Kolkata : বাংলাকে ফের পুরষ্কৃত করল কেন্দ্র, বায়ুদূষণ নিয়ন্ত্রণে কলকাতার বড় ভূমিকায় কলকাতা,মিলল পুরুষ্কার
Kolkata
তীর্থঙ্কর মুখার্জি : পশ্চিমবঙ্গের রাজধানি কলকাতার বাতাসে উল্লেখযোগ্যভাবে কমেছে বায়ুদূষণ। বাতাসে কমেছে দূষিত ধূলিকণা পিএম ১০ মত্রা এবং কমেছে পিএম ২.৫ এর মাত্রাও।

আরো পড়ুন : Wave Hits Asia : কোভিড টিকা নেওয়া আছে তবুও বাড়ছে আক্রান্ত,ফের বাড়ছে মৃত্যুর সংখ্যা, ভারতে ?
কলকাতা শহর বায়ুদূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করায় তার জন্য মিলল কেন্দ্রের আর্থিক ইনসেনটিভ। সেই আর্থিক পুরুষ্কারের পরিমাণ ১৪ কোটি ৭৮ লাখ টাকা। আর কলকাতার এই মুকুটে এই নয়া পলকের কথা অর্থাৎ খুশির খিবরটি মুখ্যমন্ত্রী তার নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে।
এই সাফল্যের কারন হিসেবে কলকাতা পুরনিগমের তরফে জানানো হয়েছে, কলকাতা শহর জুড়ে দূষণযুক্ত জ্বালানি নিয়ন্ত্রণ করে , বিকল্প জ্বালানি ব্যবহারের গুরুত্ব বোঝানোর পাশাপাশি ডিজেল ও পেট্রোলের পরিবর্তে সিএনজি , ব্যাটারিচালিত গাড়ি ব্যবহার বৃদ্ধি, পরিকাঠামো তৈরিতে প্রাধান্য দেওয়ার ময়াধ্যমেই এই সাফল্য আসে।

আরো পড়ুন : Siliguri :খাবারের দোকান গুলিতে অভিযানে বাথরুমে কমোডের পাশেই মিলল রান্না করা খাবার, তারপর….
দেশের দূষুত শহরের তালিকায় শীর্ষে রয়েছে দেশের রাজধানি দিল্লি
অপর দিকে দেশের দূষুত শহরের তালিকায় শীর্ষে রয়েছে দেশের রাজধানি দিল্লি। দিল্লি থেকেই শুরু হয়েছিল গ্রেডেট রেসপন্ড অ্যাকশন প্লান। সেই পদ্ধতি অবলম্বন করেই এই সাফল্য এসেছে। এছাড়াও একাধিক পদক্ষেপ নিয়েছে বায়ুদূষণ নিয়ন্ত্রণে। এর জেতেই বাতাসে সার্বিকভাবে বাতাসের গুণমান উন্নত হয়েছে কলকাতা শহরে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে পোস্টে শহরবাসিকে ধন্যবাদ জ্ঞাপন
কেন্দের ঘোষণার পরেই শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, কলকাতা আবারো পথ দেখালো। ভারত সরকার কলকাতা সহ তিনটি শহরকে পুরস্কৃত করেছে।
আরো পড়ুন : 3 Terrorist Killed : কাশ্মীরে সেনার সাথে গুলিড় লড়াইয়ে খতম আরো ৩ জঙ্গি, পেহেলগাওয়ে জড়িত ছিল এর মধ্যে এক
কলকাতার জনগনের সমর্থণের জন্য আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ। আসুন আমরা সকল নাগরাক এবং সংস্থা উভয় মিলে একটি পরিস্কার ও সবুজ শহর তৈরির প্রচেষ্টা চালিয়ে যাই।
আরো পড়ুন : Mamata :ঘোষণামতো গ্রুপ সি ও ডি কর্মীদের বিশেষ অনুদানের অনুমোদন মন্ত্রসভার, কত করে পাবেন চাকরিহারার ?
মুখ্যমন্ত্রীর পাশাপাশি কলকাতার জনসাধয়ারণকে ধন্যবাদ জ্ঞাপন করে মেয়র ফিরাহাদ হাকিম জানান, কলকাতা বায়ুদূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। সেই কারনেই কেন্দ্রের তরফে ইনসেনটিভ পেয়েছি। আমরা চোদ্দ কোটি আটাত্তর লাখ পাচ্ছি। কলকাতার নাগরিকদের অনেক ধন্যবাদ।
আরো পড়ুন : RBI : নোংরা, ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত নোট নিয়ে সমস্যায়?সেই মুদ্রা নোট বিনিময়ে এবার নির্দেশিকা জারি RBI-এর

আরো পড়ুন : RBI : নোংরা, ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত নোট নিয়ে সমস্যায়?সেই মুদ্রা নোট বিনিময়ে এবার নির্দেশিকা জারি RBI-এর