Arrest 4 : বড় সাফল্য বেঙ্গল STF-এর, কলকাতায় উদ্ধার আগ্নেয়াস্ত্র ও ১৯০ রাউন্ড কার্তুজ, গ্রেপ্তার ৪
Arrest 4
তীর্থঙ্কর মুখার্জি : শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা এলকায় উদ্ধার হল বিপুল পুরিমান কার্তুজ। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রও। বেঙ্গল এসটিএফের বিশেষ অভিযানে এই সাফল্য আসে।

আরো পড়ুন : 1 bison died :সাতসকালে পথ দুর্ঘটনায় প্রাণ গেল বাইসনের, গুরুতর আহত চালক
উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমান কার্তুজ
গোপন সূত্রে খবর পেয়ে জীবনতলা থানার ঈশ্বরীপুর এলকায় হানা দেয় রাজ্য পুলিশের এসটিএফের বিশেষ দল। সেই অভিযানে উদ্ধার হয় ১৯০ রাউন্ড কার্তুজ। পাশাপাশি ৭ এমএম পিস্তল ও একটতি ডবল ব্যারেল বন্ধুকও। গ্রেপ্তার করা হয় ৪ জনকে।
আরো পড়ুন : Valentine’s Day Horror : প্রেম প্রস্তাবে না করতেই যুবতীকে অ্যাসিড হামলা,ছুরি দিয়ে কোপ! পালাতক অভিযুক্ত
A large number of cartridges were recovered in Jibantala area of South 24 Parganas district on Saturday morning. A firearm was also recovered. Bengal S. T. F This success came in the special campaign
On Saturday morning, Rashid Mollah, accused of arms dealing, was arrested from Wazir Mor Elka. Rashid Mollah is a fishmonger by profession
আরো পড়ুন : Manipur : জারী হল রাষ্ট্রপতি শাসন,মোদি জামানায় মনিপুরে ব্যার্থ BJP মুখ্যমন্ত্রী,অভিযোগ বিরোধীদের
A special team of STF also arrested Ashiq Iqbal Ghazi and Abdul Salim Ghazi from Hassanabad. Police also arrested Jayant Dutt, a resident of Shantipur in Nadia
According to police sources, arrested Jayant Dutt is again an employee of an arms marketing shop in Kolkata. According to the police, the recovered 190 round cartridges were manufactured in an ordnance factory. Not illegal weapons from Munger or Muzaffarpur
Investigating officers are investigating a big question among them, that is, are the weapons reaching the criminals from the legitimate arms dealers? The special investigation team of STF is continuing to investigate the whole matter
আরো পড়ুন : Abhishek :নামের পাশ থেকে উধাও দলের নাম, মেটাকে আইনি নোটিস অভিষেকের !সেবাশ্রয় থেকে লাইভে সাংসদ
অস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার ৪
শনিবার সকালে উজিরের মোড় এলকা থেকে অস্ত্রকারবারে অভিযুক্ত রশিদ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। রশিদ মোল্লা পেশায় মাছ ব্যাবসায়ী।
এছাড়াও এসটিএফের বিশেষ দল হাসানাবাদ থেকে আশিক ইকবাল গাজী ও আব্দুল সেলিম গাজীকে গ্রেপ্তার করে। এছাড়াও নদিয়ার শান্তিপুরের বাসিন্দা যয়ন্ত দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরো পড়ুন : WB Budget 25 : মমতার বাজেট হার মানাবে ১০০টি দেশের GDP-কে, বাড়ল DA, রইল পূর্ণাঙ্গ বাজেট-২৫

লালবাজারের কাছেই বিবাদী বাগের অস্ত্রের দোকানে এসটিএফের তল্লাশি
এসটিএফ শনিবারই সন্ধ্যায় লালবাজারের নাকের ডগায় বিবাদী বাগের ওই অস্ত্রের দোকানেও তদন্ত চালায় এসটিএফ। কোথায় কী কারণে নিয়ে যাচ্ছিল ওই কার্তুজ গুল সেই বিষয়ে এখনো ধন্দেই রয়েছে পুলিশ।
আরো পড়ুন : China vs USA : আমেরিকার পরামানু শক্তিচালিত ডুবোজাহাজের খেল খতম, দাবি চিনের,কী ভাবে জানাল বিজ্ঞানীরা
গত বছর উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ কার্তুজ
উল্লেখ্য, গত নভেম্বরেই শিয়লদহ সুরেন্দ্রনাথ কলেজের কাছেই একটি ডেরা থেকে ৯০ রাউন্ড কার্তু উদ্ধার করে পুলিশ। আর এবার আবারো বিপুল পরিমাণ কার্তুজের হদিশ মিলল।
আরো পড়ুন : WB-Caged killer tiger : বাঘে-মানুষের লড়াইয়ের পর অবশেষে স্বস্তি,ছাগলের টোপে খাঁচাবন্দি বাঘ
ধৃতদের মধ্যে এক ব্যক্তি অস্ত্র বিপণন দোকানের একজন কর্মী, তদন্তে পুলিশ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়ন্ত দত্ত আবার কলকাতা অস্ত্র বিপণন দোকানের একজন কর্মী। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ১৯০ রাউন্ড কার্তুজ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতেই তৈরি। মুঙ্গের বা মুজাফরপুর থেকে বেআইনি অস্ত্র নয়।
আরো পড়ুন : Arrested 1 main accused : নিউটাউন নাবালিকা নারকীয় ধর্ষণকান্ডে দোষ শিকার মুল অভিযুক্তর, কে সেই অভিযুক্ত?
তদন্ত কর্মকর্তারা তাদের মধ্যে একটি বড় প্রশ্ন অনুসন্ধান করছেন, তা হলো, বৈধ অস্ত্র ব্যবসায়ীদের কাছ থেকে অস্ত্র কি অপরাধীদের কাছে পৌঁছাচ্ছে? STF-এর বিশেষ তদন্ত দল গোটা বিষয়টির তদন্ত চালিয়ে যাচ্ছে।

