Abhishek : SIR -এ আপত্তি নেই জানালেন অভিষেক,কিন্তু কোন বড় শর্ত দিলেন দিল্লি উড়ে যাওয়ার আগে….
Abhishek
তীর্থঙ্কর মুখার্জি : মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক ও লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এসআইআর নিয়ে আপত্তি নেই। কিন্তু নির্বাচন কমিশনের সব দাবি যদি মানতেই হয় তাহলে বলতে হবে, এই ভোটার লিস্টের ভিত্তিতেই দেশের লোকসভা নির্বাচন হয়েছিল। তাহলে তার আগে লোকসভা ভেঙে দিক। এই ভোটার লিস্টের ভিত্তিতেই দেশে প্রধানমন্ত্রী, সেরাষ্ট্রমন্ত্রীর নির্বাচিত হয়েছেন। তাহলে ওনারা সবার আগে পদত্যাগ করুক।
আরো পড়ুন : Weather Breaking : ভারতের এই রাজ্যগুলিতে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আইএমডি

এই তালিকার ভিত্তিতেই বিজেপি মাস ছয়েক আগে দু-চারটে রাজ্যে ক্ষমতায় এসেছে। এখানে পদত্যাগ করানো হোক। আমরাও পদত্যাগ করব। আগে লোকসভা ভেঙে দিক তারপর সারা দেশে এসআইআর করাক। নতুন তালিকায় আবার নির্বাচন হোক। আপনার দৃষ্টান্ত স্থাপন করুন।
আরো পড়ুন : Road Accident: ভয়াবহ পথ দুর্ঘটনা,পাহাড় থেকে খাদে পড়ল পুর্ণার্থী বোঝাই গাড়ি,নিহত ১০ জন মহিলা আহত আরী ৩০
এদিন অভিষেক আরো বলেন, গতোকাল লোকসভা ,রাজ্যসভা মিলিয়ে মোট ৩০০ জন সাংসদ শান্তিপূর্ণ মিছিল করেছেন। গতোকাল যে সকল গুরুত্বপূর্ণ দাবি নিয়ে নির্বাচন কমিশনের কাছে শান্তিপূর্ণ মিছিল করেছিল বিভিন্ন বিরোধী দলের সাংসদেরা কিন্তু তাঁর পরেও ওদের ঢুকতে দেওয়া হয়নি।
আরো পড়ুন : FASTag Breaking : গাড়িতে ফাস্ট্যাগ এর বার্ষিক পাস কি বাধ্যতামূলক নাকি আপনি তা বাতিল করতে পারেন? জেনে নিন
সাংসদ বলেন, গতোকাল কমিশনের কাছে যে দাবি ছিল বিরোধী দলের সাংসদের তা হল ১) কেনো জোর করে এসআইআর করা হবে ?, আমাদের কেনো ডিজিটাল ভোটার লিস্ট দেওয়া হবে না ?
অভিষেকের অভিযোগ, এদিন দিল্লি পুলিশ মহিলা সাংসদের উপর নিগ্রহ করেন। সাংসদের দাবি গতকালের প্রতিবাদ মিছিলে দিল্লি পুলিশ মহিলা সাংসদের উপর অত্যাচার চালিয়েছে। এরপরেই তিনি বলেন কমিশন বিজেপির ‘কৃতদাস’ হয়ে হয়ে গিয়েছে।
তিনি বলেন, পুলিশের বর্বরতা ,অতিসক্রিয়তা মানুষ দেখেছেন। আমরা যখন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রতিবাদ করেছিলাম তখন সেরাষ্ট্রমন্ত্রীর পুলিশ একই ভাবে মিছিলে অংশগ্রহনকারীদের উপর চরাও হয়েছিল।
আরো পড়ুন : LPG Sylinder Prices Reduced : মাসের প্রথম দিনেই দারুণ খবর, দাম কমল রান্নার গ্যাসের, কোথায় কত কমল দেখে নিন
জানা গিয়েছে, এদিন অভিষেক দিল্লি পৌঁছে, নয়াদিল্লির পার্টি অফিসে দলীয় বৈঠকে যোগ দেবেন। থাকবেন সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ও।

আরো পড়ুন : Instant Loan : GPay-তে এক নিমিষে ১০ হাজার থেকে ৮ লক্ষ পর্যন্ত তাৎক্ষণিক লোন পান সহজেই, কী ভাবে জেনে নিন