওই নাবালিকার পর গোপন জবানবন্দির জন্য আদালতে তোলা হবে।

আরো পড়ুন : 2 minor girl raped incident : একি জেলায় ২৪ ঘন্টায় জোড়া ধর্ষণ,৫ বছরের শিশুকে জঙ্গলে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ!

এই ঘটনার পর বিভিন্ন মহল তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সিনি ইনস্টিটউশনের কো-অর্ডিনেটর বলেন, এমন ঘটনা ঘটছে সচেতনতা মুলক প্রচারের অভাবে। আমরা স্কুলগুলিতে বয়:সন্ধীকালীন নানা বিষয়ের উপর সচেতনতা শিবির করছি।

যৌন শিক্ষার উপর যোর দেওয়া জরুরি। অভিভাবক এবং সন্তানদের মধ্যে জেনারেশন গ্যাপের কারনেও এই সকল ঘটনা ঘটছে। বিদ্যালয়ের এক শিক্ষিকার মতে , বয়েসের দোষে এই ধরনের ঘটনা ঘটছে।

অল্প বয়েসেই তাঁদের হাঁতে মুঠোয় স্মার্ট ফোন চলে আসছে। বই ছেড়ে প্রশ্নের উত্তর খুঁজতে মোবাইলে যৌনতা সংক্রান্ত কিছু ভেসে আসে। সেই সব নিয়ে তাঁদের মনে তৈরি হচ্ছে নানান কৌতহল। এমন ঘটনার পর স্তম্ভিত এলকার মানুষ।

Arrested 1 Minor Brother
Arrested 1 Minor Brother

আরো পড়ুন : Ritabrata : তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হতে চলেছে ঋতব্রত! কৃতজ্ঞতা মমতা-অভিষেককে

Leave a Comment