Mamata : এসএসসি-ধুন্ধুমার, কলকাতায় থাকলে এক সেকেন্ডে মিটিয়ে দিতাম, মুখ্যমন্ত্রী থেকে ব্রাত্য কী জানাল
Mamata
কেয়া সরকার : সোমবার রাত থেকে আচার্য ভবনের ভেতরে আটকে এসএসসির চেয়ারম্যান। এইদিকে আজ মঙ্গলবার সকালে পেরিয়ে দুপুর হলেও নিজেদের দাবিকে সামনে রেখে এসএসসি ভবন ঘেরাও করে রেখেছেন চাকরিহারারা।
আরো পড়ুন : SSC LIVE : পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত শিক্ষকরা, অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট, এখনো আটক চেয়ার ম্যান

আরো পড়ুন : Digha : দিঘায় পুরির আদলে জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে জগন্নাথ দেবের মূর্তী উদ্ধার, উন্মাদনা তুঙ্গে
এইদিকে গতোকাল অর্থাৎ সোমবার রাতে খাওয়ার এসএসসির অফিসের ভেতর নিয়ে যাওয়ার সময় তা রাস্তায় ফেলে খাবার গুলো নষ্ট করে দেয় বিক্ষোভকারীরা। একি ভাবে আজ সকালে চা নিয়ে যাবার সময় বাধা দেয় বিক্ষোভকারীরা।
মেদিনীপুরের সভা থেকে মমতা বিক্ষোভকারী শিক্ষক-শিক্ষিকাদের পাশে থাকার বার্তা দিয়ে কী বললেন
এদিন মেদিনীপুরের সভা থেকে মমতা বিক্ষোভকারী শিক্ষক-শিক্ষিকাদের পাশে থাকার বার্তা দেন। এবং তাঁদের উদ্দেশ্যে বলেন, গতোকাল রাতে আমি কলকাতায় থাকলে এক সেকেন্ডে মিটিয়ে দিতাম। গতোকাল রাত ১২টা পর্যন্ত আমি ফোনে কথা বলেছি।
আরো পড়ুন : Jammu and Kashmir : মেঘ ফেটে রামবানে আকস্মিক বন্যা ও ধসে ৩ জনের মৃত্যু,চলছে উদ্ধার কাজ
তিনি আরো একবার আন্দোলনরত শিক্ষকদের কাজে ফিরে আসার আহ্ববান জানান। মমতা আশ্বাস দেন সরকার তাঁদের বেতন রক্ষা করবে। তিনি বলেন কে কলঙ্কিত আর কে কলঙ্কিত নয় তা নিয়ে চিন্তা করার দরকার নেই।
আরো পড়ুন : Encounter : পালাবার সময় গণধর্ষণের মূল অভিযুক্তকে এনকাউন্টার, মাটিতে লুটিয়ে পড়লে গ্রেপ্তার অভিযুক্ত
আপনারা শুধু চিন্তা করুন আপনার চাকরি আছে কিনা আর সময় মতো বেতন পাচ্ছেন কিনা। যোগ্য-অযোগ্য শিক্ষকদের চিহ্নিত করার তালিক সরকার এবং আদালতের কাছেই রয়েছে।

চাকরিহারা আন্দোলোনকারীদের কী বার্তা বত্যর ?
চাকরিহারা আন্দোলোনকারীদের পাশে থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন,চাকরিহারাদের জন্য কাজ করছে শিক্ষাদপ্তর। মন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের পাশে আছেন।
আরো পড়ুন : RBI : সরকারি ও বেসরকারি ব্যাঙ্ককে বিপুল জরিমানা, এর কোপে কটি ব্যাঙ্ক? কী হবে গ্রাহকদের
এছাড়াও সাংবাদিক বৈঠকে মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, কনো তালিকা প্রকাশ হবে না। কনোও আইনজীবী রাজ্য সরকারকে এই মর্মে পরামর্শ দেয়নি। তাছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশেও এমন কিছু বলা হয়নি।
