Digha : দিঘায় পুরির আদলে জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে জগন্নাথ দেবের মূর্তী উদ্ধার, উন্মাদনা তুঙ্গে
Digha
কেয়া সরকার : দিঘায় পুরির আদলে তৈরি জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন ঘিরে বাংলা জুড়ে উৎসাহের আনন্দ। হাতে আর কদিন বাকি। অক্ষয় তৃতীয়া অর্থাৎ আগামী ৩০ এপ্রিল উদ্বোধন হবে জগন্নাথ দেবের মন্দির।

আরো পড়ুন : Jammu and Kashmir : মেঘ ফেটে রামবানে আকস্মিক বন্যা ও ধসে ৩ জনের মৃত্যু,চলছে উদ্ধার কাজ
তার দিন দশেক আগেই রবিবার (২০.৪.২৫) ভেসে ভেসে দিঘায় চলে এলো জগন্নাথ দেব। মন্দির উদ্বোধনের আগে জগন্নাথ দেবের আগমনের ঘটনায় উৎসাহী হয়ে উঠেছেন স্থানীয় মানুষজন।
আরো পড়ুন : Encounter : পালাবার সময় গণধর্ষণের মূল অভিযুক্তকে এনকাউন্টার, মাটিতে লুটিয়ে পড়লে গ্রেপ্তার অভিযুক্ত
এইদিকে বুধবারই মুখ্যমন্ত্রী নবান্ন থেকে উদ্বোধনী অনুষ্ঠানের সব তোড়জোড় সেরে ফেলেছেন। মন্দির উদ্বোধনের দিনে আয়োজন হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের। আদবেন শিল্পপতি থেকে সাধারন মানুষ সকলেই।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় সূচী
জরুরীকালীন পরিস্থিতির জন্য থাকবে প্রাথমিক চিকিৎসা,অ্যাম্বুলেন্স এবং জলের ব্যবস্থা। মুখ্যমন্ত্রী আরো জানান, উদ্বোধনের ঠিক একদিন আগে অর্থাৎ ২৯ তারিখ হবে প্রাণ প্রতিষ্ঠা। ৩০ তারিখ দুপুর ২টো ৩০ মিনিটে উদ্বোধন হবে মন্দির। দ্বারোদঘাটন হবে ৩টে ১০ মিনিটের নাগাদ। উপস্থিত থাকবেন পুরীর রাজেশ দৈত্যাপতিও।
আরো পড়ুন : RBI : সরকারি ও বেসরকারি ব্যাঙ্ককে বিপুল জরিমানা, এর কোপে কটি ব্যাঙ্ক? কী হবে গ্রাহকদের
দিঘায় মাইতি মাইতি ঘাটের কাছে উদ্ধার হয় কাঠের তৈরি জগন্নাথ দেবের মূর্তি, দেখতে স্থানীয়দের ভীর
রবিবার বিকেলের নাগাদ দিঘার মাইতি ঘাটের কাছে উদ্ধার হয় কাঠের তৈরি জগন্নাথ দেবের একটি মূর্তি।
আরো পড়ুন : Android Phone : ঠিক কদিন স্মার্টফোন ব্যবহার না করলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে মোবাইল, জেনে নিন এখনি
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,রবিবার বিকেলের দিকে মাইতি ঘাটের পাশেই আরও একটি ঘাটের নির্মানের কাজ করছিল শ্রমিকেরা। সেই সময় কর্মরত শ্রমিকেরা দেখতে পায় সুমুদ্র দৈকতে ভাসতে ভাসতে তটে এসে উপস্থিত জগন্নাথ দেবের কাঠের মূর্তিটি।
বর্তমানে দিঘার সুমুদ্র দৈকতে ভেসে আসা জগন্নাথ দেবের কাঠের মূর্তিটি স্থানীয়দের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। নব নির্মিত জগন্নাথ মন্দিরের পেছনে স্থানীয় একজনের বাড়ির মন্দিরে স্থান পেয়েছে জগন্নাথ দেব। সেখানেই নিয়ম করে পুজো ,ভোগ প্রসাদ দেওয়া হয়।

আরো পড়ুন : KalIghat Skywalk : আজ চৈত্র সংক্রান্তিতে খুলছে কালীঘাট স্কাইওয়াক, উদ্বোধনের আগে কী বললেন মমতা