Abhishek : ভার্চুয়াল বৈঠকে ক্যপ্টেন অভিষেক! রাহুল-তেজস্বীদের বুঝিয়ে দিলেন বিজেপির রনকৌশল E² কী

Abhishek : ভার্চুয়াল বৈঠকে ক্যপ্টেন অভিষেক! রাহুল-তেজস্বীদের বুঝিয়ে দিলেন বিজেপির রনকৌশল E² কী

Abhishek

তীর্থঙ্কর মুখার্জি : বাদল অধিবেশনে কেন্দ্রকে চাপে রাখতে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের “ভোটার সমীক্ষা” ইস্যু সর্বসম্মত ভাবে গৃহীত হয়েছে।

আরো পড়ুন : Brahmaputra : ভারতের উদ্বেগ বাড়িয়ে ব্রহ্মপুত্রের উপর ১৬৭ বিলিয়ন ডলারের মেগা বাঁধ নির্মাণ শুরু করল চীন!

Abhishek
Abhishek
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শনিবার সন্ধ্যায় আয়োজিত হয়েছিল ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক। সূত্রে খবর , এই ভার্চুয়াল বৈঠকে ইন্ডিয়া জোটের মোট ২৪টি শরিক দল যোগ দিয়েছিল।

আরো পড়ুন : Odisha Horror : বিজেপি শাসিত রাজ্যে এক কিশোরীকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল ৩ ব্যক্তি

মাস কয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলে ধরা ইস্যুটাকেই এদিনের ভার্চুয়াল বৈঠকে অভিষেক তুলে ধরেন। “তা হল, ভোটের সমীক্ষার মধ্য দিয়ে ঘুরপথে এনআরসি”।

আরো পড়ুন : West Bengal:এতো পরিবর্তন মোদীজির..”জয় শ্রীরাম” থেকে “জয় মা কালী”,মোদীর বক্তব্যের এক এক করে জবাব তৃণমূলের

এদিন অভিষেক ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে ক্যাপ্টেনের ভূমিকা পালন করেন, তিনি বলেন, লোকসভা নির্বাচনের ৪ মাস পরে মহারাষ্ট্র বিধানভা নির্বাচনে ৪০ লক্ষ ভোটারকে রাতারাতি সংযুক্ত করা হয়েছে। বিহারেও একই চক্রান্ত করা হচ্ছে।

আরো পড়ুন : FASTag Breaking ,:সাবধান ! নয়া নিয়মে কালো তালিকাভুক্ত হতে পারে FASTag, কড়া প্রভাব পড়বে চালকদের উপ,জেনে নিন

এদিনের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বলেন, বিজেপি ই স্কয়ার ফর্মুলাতে আক্রমণ করেছে। বিরোধী শিবিরের জন্য ইডি। আর সাধারণের জন্য নির্বাচন কমিশন। এদিনের বৈঠকে বাদল অধিবেশনে কেন্দ্রকে চাপে রাখতে ভার্চুয়াল বৈঠকে তোলা অভিষেকের ‘ভোটার সমীক্ষা’ ইস্যু সর্বসম্মত ভাবে গৃহীত হয়েছে। অভিশেকের তোলা সেই ইস্যুকেই হাতিয়ার করে অধিবেশনে কেন্দ্রের বিরুদ্ধে আসর সাজাবে ইন্ডিয়া জোট।

আরো পড়ুন : Three Musketeers : এক হতে পারে বিশ্বের তিন মাথা, চমকে যাবে গোটা বিশ্ব, ভারত, রাশিয়া আর তৃতীয় দেশ চীন ?

উল্লেখ্য, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক পেহেলগাঁও পরবর্তী সময়কালে ট্রাম্পের অতিসক্রিয়তা নিয়েও অধিবেশনে কেন্দ্রেকে প্রশ্ন করেছেন। আসন্ন অধিবেশনেও তা জারি রাখবেন তিনি তা শনিবারের বৈঠকে স্পষ্ট করলেন অভিষেক। “তিনি বলেন, দেশবাসীর দুর্ভাগ্য যে তাঁদের ডোনাল্ড ট্রাম্পের সমাজমাধ্যমের দিকে তাকিয়ে সংঘাতের আপডেট জানতে হয়”।

আরো পড়ুন : New Rail Ticket Rules : নতুন চার্টিং,তৎকাল টিকিট বুকিং, রিজার্ভেশন সিস্টেম, ট্রেন টিকিটের জন্য ৩টি বড় ঘোষণা রেলের, নতুন নিয়ম জেনে নিন

উল্লেখ্য, পেহেলগাঁও থেকে সন্ত্রাসবাদ বিদেশনীতি নিয়েও এদিনের বৈঠকে সরব হয়েছিলেন অভিষেক। তাঁর দাবি পেহেলগাঁও গয়েন্দারা সম্পূর্ণভাবে ব্যার্থ। এরপরেও কেনো আইবি কর্তার সময়কাল বর্ধিত করা হল।

Abhishek
Abhishek

আরো পড়ুন : Cricket’s Olympics 28 : ১২৮ বছর পর অলিম্পিকে ক্রিকেট ফিরছে, কবে থেকে শুরু, ভারতীয় সময়ে কখন দেখা যাবে এই ম্যাচ গুলি ?

Leave a Comment