A terrible fire : মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাঁই বস্তির বহু ঝুপড়ি, মৃত্যু ১,আশ্রয়হীন বহু মানুষ
A terrible fire
কেয়া সরকার : শনিবার মধ্যরাতে ভয়াবহ আগুন লাগে পুড়ে ছাই হল বস্তির একেরপর এক ঝুপড়ি। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দমকলের ১৬টি ইঞ্জিন। প্রায় চার ঘন্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে শব শেষ।
Table of Contents
অগ্নিকান্ডের ঘটনাস্থল রাজাবাজারের নারেকেলডাঙ্গার বিস্তি এলকায়। শনিবার রাত ১১টার নাগাদ স্থানীয়রা আগুন দেখতে পান। একেরপর এক সিলিন্ডার ফাটার শব্দে এলকা কেপেঁ উঠে।

আরো পড়ুন : Raiganj Breaking : রায়গঞ্জ মেডিক্যালে হচ্ছে ৫০ শয্যার সিসিবি,মুমুর্ষু রোগী নিয়ে ছুটতে হবে না আর
A terrible fire broke out on Saturday midnight, burning one after another the slum huts. 16 fire engines reached the spot and started extinguishing the fire
The scene of the fire is in Narekeldanga Bisti Elka of Rajabazar. Locals saw the fire around 11 pm on Saturday. Elka was startled by the sound of cylinders cracking one after the other
More than 40 huts were burnt in this terrible fire. Habibullah Molla (50) died in the fire and was rescued with 95 percent burns
আরো পড়ুন : Arrest with firearms 3 : যোগী রাজ্যের ৩ ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র-গুলি সহ গ্রেপ্তার করল কলকাতা পুলিশ!
এই বিধ্বংসী আগুনের গ্রাসে চলে গিয়েছে ৪০টিরও বেশি ঝুপড়ি। এই অগ্নিকান্ডে মৃত্যু হয়েছে ৫০ বছর বয়েসি হাবিবুল্লা মোল্লা ৯৫ শতাংশ পুড়ে ঝলসানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
সর্বসান্ত হয়ে কী কী ক্ষতি হয়েছে এই অগ্নিকান্ডের জেরে
ওই বস্তিতে বসবাসকারি বাসিন্দাদের চোখের সামনে দাউদাউ করে জ্বলে শেষ হয়ে যায় তাঁদের ঘর, সমস্ত আসবাবপত্র, নগদ অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র। এরা প্রত্যেকেই দিন আনে দিন খান, এরা কেউ ভ্যান চালক , কেউ দিন-মজুর আবার কেউ আটো চালান। আজ পুরোপুরি নিস্ব: তারা।
আরো পড়ুন : Delhi Election Result 25 LIVE : দিল্লির দিলে কে? চলছে ভোট গনণা কে এগিয়ে কে পিছিয়ে? এক ক্লিকেই জেনে নিন
অগ্নিকান্ডের ঘটনাস্থল রাজাবাজারের নারেকেলডাঙ্গার রেল আবাসন সংলগ্ন বস্তি এলকায়। শনিবার রাত ১১টার নাগাদ স্থানীয়রা প্রথম অগ্নিকান্ডের ঘটনাটি দেখতে পায়। বস্তির বাসিন্দারা কনোও মতে প্রাণ হাতে করে ঘরের বাইরে বেরিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শীরা কী জানাচ্ছে ?
এক প্রত্যক্ষদর্শী কথা অনুযায়ী এদিন রাত ১১টার নাগাদ ওই বস্তির একটি ঝুপড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। আতঙ্কে চিৎকার করতেই স্থানীরা বেরিয়ে আসে।
আরো পড়ুন : Abhishek : অর্থমন্ত্রীর বাজেটের বিরুদ্ধে সংসদে অভিষেক !গড়িবের থেকে নিয়ে ধনীর ট্যাক ভরাচ্ছে বিজেপি

স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়। কিন্তু আগুনের তীব্রতা এতোটাই ছিল যে সেই সময় টুকুও দেয়নি। আগুনের লেলিহান শিখা একের পর এক ঝুপড়ি গ্রাস করতে থাকে।
আরো পড়ুন : Death by explosion 4 : বিস্ফোরণে উড়ল বাড়ি, কারখানা থেকে একের পর এক দেহ উদ্ধার করছে পুলিশ
এরপর খবর দেওয়া হয় দমকলকে। খবর পেয়ে একে একে দমকলের ১৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪ ঘন্টার প্রভেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে মাথার উপর ছাদ হারিয়ে সর্বসান্ত হয়ে গিয়েছে।
আগ্নি কান্ডের কারন হিসেবে দমকল কী বলেছেন
দমকলের তরফে জানানো হয়, রান্নার সময় কনোও ভাবে আগুন লেগে থাকতে পারে। যা পরবর্তীতে বড় আকার ধারন করে। কারন ঝুপড়ির ঘরগুলি দাহ্যপদার্থ অর্থাৎ ঘরগুলি প্লাস্টিক ,বাঁশ দিয়ে নির্মত। তাই খুব সহযেই মুহুর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

আরো পড়ুন : Breaking : সাতসকালে নিউটাউনে ঝোপ থেকে উদ্ধার এক তরুণীর অর্ধনগ্ন মৃত দেহ,তদন্তে পুলিশ
