Abhishek : ফের সাংঠনিক পরিবর্তন,এক মাসের মধ্যেই বড়সড় রদবদল হবে পুরসভাগুলিতে জানালেন অভিষেক
Abhishek
কেয়া সরকার : তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংগাঠনিক রদবদলের পর এবার রদবদল হবে পুরসভাগুলিতে। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দলের সাংঠনিক রদবদল হতে চলেছে। একমাত্র পারফরম্যান্সের ভিত্তিতেই এই পরিবর্তন হচ্ছে।
আরো পড়ুন : Siliguri : দিঘার পর উত্তরবঙ্গের শিলিগুড়িতে ‘সবচেয়ে বড় শিবমূর্তি’ ! মহাকাল মন্দির নির্মাণের ঘোষণা মমতার

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে স্পষ্ট, দল ‘নিষ্ক্রিয়’ বা ‘অকর্মণ্য’ নেতাদের মেনে নেবে না। দলীয় কর্মীরাই দলের সম্পদ। তাই কড়া পদক্ষেপ নিতে দল বিন্দুমাত্র চিন্তাভাবনা করবে না। ২০২৬ -এর ভোট মাথায় রেখেই জনসংযোগ বাড়াতে পুরসভা থেকে শুরু করে প্রতিটি স্তরে কার্যকর নেতৃত্ব গড়ে তোলাই এখন দলের কাছে মূল লক্ষ্য।
আরো পড়ুন : Abhishek : ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ চালু করে ২৬-এর ভোটের আগে মাস্টার স্ট্রোক অভিষেকের, দেখুন, রইল বিস্তারিত
দলীয় সূত্রে খবর, ‘দলের হয়ে কাজ না করা’ নেতাদের বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নিতে চলেছে তৃণমূল। যাঁরা সংগঠনে থেকেও দলের জন্য কাজ করেননি বা এলকায় তৃণমূলের ভাবমূর্তী ক্ষুণ্ণ করেছেন, তাদের চিহ্নিতকরণ শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পারফরম্যান্স রিভিউ প্রক্রিয়াটি নিয়মিত চালু থাকবে বলেও জানা গিয়েছে।
সূত্রের খবর, নিধানসভা ভোটের আগে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক স্পষ্ট করে দিয়েছেন, আগামী দিনগুলোতে ‘কাজের’ প্রমাণ না দিতে পারলে দলের বড় দায়িত্ব থেকে বাদ পড়া শুধুমাত্র সময়ের অপেক্ষা।
আরো পড়ুন : Donald Trump : ট্রাম্প বলেছেন মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করবে
উল্লেখ্য একদিন আগেই বুধবার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। ছাত্র সংঠনের ক্ষেত্রেও অভিষেকের নির্দেশ ছিল প্রথমত যোগ্যতা, দ্বিতীয়ত কর্মদক্ষতা ও তৃণমূল স্তরের কাজের অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া। এবার সেই একই নীতি পুরসভাগুলিতে প্রয়োগ করা হবে।
বহু ক্ষেত্রে দলীয় নেতাদের অপ্রীয় মন্তব্য, অন্তর্দ্বন্দ্ব, নিজেদের মধ্যে কথা কাটাকাটি এই সবে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এখন থেকে সেক্ষেত্রে দল কড়া অবস্থান নেবে।
