Abhishek : অর্থমন্ত্রীর বাজেটের বিরুদ্ধে সংসদে অভিষেক !গড়িবের থেকে নিয়ে ধনীর ট্যাক ভরাচ্ছে বিজেপি
Abhishek
অমিত শর্মা : চলতি অর্থবর্ষে কেন্দ্রের বাজেটে যে তিনি খুশি নন,তা আগেই জানিয়েছিলেন অভিষেক। সেই সময় তিনি তুলে ধরেছিলেন বাংলার বঞ্চনার কথা। আজ সংসদে অর্থমন্ত্রী সীতারামনের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Table of Contents
এদিন বাজেট অধিবেশন চলাকালীন আজ আবারো একবার একই ভাবে কেন্দ্র বাজেটের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। এদিন তিনি কেন্দ্রের বাজেটকে “বাংলাবিরোধী” তকমা দিলেন।

আরো পড়ুন : Death by explosion 4 : বিস্ফোরণে উড়ল বাড়ি, কারখানা থেকে একের পর এক দেহ উদ্ধার করছে পুলিশ
He attacked the central budget again in the budget session on Friday. On this day, he termed the Centre’s budget as ‘anti-Bangla’
At the beginning of the speech, Abhishek highlighted the deprivation of farmers. Abhishek alleged that the Center has increased the level of taking loans instead of increasing the subsidy price of farmers or loan waiver
Speaking on the day, Abhishek made a big complaint, “Where most of the children in the country are still suffering from malnutrition, the Center is not increasing the money for the PM Poshan scheme”
আরো পড়ুন : Madhyamik Admit: অ্যাডমিট বিভ্রাটে পোর্টাল খুলল পর্ষদ, স্কুলগুলোকে কত টাকা জরিমানা দিতে হবে ?
এদিন সংসদে কেন্দ্রের বাজেট নিয়ে কী বললেন অভিষেক
এদিন ভাষণ শুরুতেই অভিষেক সুর চড়ান কৃষক বঞ্চনা নিয়ে। তিনি বলেন, নূন্যতম সহায়ক মূল্য বাড়ানোর দাবিতে ক্রমাগাত আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকেরা। কিন্তু কেন্দ্র সেই দিকে কান পাততে নারাজ।
আরো পড়ুন : Breaking : সাতসকালে নিউটাউনে ঝোপ থেকে উদ্ধার এক তরুণীর অর্ধনগ্ন মৃত দেহ,তদন্তে পুলিশ
অভিষেকের অভিযোগ কৃষকদের সহায়ক মূল্য বৃদ্ধি কিংবা ঋণ মুকুব তো দুর উল্টে ঋণ নেবার মাত্রা বাড়িয়ে দিয়েছে কেন্দ্র । এর জেরে কৃষকেরা পরক্ষভাবেই দেশের কৃষকদের ঋণ মিটাতে ঋণ নেওয়ার দিকে ঠেলে দিয়েছে কেন্দ্র ।
অভিষেক এদিন বক্তব্য রাখতে গিয়ে বড় অভিযোগ করেন, “যেখানে দেশের বেশির ভাগ শিশুরা আজও অপুষ্টিতে ভুগছে, সেখানে পিএম পোষণ প্রকল্পে অর্থ বাড়াচ্ছেনা কেন্দ্র।
আরো পড়ুন : BGBS-25 : বিজিবিএসে মমতার প্রশংসায় পঞ্চমুখ মুকেশ, দিদি আমাদের জন্য লাকি,বাংলা থেকেই জিওর সাফল্য

নির্বাচন এলেই ঘরে ঘরে ফ্রীতে এলপিজি গ্যাস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয় বিজেপি, মুল্যবৃদ্ধির জন্য সেই গ্যাস ভরার টাকা পকেটে নেই দেশের প্রায় ১.২ কোটি গৃহস্তের।
আদামসুমারি নিয়ে সুর চড়ান অভিষেক
এদিন সংসদে আদামসুমারি নিয়ে সুর চড়ান অভিষেক । তাঁর দাবি, জনগন ছাড়া নতুন কনো প্রকল্প বা নীতি নির্ধারণ করা অন্ধকারে তির চালানো ।
আরো পড়ুন : Nabanna : বাংলায় যত্রতত্র গুটকা,পানের পিক ফেলছেন? বিপদে পড়বেন,বিল আনছে মমতা সরকার
বিহার নিয়ে পক্ষপাতিত্ব বাজেটের অভিযোগ
এদিন অভিষেক ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাকে বঞ্চিত করে বিহারকে ভরিয়ে দিয়েছে এই বাজেট । অভিষেকের দাবি “বিহারে বিজেপির শরিক জনতা দলের মোট ১২ জন সাংসদ রয়েছে । বাংলাতেও বিজেপির ১২ জন সাংসদ রয়েছে।
তবে পার্থক্য একটাই বিহারে ক্ষমতায় বিজেপি। কিন্তু বাংলা নয়। তাই বাজেটে ভরে গেল বিহার, বাংলায় পড়ল বাঁধ। এই ভাবেই কেন্দ্রীয় বাজেট নিয়ে সংসদে ঝড় তুললেন অবিষেক বন্দ্যোপাধ্যায়।

আরো পড়ুন : Delhi Election-25 : আপ প্রার্থীকে হেনস্থায় ইসিকে চিঠি কেজরির, BJP কর্মীদের গ্রেপ্তারের দাবি
