1 dead body recovered : ঘুরতে বেরনোই কী কাল হল? জঙ্গল থেকে উদ্ধার কিশোরের দেহ, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের
1 dead body recovered
অনুশিবা সেন : প্রেমিকার সঙ্গে ঘুরতে বেড়িয়ে পাঁচদিন ধরে নিখোঁজ থাকার পর জঙ্গল থেকে মিলল কিশোরের দেহ। মঙ্গলবার জলপাইগুড়ির মেটিলি ব্লকের খোরিয়া বন্দির জঙ্গল থেকে ১৬ বছর বয়েসি মানুয়েল খেরিয়া নামের এক কিশোরের দেহ।

আরো পড়ুন : China vs USA : আমেরিকার পরামানু শক্তিচালিত ডুবোজাহাজের খেল খতম, দাবি চিনের,কী ভাবে জানাল বিজ্ঞানীরা
The teenager’s body was found in the forest after he went missing for five days while walking with his girlfriend. The body of a 16-year-old boy, Manuel Kheria, was recovered from Khoria Bandi forest in Metili block of Jalpaiguri on Tuesday
The house of the deceased teenager is in North Dhupjhora area of Metili block. Locals were collecting firewood in the forest and saw the dead body of the teenager lying there
আরো পড়ুন : Arijit Singh : বিশ্বখ্যাত ব্রিটিশ পপ গায়ক এড শিরান সোজা অরিজিৎ সিংয়ের বাড়িতে, তারপর….
Metili police rushed to the spot after receiving the information. The body was recovered and sent to Jalpaiguri District Hospital for post-mortem. The police initially informed that the exact cause of death will be known only after the autopsy
আরো পড়ুন : WB-Caged killer tiger : বাঘে-মানুষের লড়াইয়ের পর অবশেষে স্বস্তি,ছাগলের টোপে খাঁচাবন্দি বাঘ
মৃত কিশোরের বাড়ি মেটিলি ব্লকের উত্তর ধূপঝোড়া এলকায়। স্থানীয়রা জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে ওই কিশোরের মৃত দেহ পড়ে থাকতে দেখে। খবর চাউর হতেই মৃত দেহ দেখতে ভিড় জমায় প্রচুর স্থানীয় মানুষ।
আরো পড়ুন : Another Fire Incident :ফের অগ্নিকান্ড, এবার তারাতলা এলকায় ভষ্মীভূত বেশ কয়েকটি ঝুপড়ি, ঘটনাস্থলে ফিরাদ

ঘটনা স্থলে মেটিলি থানার পুলিশ
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মেটিলি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পুলিশের তরফে প্রাথমিক ভাবে জানানো হয় ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
আরো পড়ুন : Bankura : ‘UNWAB’-এর তরফে বাঁকুড়া জেলা ও জেলার বাইরের NGO-দের নিয়ে বিশেষ আলচোনা সভা
এলকায় নাবালোকের মৃতদেহ উদ্ধার হওয়া নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য সংবাদ মাধম্যে বলেন,এয়েটির সঙ্গে ঘুরতে বেরিয়ে আর ওই কশোরের খোঁজ পাওয় যাচ্ছিল না। তার মোবাইলে ফোনে একধিকবার ফোন করা হলে রিং হয়ে যাচ্ছিল কিন্তু কেউ ফোন তোলেনি। মঙ্গলবার জঙ্গলে এলকার মানুষ জ্বালানি কাঠ কুড়াতে এসে ওই কিশোরের মৃত দেহ দেখতে পায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
মৃতের দাদার অভিযীগ সরাসরি ভাইয়ের প্রেমিকের বিরুদ্ধে
খবর পৌঁছয় মৃত কিশোরের পরিবারেও। মৃত কিশোরের দাদা মিনু খেরিয়া বলেন, আমার ভাই একটি মেয়ের সাথে প্রেম করত। কিন্তু পরে জানতে পারি মেয়েটি আরো তিনটি ছেলের সাথে প্রেম করত। আমাদের সন্দেহ ভাইকে খুন করা হয়েছে। আমর ভাইয়ের মৃত্যুর জন্য আমরা মেয়েটির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করব।
আরো পড়ুন : Arrested 1 main accused : নিউটাউন নাবালিকা নারকীয় ধর্ষণকান্ডে দোষ শিকার মুল অভিযুক্তর, কে সেই অভিযুক্ত?
স্থানীয়রা কী জানাচ্ছে ?
ওই কিশোরের দেহ জঙ্গল থেকে উদ্ধারের পর স্থানীয়রা জানায়, প্রেমিকাকে বাড়ি পৌঁছে দেওয়ার পর থেকে মানুয়েল-এর খোঁজ পাওয়া যায়নি আর। এই ঘটনায় এলকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলকায়।

আরো পড়ুন : Raiganj Breaking : রায়গঞ্জ মেডিক্যালে হচ্ছে ৫০ শয্যার সিসিবি,মুমুর্ষু রোগী নিয়ে ছুটতে হবে না আর
