1 BJP MLA JOINS TMC : শুভেন্দু ঘনিষ্ট বিজেপি বিধায়কের তৃণমূলে যোগ! জানালেন দল ছাড়ার কারন
1 BJP MLA JOINS TMC
তীর্থঙ্কর মুখার্জি : সোমবার বিকেলে কলকাতার তৃণমূল ভবনে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসি মন্ডল গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। তাঁর সঙ্গে এলেন হলদিয়া জেলা বিজেপির বড় নেতা শ্যামল মাইতিও।

আরো পড়ুন : Uttar Pradesh Horror : ফের BJP-শাসিত রাজ্যে এক বালককে ধর্ষণ করে খুন ২ বন্ধুর ! আটক ১
Haldia BJP MLA Tapsee Mondal left the saffron camp and joined the Trinamool Congress at the Trinamool Bhavan in Kolkata on Monday afternoon. She was accompanied by senior BJP leader Shyamal Maiti of Haldia district
After joining Trinamool Congress, MLA Taapsee held a press conference today. She said, “It was difficult to accept the politics of division.” She lamented, “BJP is doing politics of division in this progressive Bengal
আরো পড়ুন : IND vs NZ Fainal 25 : NZ-কে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ান ট্রফি ভারতের, পুরস্কার তালিকা এক নজড়ে
On this day, Arup Biswas handed over the party flag to BJP MLA Taapsee at the Trinamool Bhavan. On this day, Arup Biswas made the MLA join the Trinamool family and said that Taapsee Mandal has joined Mamata Banerjee’s development scheme
It is worth noting that BJP MLA Subhendu was known to be close. Taapsee had left the CPM and joined the BJP in 2021 with the help of Subhendu Adhikari. It was known that Taapsee’s distance from Subhendu had been increasing since the 2024 Lok Sabha elections. Today, after joining Trinamool, that truth has been confirmed
আরো পড়ুন : Jurnalist Murder : বিজেপি শাসিত রাজ্যে প্রকাশ্য দিবালকে সাংবাদিকে নৃশংসভাবে খুন,চাঞ্চল্য এলকায়

এদিন যোগদানের পর বিধায়কের সাংবাদিক বৈঠক
এদিন তৃণমূলে যোগদানের পর বিধায়ক তাপসি সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, “বিভাজনের রাজনীতি মেনে নেওয়া কঠিন হচ্ছিল”। তিনি সূর চড়িয়ে বলেন, “প্রগতিশীল এই বাংলায় বিভাজনের রাজনীতি করছে বিজেপি।
আরো পড়ুন : 3 death Case : কসবা কান্ড রহস্য মৃত্যুর ঘটনায় নয়া মোড়,ধৃত লোন রিকভারি এজেন্ট
সেই রাজনীতি মেনে নেওয়া কঠিন হচ্ছিল। বিভিন্নভাবে প্রতিবাদ করেও কনো লাভ হয়নি। তাই তৃণমূলে যোগ দান করলাম। বিধায়কের পাশাপাশি বিজেপি নেতা শ্যামল মিত্র যোগদানের পর, বিজেপির বিরুদ্ধে একি ভাবে সুর চড়ান শ্যামল বাবু।
এদিন তিনি তৃণমূল ভবনে বিজেপি বিধায়ক তাপসির হাতে দলীয় পতাকা তুলে দেন অরুপ বিশ্বাস। এদিন বিধায়কে তৃণমূলের পরিবারে যোগদান করিয়ে অরুপ বিশ্বাস বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যোজ্ঞে সামিল হলেন তাপসি মন্ডল।
আরো পড়ুন : 1 woman killed : ধর্ষণ করে খুন ? BJP রাজ্যে ক্ষেত থেকে উদ্ধার এক মহিলার মৃত দেহ, শরীরে একাধিক আঘাত
যোগদানের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সি প্রশংসা করে তিনি বলেন, ৩৪ বছর বাম জামানায় বাংলা পিছিয়ে পড়েছিল। তাই তাপসি চিন্তা করে দেখেছেন যে মানুষের প্রকৃত কাজ করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত কর্মযজ্ঞে সামিল হতে হবে।
আরো পড়ুন : Belghoria : বাইকে করে এসে একেরপর এক গুলি তৃণমূল কর্মীকে, গুলিবিদ্ধ আরো এক
উল্লেখ্য , বিজেপি বিধায়ক শুভেন্দু ঘনিষ্ট বলেই পরিচিত ছিল। ২০২১ সালে শুভেন্দু অধিকারির হাত ধরে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে ছিলেন তাপসি। ২০২৪ সালের লোকসভা ভোটের পর থেকেই শুভেন্দুর সাথে তাপসির দুরুত্ব ক্রমশ বাড়তে থাকে বলে জানা গিয়েছিল। আজ তৃণমূলে যোগদানের পর সেই সত্যাতায় শিলমহর পড়ল।

আরো পড়ুন : Supreme Court : দীর্ঘদিন লিভ-ইন থাকা মহিলা ধর্ষণের অভিযোগ তুলতে পারবেন না : সুপ্রিম কোর্ট