Malda : মালদহে সেনা কর্মীর বাড়িতে দুষ্কৃতী তান্ডব,লুটে বাঁধা পেয়ে কোপালো বৃদ্ধাকে,লুট সোনা ও নগদ অর্থ
Malda
সরনেন্দু সাহা : আবারো হারহিম করা ঘটনা ঘটল মালদাতে। এক সেনাকর্মীর বাড়িতে এক দল দুষ্কৃতী রাতভোর তান্ডব চালায়। চলে লুটপাট। বাড়ির বৃদ্ধা লুটপাটে বাধা দিলে ধারাল অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষিত করে দুষ্কৃতীরা।

ঘটনাটি ঘটেছে রবিবার ভোর রাতে মালদহের হবিপুর থানার বুলবুলচন্ডীর কেন্দুয়া গ্রামে। আক্রান্ত বৃদ্ধার নাম আন্নাবালা মৃধা। রক্তাক্ত অবস্থায় ওই সেনাকর্মীর বৃদ্ধা মা আন্নাবালাকে উদ্ধার করে ভর্তি করানো হয় মালদহ মেডিক্যাল কলেজে।
A group of miscreants ransacked the house of an army man at dawn. Looting. When the old lady of the house stopped the robbery, the miscreants injured her with sharp weapons
আরো পড়ুন : Arrest 4 : বড় সাফল্য বেঙ্গল STF-এর, কলকাতায় উদ্ধার আগ্নেয়াস্ত্র ও ১৯০ রাউন্ড কার্তুজ, গ্রেপ্তার ৪
The incident took place in Kendua village of Bulbulchandi under Malda’s Habipur police station on Sunday morning. The victim’s name is Annabala Mridha. Annabala, the soldier’s old mother, was rescued and admitted to Maldah Medical College in a bloody condition
The family alleges that when the miscreants first entered the old woman’s house and started looting the house things, the old woman Annabala stopped them. After that, the miscreants injured the old woman’s body with sharp weapons kept in the house. All this happens in front of his minor woman’s eyes
On hearing the news, the locals gathered at home. Villagers are terrified of the whole incident. After receiving the information, the police went to the spot. Police have launched a search operation to nab the accused. But the accused are still absconding
পরিবার সূত্রে জানাগিয়েছে, শনিবার কেন্দুয়া গ্রামে কীর্তনের আসর বসেছিল। সেই কারণে প্রত্যেক বাড়ি থেকেই কীর্তনে গিয়েছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে কয়েকজন দুষ্কৃতি।

আরো পড়ুন : 1 bison died :সাতসকালে পথ দুর্ঘটনায় প্রাণ গেল বাইসনের, গুরুতর আহত চালক
পরিবারের তরফে অভিযোগ, দুষ্কৃতীরা প্রথমে বৃদ্ধার ঘরে ঢুকে। ঘরের জিনিসপত্র লুট করতে শুরু করলে তাঁদের বাধা দেয় ওই বৃদ্ধা আন্নাবালা। এরপরেই ঘরে রাখা বঁটি দিয়ে ঘারে ও শরীরে কোঁপ দিয়ে ক্ষতবিক্ষিত করে দুষ্কৃতীরা। এই সব কিছু ঘটে তাঁর নাবালক নারির চোখের সামনেই।
আরো পড়ুন : Valentine’s Day Horror : প্রেম প্রস্তাবে না করতেই যুবতীকে অ্যাসিড হামলা,ছুরি দিয়ে কোপ! পালাতক অভিযুক্ত
বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দুষ্কৃতীরা ঢোকে পাশের ঘরে। সেখানে তাঁদের বাঁধা দেওয়ার সাহস দেখায়নি ঘরের ভেতর থাকা সেনাকর্মীর স্ত্রীর। এরপর দুষ্কৃতিরা সেখান থেকে নগদ টাকা সোনার অলঙ্কার নিয়ে চম্পট দেয়।
দুষ্কৃতীরা চম্পট দেওয়ার পর লোক জানাজানি হতেই ওই বাড়িতে ভিড় জমায় স্থানীয়রা। গোটা ঘটনায় আতঙ্কিত গ্রামবাসিরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। তবে এখনো অভিযুক্তরা অধারা।
আরো পড়ুন : Manipur : জারী হল রাষ্ট্রপতি শাসন,মোদি জামানায় মনিপুরে ব্যার্থ BJP মুখ্যমন্ত্রী,অভিযোগ বিরোধীদের
চোখে মুখে আতঙ্কনিয়ে পরিবারের সদস্যরা জানায়, আমরা চিৎকার-চেঁচামেচি করে সাহায্য চেয়েছিলাম। কিন্তু গ্রামে তিনদিন ধরে কীর্তনের আসর চলছিল। সেই কারনে তাঁদের আর্তনাদ তাঁদের কানে পৌঁছয়নি।
জানাগিয়েছে যে বাড়িতে দুষ্কৃতীরা লুট চালায় সেই বাড়ির বড় ছেলে সুব্রত মৃধা ত্রিপুরায় সেনাকর্মী হিসেবে কর্মরত রয়েছেন। ঘটনাটির সময় বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী, নাবালক দুই পুত্র এবং বৃদ্ধ মা। যিনি দুষ্কৃতীদারা আক্রান্ত হয়েছেন।

আরো পড়ুন : WB Budget 25 : মমতার বাজেট হার মানাবে ১০০টি দেশের GDP-কে, বাড়ল DA, রইল পূর্ণাঙ্গ বাজেট-২৫
