Nabanna : মমতা সরকারের বড় ঘোষনা, আর বিলম্ব নয়, এবার অ্যাকাউন্টে ঢুকবে ৫ লক্ষ টাকা
Nabanna
তীর্থঙ্কর মুখার্জি : পশ্চিমবঙ্গ সরকারের তরফে একটি বড় ঘোষণা করা হয়েছে। এখন থেকে অবসরের পর সথে সাথেই ৫ লক্ষ টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে। অবশ্য তিন লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ আগেই করা হয়েছিল।
Table of Contents
মমতা সরকার এবার অবসরের পর সথে সাথেই ৫ লক্ষ টাকা ঢুকার সুখবর দিল অবসরপ্রাপ্ত চাকুরিজবিদের জন্য। এক বিজ্ঞপ্তিতে তা জানানাল রাজ্যের অর্থ দপ্তর।
আরো পড়ুন : Republic Day 2025 LIVE : কার্তব্য পাথে উপস্থাপিত ভারতের সমৃদ্ধ ঐতিহ্যের সারণী,ছবি ও ভিডিওতে দেখুন
5 lakhs will be deposited into the account immediately after retirement for retired employees. The state finance department announced this in a notification
It may be noted that as per the announcement of the state government, the casual, contractual and daily allowance workers received a one-time grant of three lakh rupees after retirement, but later Chief Minister Mamata Banerjee increased the grant to five lakh rupees
From now on, the institutions under the Directorate will continue to take the approval of the Directorate. That means the process is simplified. As a result, it is believed that there will be no difficulty in getting the grant for the retired employees

আরো পড়ুন : America : ২৬/১১ মুম্বাই হামলার মুল অভিযুক্ত রানাকে ভারতে পাঠাতে মার্কিন সুপ্রিম কোর্টর অনুমোদন
প্রশাসন সূত্রে খবর, রাজ্য সরকারে এই উদ্যোগের ফলে কর্মীরা যেদিন অবসরগ্রহণ করবেন সেইদিনই এই অনুদান পেয়ে যাবেন।q
উল্লেখ্য, রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ক্যাজুয়াল, চুক্তিভিত্তিক ও দৈনিক ভাতার কর্মীরা অবসরগ্রহণের পর এককালীন তিন লক্ষ টাকা করে অনুদান পেলেও পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুদান বাড়িয়ে পাঁচ লক্ষ করে দিয়েছেন।
আরো পড়ুন : Raiganj : পর্যটকেরা বিনামূল্যে প্রবেশ করছে রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাসে, কিন্তু কত দিন ?
বিজ্ঞপ্তিতে কী জানানো হয়েছে ?
ওই বিজ্ঞপ্তিতেই সব দপ্তর এবং সব জেলা প্রশাসনকে জানানো হয় যে এখন থেকে ডিরেক্টরেট ও তাঁর সমতুল্য সংস্থাগুলি “এইচআরএমেসের মাধ্যমে টার্মিনাল বেনিফিট” অর্থাৎ অবসরের সময়ে একলালীন অনুদান,পেতে অনলাইনে আবেদন করা যাবে।
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে এবার থেকে ডিরেক্টরেটের অধীনস্থ সংস্থাগুলি ডিরেক্টরেটের কাছথেকে অনুমদোন নিলেই চলবে। অর্থাৎ প্রকিয়াকরণে আরো সহজ করে দেওয়া হয়েছে। এরফলে অবসরপ্রাপ্ত চাকুরিজবিদের অনুদান পেতে আর অসুবিধের হবেনা বলেই মনে করা হচ্ছে।

আরো পড়ুন : 8 died in the explosion : তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল অস্ত্র কারখানা, নিহত ৮, আহতো আরো ৭ জন শ্রমিক