Tiger Attack : বাঘের পেটে এক মহিলা, আক্রান্ত আরো এক,ত্রাস-কে ধরতে কার্ফু জারি,বন্ধ থাকবে সব প্রতিষ্ঠান
Tiger Attack
অনুশিবা সেন : মানুষখেকো বাঘ-কে ধরতে এলকায় জারি হল কার্ফু। অভিযোগ ওই বাঘটি গত শুক্রবার কফি বাগানে কফি তুলতে যাওয়া এক আদিবাসী মহিলা রাধার (৪৫) হত্যা ও বনাধিকারিকের উপর হামলার পর সেই ত্রাস মানুষখেকো বাঘের খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি।
Table of Contents
জানা গিয়েছে, বাঘের জোড়া হামলার পর জেলা কালেক্টরেট ও বনমন্ত্রী উচ্চপর্যায়ের বৈঠক করে। বৈঠকের পর বাঘটিকে “মানুষখেকো” হিসেবে ঘোষণা করে। পাশাপাশি কার্ফু জারি করা হয়।

কফি বাগানে বাঘের হামলায় মৃত আদিবাসী মহিলা রাধার (৪৫)
আরো পড়ুন : Nabanna : মমতা সরকারের বড় ঘোষনা, আর বিলম্ব নয়, এবার অ্যাকাউন্টে ঢুকবে ৫ লক্ষ টাকা
A curfew has been imposed in the area to catch the man-eating tiger. Allegedly, the manhunt for the ferocious tiger began last Friday after it attacked and killed a tribal woman, Radha (45), who had gone to pick coffee in a coffee plantation and attacked a forest official
It is learned that after the twin tiger attacks, the District Collectorate and the Forest Minister held a high-level meeting. After the meeting, the tiger was declared a “Manushkeko”. A curfew was also imposed
A curfew has been imposed for up to 48 hours in three divisions of Manantabadi municipality namely 1 Pancharakalli, 2 Pilakavu and 36 Chirakkara to catch the killer tiger
These two days i.e. Monday (27.01.25) from 6 am all the schools, Tushin Centers, Madrasas and Anganwadi Centers of the three Divisional Elkas will be closed
আরো পড়ুন : Republic Day 2025 LIVE : কার্তব্য পাথে উপস্থাপিত ভারতের সমৃদ্ধ ঐতিহ্যের সারণী,ছবি ও ভিডিওতে দেখুন
কার্ফুতে কী নির্দেশিকা জারি করেছে প্রশাসন
ঘাতক বাঘটিকে ধরতে মানন্তবাদি পৌরসভার তিনটি ডিভিশন ১ নং পাঁচরাকল্লি, ২ নং পিলাকাভু এবং ৩৬ নং চিরাক্কারায় ৪৮ ঘন্টা পর্যন্ত কার্ফু জারি করা হয়েছে।
এই দু’দিন অর্থাৎ সোমবার (২৭.০১.২৫) সকাল ৬ টা থেকে ওই তিনটি ডিভিশনের এলকাগুলির সমস্ত স্কুল, টিউশিন সেন্টার, মাদ্রাসা এবং অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ থাকবে।
এছাড়াও যে সমস্ত পড়ুয়া দুরে পড়তে যায় তাঁদেরও ওই দু’দিন ক্লাস বন্ধ রাখা এবং যারা পিএসসির পরীক্ষা বা কনোও প্রতিষ্ঠানে পড়তে যাওয়া পড়ুয়াদেরও প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বারন করা হয়েছে ওই নির্দেশিকায়।

আরো পড়ুন : America : ২৬/১১ মুম্বাই হামলার মুল অভিযুক্ত রানাকে ভারতে পাঠাতে মার্কিন সুপ্রিম কোর্টর অনুমোদন
জরুরি নির্দেশিকায় বনমন্ত্রীর কী জানাচ্ছেন ?
জরুরি নির্দেশিকা নিয়ে বনমন্ত্রী এ কে সসেন্দ্রণ বলেন, যে ঘাতক বাঘটি কফি বাগানে নৃশংসভাবে হত্যা করে অর্ধেক খেয়ে ফেলেছে এবং একই বাঘ রবিবার (২৬.০১.২৫) এলকায় টহল দেওয়ার সময় র্যাপিড টিমের সদস্য বনাধিকারিক জয়সূর্যকেও আক্রমন করে। জার যেরে এলকায় আতঙ্ক ছড়িয়েছে। বাঘটিকে গুলি করে বা ফাঁদে ফেলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি তরফে রাধার পরিবারের জন্য ১১ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।
জানাগিয়েছে বাঘের হামলায় মৃত রাধার বাড়িতে পরিদর্ষণের সময় স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েন বনমন্ত্রী এ কে সসেন্দ্রণ। যদিও এরপর পুলিশের সাহায্যে মৃতার পরিবারের সাথে দেখা করে তাঁর ছেলেকে একটি অস্থায়ী চাকরির প্রস্তাব দেন।
আরো পড়ুন : Raiganj : পর্যটকেরা বিনামূল্যে প্রবেশ করছে রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাসে, কিন্তু কত দিন ?

কেন্দ্রীয় সরকারের সমলচানা বনমন্ত্রীর
বন্যপ্রাণীদের হামলা অর্থাৎ বন্যপ্রাণীদের থেকে আগত সকল সমস্যা মোকাবিলায় কেন্দ্রীয় সহয়তার অভব রয়েছে বলে কেন্দ্রীয় সরকারের সমলচানা করেন বনমন্ত্রী। তিনি আশ্বাস দেন যে কেন্দ্রসরকারকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানো হবে।
বন্দিপুর অঞ্চল থেকে বাঘ, হাতি-সহ বন্যপ্রাণীদের ওয়েনাড়ে প্রবেশের সম্ভবনা বিবেচন করে কর্ণাটক সীমান্তে অতিরিক্ত টহল চালানো হবে বলেও প্রশাসনের তরফে জানানো হয়।
আরো পড়ুন : 8 died in the explosion : তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল অস্ত্র কারখানা, নিহত ৮, আহতো আরো ৭ জন শ্রমিক
গোটা ঘটনার অপারেশনের সমন্বয়ের দায়িত্বে আছেন স্থানীয় প্রধান বন সংরক্ষক কে এস দীপা। তিনি জানান এই অপারশেনে এলকায় বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্যের অন্য অংশ থেকে বিশেষজ্ঞ শ্যুটার এবং পশু চিকিৎসকদের আনা হচ্ছে বলেও জানানো হয়েছে।

আরো পড়ুন : 8 died in the explosion : তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল অস্ত্র কারখানা, নিহত ৮, আহতো আরো ৭ জন শ্রমিক