Arrest 3 : মুন্ডু হীন পিস পিস দেহ ট্রলি ব্যাগ ব্রীজ থেকে ফেলতে গিয়ে আটক মা,মেয়ে ও ট্যাক্সি চালক

Arrest 3 : মুন্ডু হীন পিস পিস দেহ ট্রলি ব্যাগ ব্রীজ থেকে ফেলতে গিয়ে আটক মা,মেয়ে ও ট্যাক্সি চালক

Arrest 3

কেয়া সরকার : আবারো হাড়হিম করা ঘটনা ঘটল কলকাতার বুকে। মুন্ডু হীন কাটা পিস পিস দেহ ট্রলি ব্যাগ ব্রীজ থেকে ফেলতে গিয়ে স্থানীয়দের হাতে আটক মা ও মেয়ে। জানা গিয়েছে, এদিন সকালে ট্রলি ব্যাগে এক মহিলার টুকরো টুকরো দেহ ভরে ট্যাক্সিতে চেপে শহরের বিভিন্ন গঙ্গার ঘাটে ঘুরছিল মা ও মেয়ে।

আরো পড়ুন : Kolkata : সাতসকালে কেঁপে উঠল কলকাতা, কম্পনের মাত্রা ৫.১ ! কম্পন অনুভূত উড়িশা ও বাংলাদেশ

Arrest 3
Arrest 3
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরো পড়ুন : Arrest 1 : হারহিম করা ঘটনা, দাদাকে আগে খেতে দেওয়ায় ছটো ছেলের হাতে মৃত্যু হল মায়ের !

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রুপেশ কুমার জানিয়েছেন, ধৃত দুই মহিলার নাম ফাল্গুনী ঘোষ ও আরতি ঘোষ। মুন্ডু হীন যে মহিলার টুকরো টুকরো দেহ ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয়েছে তার নাম সুস্মিতা ঘোষ। ধৃতদের সাথে সুস্মিতা ঘোষের সমর্ক পিসি শাশুড়ি।

আরো পড়ুন : Tunnel Accident : ভয়াবহ দুর্ঘটনা, টানেল ধসে এক ডজন শ্রমিক আহত, চলছে উদ্ধার কাজ

ধৃত মা ও মেয়ে পুলিশি জেরায় কী জানিয়েছে

ধৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে ওই মহিলাকে তাঁরা মধ্যমগ্রামে খুন করেছে। এরপর উত্তর কলকাতার আহিরীটোলা ঘাটের কাছে এসে ট্রলি ব্যাগ থেকে দেহের টুকরো গুলি ফেলতে গিয়ে স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে।

আরো পড়ুন : New Covid-19 : চীন নতুন করে করোনাভাইরাস, মানুষকে সংক্রামিত করতে সক্ষম ?কী জানাচ্ছে বিজ্ঞানীরা

স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ওই দুই মহিলার কাছ থেকে ট্রলি ব্যাগটি উদ্ধার করে ট্রলি ব্যাগের চেন খুলতেই দেখতে পায় দেহের টুকরো টুকরো পিস। সাথে সাথে ওই দুই মহিলাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। আটক করা হয় টেক্সি চালককেও।

আরো পড়ুন : New Covid-19 : চীন নতুন করে করোনাভাইরাস, মানুষকে সংক্রামিত করতে সক্ষম ?কী জানাচ্ছে বিজ্ঞানীরা

জেরায় ধৃত ট্যাক্সি চালক কী জানিয়েছে

ধৃত ট্যাক্সি চালক জেরায় তদন্তকারী অফিসারদের জানিয়েছে, আজ সকালে অর্থাৎ মঙ্গলবার সকালে দুই মহিলা আমার ট্যাক্সিতে ওঠেন। প্রথমে তাঁরা আমাকে প্রিন্সেপ ঘাটে জেতে বলেন। প্রিন্সেপ ঘাটে ট্যাক্সির জানালা থেকে মুখ বাড়িয়ে দেখেন।

আরো পড়ুন : Malda : বাড়ল নিরাপত্তা, এবার দাপুটে TMC নেতা কৃষ্ণেন্দুকে প্রাণে মেরে ফেলার হুমকি

Arrest 3
Arrest 3

কিন্তু প্রিন্সেপ ঘাটে ভোরে তখন প্রাত:ভ্রমণকারীরা থাকায়, তাঁরা সেখান থেকে বাবুঘাট হয়ে সোজা চলে আসেন আহিরীটোলা ঘাটে। সেখানে তাদেরকে নামিয়ে দেই।

আরো পড়ুন : IND vs BAN 2025 LIVE : মিনি বিশ্বকাপে ভারতের যাত্রা শুরু, ম্যাচের পুঙ্খানুপুঙ্খ জানতে নজড় রাখুন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই দুই মহিলার বাড়ি হাসানবাদের কাজিপাড়ায়। তাঁদের কাছথেকে উদ্ধার হয়েছে ট্রেনের টিকিট। পুলিশের অনুমান খুব সম্ভবত তারা কলকাতায় আসার আগে ট্রেনে করে শিয়ালদা হয়ে এসছে।

আরো পড়ুন : Raiganj : ভোর রাতে রায়গঞ্জের তৃণমূলের প্রধানের বাড়িতে দুষ্কৃতী হামলা,ধৃত ১

তদন্তে কী কী তথ্য উঠে এলো

তদন্তকারীরা তাঁদের জিজ্ঞাসাবাদ করে নাকি আরো জানতে পেরেছে, তাঁদের নাকি এক আত্মিয় গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হয়েছিল। তাঁর দেহটি ফেলতেই আহিরীটোলা ঘাটে এসেছিল।

যদিও তদন্তকারীদের অনুমান, এই ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কনোও কারণ। তথ্য গোপন করতেই এহেন ঘটনা সাজিয়ে বলছে ধৃত মা ও মেয়ে। যিদিও আসল তথ্য জানার জন্য তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করছে কলকাতা পুলিশের বিশেষ দল।

আরো পড়ুন : Delhi CM Oath Ceremony LIVE : দিল্লির নয়া মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা,নাম ঘোষণা উপ মুখ্যমন্ত্রীর,শপথ গ্রহণের লাইভ আপডেট

Arrest 3
Arrest 3

আরো পড়ুন : WB Budget 25 : মমতার বাজেট হার মানাবে ১০০টি দেশের GDP-কে, বাড়ল DA, রইল পূর্ণাঙ্গ বাজেট-২৫

Leave a Comment