Jalpaiguri : অনাথ শিশুকন্যাকে দত্তক নিল স্পেন থেকে আসা সিঙ্গল মাদার ইউলেন্ডা !
Jalpaiguri
অনুশিবা সেন ও মুনাই ঘোষ : মা থাকতেও মাতৃহীন কন্যাসন্তান। এক বছর আগে হাসপাতালের বেডে ফেলে রেখে চলে যায় মা। এরপর জলপাইগুড়ি স্পেশাল অ্যাডপশন এজেন্সির তত্বাবধানে ছিল সেই একরত্তি শিশুকন্যাটি।
আরো পড়ুন : Bankura : বাহা উৎসব ও বসন্ত বরণ, দুই সংস্কৃতির মিলনমেলা! কী এই উৎসবের বিশেষ আকর্ষণ

আরো পড়ুন : 1 BJP MLA JOINS TMC : শুভেন্দু ঘনিষ্ট বিজেপি বিধায়কের তৃণমূলে যোগ! জানালেন দল ছাড়ার কারন
A motherless daughter, despite having a mother. A year ago, her mother left her on a hospital bed and left. After that, the only child was under the care of the Jalpaiguri Special Adoption Agency
The orphaned baby girl found a new mother today. On Monday (10-03-25), Yulenda Pena Baquet (43), an economics researcher and resident of Spain, adopted the child through the Jalpaiguri District Magistrate
আরো পড়ুন : Uttar Pradesh Horror : ফের BJP-শাসিত রাজ্যে এক বালককে ধর্ষণ করে খুন ২ বন্ধুর ! আটক ১
Yulenda said that last year, she contacted the Central Adoption Resource Authority (CARA) through AFA (Authorized Foreign Adoption Agency) from Spain. The communication then continued through video conference
On this day, through legal proceedings, Jalpaiguri District Magistrate Shama Parveen handed over the baby girl to Yulender. At that time, the cute baby girl was wearing a pink frock
আরো পড়ুন : Jurnalist Murder : বিজেপি শাসিত রাজ্যে প্রকাশ্য দিবালকে সাংবাদিকে নৃশংসভাবে খুন,চাঞ্চল্য এলকায়
অনাথ শিশুকন্যা পেল মা ও পরিবার, স্পেন থেকে উড়ে এলো সিঙ্গল মাদার
সেই অনাথ শিশুকন্যা পেল মা ও পরিবার। তাকে কোলে তুলে নিতে সুদূর স্পেন থেকে উড়ে এলেন পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলায় এক সিঙ্গল মাদার।
আরো পড়ুন : IND vs NZ Fainal 25 : NZ-কে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ান ট্রফি ভারতের, পুরস্কার তালিকা এক নজড়ে
ওই অনাথ শিশুকন্যা আজ অর্থাৎ নতুন মাকে খুঁজে পেল। সোমবার (১০-০৩-২৫) জলপাইগুড়ি জেলা শাসকের মাধ্যমে শিশুটিকে দত্তক নিলেন অর্থনীতির গবেষক স্পেনের বাসিন্দা ইউলেন্ডা পেনা বকেট (৪৩)।
শিশুকন্যাটির নতুন মা ইউলেন্ডা যা জানিয়েছে
ইউলেন্ডা জানায়, গত বছর স্পেন থেকে আফা ( অথরাইজড ফরেন অ্যাডাপটেশন এজেন্সি) -র মাধ্যমে সেন্ট্রাল অ্যডপশন রিসোর্স অথরিটি বা কারা সঙ্গে যোগাযোগ করেন ইউলেন্ডা। এরপর যোগাযোগ চলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে।
আরো পড়ুন : 3 death Case : কসবা কান্ড রহস্য মৃত্যুর ঘটনায় নয়া মোড়,ধৃত লোন রিকভারি এজেন্ট
সাংবাদিকদের মুখোমুখি হয়ে নি:সন্তান ইউলেন্ডা বলেন, ফুটফুটে শিশু কন্যাকে পেয়ে তিনি উচ্ছাসিত। তিনি জানান আজ সকালে তিনি ভারতে পৌঁছেছেন। সঙ্গে এসেছেন ভাই আভিয়া।
এদিন আইনি প্রক্রিয়ার মাধ্যমে জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন ইউলেন্ডার হাতে তুলে দেন শিশুকন্যাটিকে। সেই সময় ফুটফুটে শিশু কন্যার পরনে ছিল গোলাপি ফ্রক।
আরো পড়ুন : 1 woman killed : ধর্ষণ করে খুন ? BJP রাজ্যে ক্ষেত থেকে উদ্ধার এক মহিলার মৃত দেহ, শরীরে একাধিক আঘাত
শিশুকন্যাকে নতুন মায়ের হাতে তুলে দিয়ে জেলাশাসকের প্রতিক্রিয়া
জেলাশাসক শামা পারভিন বলেন, “স্পেনের বাসিন্দা ইউলেন্ডা পেনা বকেট গত এক বছর আগে শিশুটিকে নেওয়ার জন্য আবেদন করেছিলেন। আজ আইন মেনে তাঁর হাতে শিশুকন্যাকে তুলে দেওয়া হল। শিশুটির চোখে সামান্য সমস্যা আছে। আশা করি নতুন মায়ের কাছে গিয়ে ভালো থাকবে।
আরো পড়ুন : Belghoria : বাইকে করে এসে একেরপর এক গুলি তৃণমূল কর্মীকে, গুলিবিদ্ধ আরো এক

আরো পড়ুন : Supreme Court : দীর্ঘদিন লিভ-ইন থাকা মহিলা ধর্ষণের অভিযোগ তুলতে পারবেন না : সুপ্রিম কোর্ট