Assam : অভিষেকের নেতৃত্বেই একক শক্তিতে অসমে ফুটল ঘাসফুল, পঞ্চায়েতে জিতেই টুইট সেকেন্ড ইন কমান্ডের
Assam TMC
পঙ্কি শর্মা : অসমে ঘাসফুল ফুটাতে মড়িয়া ছিল তৃণমূল কংগ্রেস। সেই মতো অনেকদিন ধরেই ঘুঁটি সাজাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো অবশষে অসমেত অসমের আঞ্চলিক পঞ্চায়েতের ৫টি আসনে জয়ী হল তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের সর্বভারতীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমদনের পর অসম প্রদেশ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, রাজ্য কোর কমিটি, রাজ্য কমিটি এবং শাখা সংগঠনদের প্রধানদের নাম ঘোষণা করে ছিল। এরপরেই পঞ্চায়েত নির্বাচনের অসমে একাধিক কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূল।
আরো পড়ুন : Jammu and Kashmir : জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে সেনাবাহিনীর সাথে সংঘর্ষ, খতম ৩ লস্কর-ই-তৈবা সন্ত্রাসী
তৃণমূল কংগ্রেস জেলা পরিষদে ২৮ জন প্রার্থী এবং ৪৪ জন আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থীকে মনোনয়ন দিয়েছিলেন। এর মধ্যে ৫ আসনে জয় লাভকরে তৃণমূল। আঞ্চলিক পঞ্চায়েতের এই পাঁচটি আসনের মধ্যে গুরুত্বপূর্ণ কামরূপ জেলার ২টিয়াসন।
আরো পড়ুন : At least 14 die : ভেজাল মদ খেয়ে মৃত্যু মিছিল, আশঙ্কাজনক আরো ৬, গ্রেপ্তার ৭

এইদিকে ফল প্রকাশ হতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, “অসমের সদ্যসমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে অসম প্রদেশ তৃণমূল কংগ্রেস ইউনিটের দৃঢ়প্রতিজ্ঞ এবং সমন্বয়ের সঙ্গে প্রচেষ্টার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। প্রতিটি মাইলফলক যতটাই তুচ্ছ হোক না কেনো, টেকসই প্রতিশ্রুতি এবং সম্মিলিত অধ্যবসায়ের ফলাফল।
আরো পড়ুন : IPL New Schedule 25 : আইপিএল ২০২৫ এর বাকি ম্যাচের নতুন সময়সূচী ঘোষণা হল,জেনে নিন কবে কোথায় ?
তৃণমূল কংগ্রেস দল পঞ্চায়েত ভোটের আগে থেকেই অর্থাৎ ২০২৪ সালের লোকসভা ভোটের পরে অসমে তৃণমূলকে ঢেলে সাজানো শুরু করে দেয়। উল্লেখ্য বেশ কয়েকমাস আগে পশ্চিমবঙ্গের মন্ত্রী মলয় ঘটককে ইনচার্য করে অসমের তৃণমূলের সংগঠনকে গোছানো শুরু করে দেয়।
আরো পড়ুন : South Kashmir : সন্ত্রাসীদের সহায়তা করার জন্য দক্ষিণ কাশ্মীরের জেলাগুলিতে চলছে জোর পুলিশি অভিযান
পুরনো কমিটি ভেঙে দিয়ে অসমে তৃণমূলের নতুন সভাপতি ও কমিটি গঠিত হয়। এই সাংগঠনিক পুনর্ঘঠনের পরেই পঞ্চায়েত ভোটের ময়দানে নামে অসম প্রদেশ তৃণমূল কংগ্রেস। একক শক্তিতে অসমের পাঁচটি আসনে ঘাসফুলের জয়ের পতাকা উড়াল।

আরো পড়ুন : RBI : নোংরা, ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত নোট নিয়ে সমস্যায়?সেই মুদ্রা নোট বিনিময়ে এবার নির্দেশিকা জারি RBI-এর