Siliguri : বিরিয়ানির মাংসের মধ্যে কিলবিল করছে পোকা, শিলিগুড়িতে গ্রেপ্তার মালিক সহ ৫
Siliguri
লক্ষী শর্মা : শিলিগুড়ির একটি বিরিয়ানির দোকানে বিরিয়ানির ভেতরে থাকা মাংসের মধ্যে কিলবিল করছে পোকা। এমনই গুরুতর অভিযোগ উঠল শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডের লেকটাউন এলকার একটি দোকানে। এতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরো পড়ুন : Belghoria Murder : মাথায় গুলি করে খুন তৃণমূল কর্মীকে,পার্টি অফিসের সামনে রাতভর পড়ে যুবক
Insects are crawling inside the meat inside the biryani at a biryani shop in Siliguri. Such a serious complaint has been made at a shop in Laketown area of Ward 33 of Siliguri. This has created a sensation in the area
Based on a verbal complaint from Biryani Khodder, the NGP police arrested a total of 5 people, including the owner of the biryani shop, Abhijit Sengupta, and his employees, on Sunday
আরো পড়ুন : Supreme Court : বুলডোজার কান্ডে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত যোগী সরকার! বড় ক্ষতিপূরণের নির্দেশ
The police released the five people after they failed to file any written complaint. But after such serious allegations were made, the central government’s Food Safety Department closed the biryani shop
Last Sunday, a man named Abhijit Sengupta bought a few packets of biryani from a biryani shop in Laketown area of Ward 33, Siliguri. He alleged that when he went home and ate the biryani with his family, he saw insects crawling inside the meat inside the biryani
আরো পড়ুন : 3 people died : নাইট্রোজেন গ্যাস লিক করে মালিকসহ ৩ জনের মৃত্যু, ৬০ জনেরও বেশি হাসপাতালে ভর্তি
He went to the biryani shop with the biryani. He informed the shop owner about the poison. But the shop owner did not want to accept the complaint. An argument started between the two parties
Meanwhile, on receiving the news of the incident, the staff of the Jalpaiguri division of the central government’s food safety wing reached the biryani shop. They collected samples of biryani and meat from the shop. After that, the shop was closed

আরো পড়ুন : Price Increase : দেশ জুড়ে ফের দাম বাড়ল জীবনদায়ী থেকে একাধিক প্রয়োজনীয় ওষুধের,রইল বিস্তারিত
বিরিয়ানি খোদ্দেরের মৌখিক অভিযোগের ভিত্তিতে গত রবিবার ওই বিরিয়ানি দোকানের মালিক অভিজিৎ সেনগুপ্ত ও তাঁর কর্মচারী সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করে এনজিপি থানার পুলিশ।
যদিও ওই খোদ্দেরের কনো লিখিত অভিযোগ না জানানোয় পুলিশ পাঁচজনকে ছেড়ে দেয় পুলিশ। কিন্তু এমন গুরুতর অভিযোগ ওঠায় ওই বিরিয়ানির দোকান বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকারের ক্ষাদ্য সুরক্ষা দপ্তর।
আরো পড়ুন : Breaking :দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ,লোকো পাইলট সহ নিহত ২,ফের প্রশ্নের মুখে ভারতীয় রেল
অভিযোগকারী কী জানাচ্ছে
গত রবিবার শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডের লেকটাউন এলকার একটি বিরিয়ানি দোকানে কয়েক প্যাকেট বিরিয়ানি কিনে অভিজিৎ সেনগুপ্ত নামে এক ব্যক্তি। অভিযোগ বাড়ি গিয়ে পরিবারের সাথে সেই বিরিয়ানি খতে বসে দেখে বিরিয়ানির মধ্যে থাকা মাংসের ভেতর পোকা কিলবিল করছে।
আরো পড়ুন : Arrest 2 : ভোররাতে হারহিম করা ঘটনা, রাস্তার ধারে পড়ে টোটো চালকের রক্তাক্ত দেহ,গ্রেপ্তার ২
সেই বিরিয়ানি নিয়ে হাজির হয় বিরিয়ানি দোকানে। দোকানের মালিককে বিষটি জানান। কিন্তু সেই অভিযোগ মানতে চাননি দোকান মালিক। শুরু হয় দুপক্ষের মধ্যে বচসা। খবর পেয়ে এনজিপি থানার পুলিশ দোকানে পৌঁছে ৫ জনকে আটক করে।
আরো পড়ুন : Naxal Encounter : বড় সাফল্য এলো নকশাল বিরোধী অভিযানে ,নিহত ১৬ নকশাল,আহত দুই সেনা
কেন্দ্রীয় সরকারের খাদ্য সুরক্ষা শাখার দপ্তরের কর্মীদের হানা
এইদিকে ঘটনার খবর পেয়ে বিরিয়ানি দোকানে পৌঁছে যায় কেন্দ্রীয় সরকারের খাদ্য সুরক্ষা শাখার জলপাইগুড়ি বিভাগের কর্মীরা। দোকান থেকে বিরিয়ানি এবং মাংসের নমুনা সংগ্রহ করেন তাঁরা। এরপরেই দোকানটি বন্ধ করে দেয় বিরিয়ানি দোকানটি।

আরো পড়ুন : Earthquake-7.2 Live : মায়ানমারে ৭.২ মাত্রার তীব্র ভূমিকম্প,বঙ্গ সহ দেশজুড়ে কম্পন অনুভূত