Raiganj : পর্যটকেরা বিনামূল্যে প্রবেশ করছে রায়গঞ্জ কুলিক পক্ষীনবাসে, কিন্তু কত দিন ?
Raiganj
শান্তি রঞ্জন দাস : অবাধে পশু-পাখির দর্শনের সাথে প্রকৃতির কলে হারিয়ে যেতে রায়গঞ্জ কুলিক পক্ষীনবাসে লাগছেনা কনোই প্রবেশ (যেটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস) মূল্য। বুধবার আলিপুরদুয়ারের প্রশাসনিক সভায় বক্সার জয়ন্তীর প্রবেশ মূল্য নিয়ে ক্ষুব্ধ হন এবং প্রবেশ মূল্য উঠিয়ে নেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
Table of Contents
এরপরেই রাজ্য সরকারের বনদপ্তরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি হয়। সেই উল্লেখিত নির্দেশিকায় বৃহস্পতিবার (২৩.০১.২৫) কুলিক পক্ষী নবাসের গেটে একটি বিজ্ঞপ্তি ঝোলানো হয় তাঁতে লিখা হয় “পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত “প্রবেশ মূল্য লাগবেনা। লাগবেনা আনুসাঙ্গিক খরচ অর্থাৎ পূর্বে যে ছবি তোলার জন্য যে ক্যামেরার ভাড়া ৪০ টাকা নেওয়া হত সেই খরচও লাগবে না।
আরো পড়ুন : 2 minors girls killed : রাতে একসাথে ডিনারের পর নিষ্পাপ ২ বোনের গলা কেটে হত্যা করল দাদা!

Tourists are entering Raiganj Kulik Pakhrinabus for free, but for how long?
There is no entry fee at Raiganj Kulik Bird Sanctuary (Asia’s second largest bird sanctuary). In an administrative meeting at Alipurduar on Wednesday, Chief Minister Mamata Banerjee expressed her displeasure over the entry fee for Boxer Jayanti and asked for the withdrawal of entry fee
Chief Minister Mamata Banerjee was shocked to see the entrance fee to the Rajabhat Khawa by some tourists from Kolkata. They see the per capita entry fee as “two and a half thousand (2,500)”
After that, the tourists visiting from Kolkata saw the matter and called the “Direct Chief Minister” helpline and reported the matter. The chief minister can know everything from there
কিন্তু বিগত বছরে ছিল উল্টো চিত্র। গত বছর ঘুরতে আসা পর্যটকেরা পক্ষী নিবাসে প্রবেশ মূল্য দেখে হতবাক হতে হয়েছিল পর্যটকদের কারন এক লাফে তিন গুন বাড়িয়ে টিকিটের দাম ধার্য করা হয়েছিল ৪০ টাকা থেকে ১২০ টাকা।
উল্লেখ্য, গত বুধবার (২২.০১.২৫) তারিখে আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠকে বনদপ্তরের একটা নোটিশ যেখানে লিখা ছিল “গুলি করে মারা হবে” সেই নোটিশ দেখে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি বলেন, কার অনুমতিতে এসব হচ্ছে ? জমিদারি নাকি ? সেই সময় তিনি আরো একটি বিষয়ে ক্ষুব্ধ হতে দেখা যায় সেটি হল ” পর্যটকদের থেকে টাকা নেওয়ার জন্য”।
আরো পড়ুন : Mahakumbh 25 : মহাকুম্ভে যাওয়ার আগে অবশ্যই জেনে নিন গুরুত্বপূর্ণ বিষয়গুলি! কী করণিয় আর কী করণীয় না

কী কী রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কুলিক পক্ষীনিবাস অভয়ারণ্যে?
পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহর ঘেষা অভয়ারণ্য কুলিক পক্ষী নবাস প্রায় ১৬৪ প্রজাতির পাখি রয়েছে। প্রতিবছর এই অভয়ারণ্যে প্রায় ৭০ থেকে ৮০ হাজার পরিযায়ী পাখি আসে। ১.৩০ বর্গ কিলোমিটার এলকা বিস্তৃত অভয়ারণ্যটি এশিয়া জুড়ে বৃহত্তম পাখি অভয়ারণ্য।
আরো পড়ুন : Suri Live : চকলেট কিনতে গিয়ে ধর্ষীতা এক নাবালিকা ! চরম উত্তেজনা এলকায়, অধরা অভিযুক্ত দোকান মালিক
ঠিক কী কারনে ক্ষুব্ধ হয়েছিল রাজাভাতখাওয়া অভয়ারণ্য নিয়ে ?
কলকাতা থেকে ঘুরতে আসা কয়েকজন পর্যটক রাজাভাতখাওয়ায় প্রবেশ মূল্য দেখে হতবাক হতে যান। তাঁরা দেখেন মাথা পিছু প্রবেশ মূল্য “আড়াই হাজার (২,৫০০)”। এর পরেই কলকাতা থেকে ঘুরতে আসা পর্যটকেরা সেই বিষয়টি দেখে “সরাসরি মুখ্যমন্ত্রী” হেল্পলাইনে ফোন করে বিষয়টি জানান। সেখান থেকেই সবটা জানতে পারেন মুখ্যমন্ত্রী।

আরো পড়ুন : Donald Trump : ট্রাম্পের ৪৭ তম রাষ্ট্রিপতি হিসাবে শপথ,ভাষণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত! খুশি হাসিনার দল
এর পরেই মুখ্যমন্ত্র মুখ্যসচিবকে নির্দেশে দেন, ” ইমিডিয়েট এটা চেঞ্জ করুন করো। এমনকী এই বিষয়ে ক্যাবিনেট বৈঠক ডেকে অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন “এত টাকা নিলে কেন পর্যটক আসবে” ? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হয়েই বলেন, “ফরেস্ট ডিপার্টমেন্ট নিজেদের ভগবান মনে করে নাকি। এ সব বরদাস্ত করব না।

আরো পড়ুন : Duare Sarkar : নতুন বছরে শুরু হতে চলেছে ফের দুয়ারে সরকার, ৩৭ পরিষেবা কবে চালু কবে শেষ ?