Another Fire Incident :ফের অগ্নিকান্ড, এবার তারাতলা এলকায় ভষ্মীভূত বেশ কয়েকটি ঝুপড়ি, ঘটনাস্থলে ফিরাদ

Another Fire Incident :ফের অগ্নিকান্ড, এবার তারাতলা এলকায় ভষ্মীভূত বেশ কয়েকটি ঝুপড়ি, ঘটনাস্থলে ফিরাদ

Another Fire Incident

তীর্থঙ্কর মুখার্জি : নারকেলডাঙায় চল্লিশটি ঝুপড়ি ভষ্মীভূতর রেশ কাটতে না কাটতে আবার একটি বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনা ঘটল শহর কলকাতার তারাতলায়।

সোমবার রাতে তারাতলার কেপিটি কলোনির বেশ কয়েকটি ঝুপড়িতে আগুন লাগে। আগুন নেভানোর কাজ শুরু করে। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করে

Another Fire Incident
Another Fire Incident
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরো পড়ুন : Bankura : ‘UNWAB’-এর তরফে বাঁকুড়া জেলা ও জেলার বাইরের NGO-দের নিয়ে বিশেষ আলচোনা সভা

Several huts in Taratla’s KPT colony caught fire on Monday night. Fire fighting started. Locals were the first to start extinguishing the fire

According to local sources, the hut caught fire around 7:30 in the evening. Meanwhile, local MLA and state government minister Firad Hakim quickly reached the spot after receiving the news of the fire

The fire was brought under control in about an hour and a half. By that time, it is known that several huts have been burnt. Besides, it is known that there is no news of casualties

আরো পড়ুন : 2 Months Salary Crisis : দু’মাস ধরে বেতন বন্ধ খোদ মুখ্যমন্ত্রীর,সাথে আরো ৮ লক্ষ্য কর্মী,সমস্যায় ডাবল ইঞ্জিন সরকার

প্রত্যক্ষদর্শীরা কী জানানিয়েছে ?

প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকলে খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ৭ টি ইঞ্জিন।

আরো পড়ুন : WB 10th Class Exams 25 : কড়া নজরদারিতে শুরু মাধ্যমিক পরীক্ষা,চালু বিশেষ হেল্পলাইন নম্বর,এই ভুল করলেই বাতিল পরীক্ষা

Another Fire Incident
Another Fire Incident

স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যা সাড়ে সাতটার নাগাদ ঝুপড়িতে আগুন লাগে। এইদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী ফিরাদ হাকিম।

আরো পড়ুন : IND vs ENG Highlights: রোহিতের ঝড়ো ইনিংসে উড়ে গেল ইংল্যান্ড,সিরিজ জয় ভারতের,দেখুন হাইলাইট

অগ্নিকান্ডে হতাহতের কী তথ্য জানা গিয়েছে

প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষনে বেশ কয়েকটি ঝুপড়ি পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি হতাহতের কনো খবর নেই বলেই জানা যাচ্ছে।

আরো পড়ুন : 31 Naxsal Dead: ছত্তিশগড়ে সকাল থেকে চলছে গুলিড় লড়াই,খতম ৩১ মাওবাদী, শহিদ ২ জাওয়ান

ঘটনাস্থলে মন্ত্রী ফিরাদ হাকিম

বারবার কেন কলকাতায় অগ্নিকান্ডের ঘটনা ঘটছে, সেই প্রশ্নের জবাবে ফিরাদ হাকিম বলেন, যেখানে গরিব মানুষের বাস সেখানে এই সমস্যা বেশি লক্ষ্য করা যাচ্ছে। পরিকাঠামোর অভাব অভাব আছে বলে তিনি মেনে নেন।

আরো পড়ুন : Arrested 1 main accused : নিউটাউন নাবালিকা নারকীয় ধর্ষণকান্ডে দোষ শিকার মুল অভিযুক্তর, কে সেই অভিযুক্ত?

ফিরাদ আরো বলেন, মুম্বাইয়ের ধারভিবা মতো কলকাতা না। যে সকল দরীদ্র মানুষগুলোকে উৎখাত করে সরকার পরিকাঠামো তৈরি করবে। কখন কখন এমন সমস্যা হয় আর তার সমাধানও খুঁজে বের করতে হয়।

Another Fire Incident
Another Fire Incident

আরো পড়ুন : Raiganj Breaking : রায়গঞ্জ মেডিক্যালে হচ্ছে ৫০ শয্যার সিসিবি,মুমুর্ষু রোগী নিয়ে ছুটতে হবে না আর

Leave a Comment