Arrest 2 : পুরী এক্সপ্রেস থেকে স্টেশনে দুই যাত্রী নামতেই শুরু তল্লাশি, ব্যাগ থেকে এমন কী উদ্ধার হল? আটক ২
Arrest 2
সুনিল যাদব : স্টেশনে প্ল্যাটফর্মে পুরী এক্সপ্রেস দাঁড়াতেই ট্রেন থেকে দুই যাত্রী দুটি বড় সাইজের ব্যাগ নিয়ে নামে। ভিড়ের সুযোগে পার হওয়ার আগেই রেল পুলিশের নজড়ে চলে আসে ওই দুই যাত্রী।

আরো পড়ুন : Madhya Pradesh : বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে পর পর ৩টি ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য, এখনো পর্যন্ত গ্রেপ্তার ২
ওই দুই রেল যাত্রীর ব্যাগের আকার ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় সেখানে থাকা জিআরপি কর্মীরা তৎপর হয়ে ওঠেন এবং তল্লাশি শুরু করেন। সেই তল্লাশিতে দুই যাত্রীর কাছ থেকে মোট ২০.৮৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আরো পড়ুন : Road Accident : বিয়েড় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গাড়ির মুখোমুখি ধাক্কা, মৃত ৯
ঘটনাটি ঘটে পুরী এক্সপ্রেসে। মঙ্গলবার মহারাষ্ট্রের থানে জেলার মুম্বাই থেকে মেহতাব আলম ইরশাদ আলম শেখ (৩৫) এবং কর্ণাটকের গুলবার্গার বাসিন্দা লাল আহমেদ মোমিন আমিন কোটকি (২৭) নামে দুজন পুরী এক্সপ্রেস থেকে নেমে যাওয়ার পর এই জব্দ করা হয়, জিআরপি জানিয়েছে।
শুক্রবার সরকারি রেলওয়ে পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ের উপকণ্ঠে কল্যাণ স্টেশনে দুই যাত্রীর কাছ থেকে মোট ২০.৮৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার মহারাষ্ট্রের থানে জেলার মুম্ব্রা থেকে মেহতাব আলম ইরশাদ আলম শেখ এবং কর্ণাটকের গুলবার্গার বাসিন্দা লাল আহমেদ মোমিন আমিন কোটকি নামে দুজন পুরী এক্সপ্রেস থেকে নেমে যাওয়ার পর এই জব্দ করা হয় বলে জিআরপি জানিয়েছে।
আরো পড়ুন : Siliguri : ফের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিমে লুট, দুষ্কৃতীদের সন্ধানে জোর তল্লাশি অভিযান পুলিশের
কর্মকর্তারা জানিয়েছেন, তাদের কাছে দুটি অস্বাভাবিক বড় ব্যাগ ছিল এবং তাদের আচরণও সন্দেহজনক বলে মনে হয়েছিল।
একজন কর্মকর্তা জানিয়েছেন, ব্যাগগুলি পরিদর্শন করে ৪.১৭ লক্ষ টাকা মূল্যের ২০.৮৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। শেখ এবং কোটকিকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস ( এনডিপিএস ) আইনের অধীনে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন : Fake Note : বাজারে প্রবেশ করেছে উচ্চমানের জাল নোট,কত টাকার নোট? সতর্কতা জারি সরকারের,জেনে নিন