IPPB Hacker Fraud Alert : পোস্ট অফিসে আপনার অ্যাকাউন্ট ? সাবধান হ্যাকার হানা, জেনে নিন পিআইবির পরামর্শ

IPPB Hacker Fraud Alert : পোস্ট অফিসে আপনার অ্যাকাউন্ট ? সাবধান হ্যাকার হানা, জেনে নিন পিআইবির পরামর্শ

IPPB Hacker Fraud Alert

সঞ্চিতা সাহা : সতর্ক হয়ে যান যদি আপনার পোস্ট অফিসে আপনার অ্যাকাউন্ট থেকে থাকে। কারন সাইবারদের নজড় এবার ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকদের সঞ্চিত অর্থের দিকে। হ্যাঁ ঠিকি শুনছেন। প্যান কার্ডের মাধ্যমে এই ধরনের প্রতারণার চেষ্টা করা হচ্ছে।

যাদের যাদের ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে (আইপিপিবি) অ্যাকাউন্ট রয়েছে সেই সকল গ্রাহকরা প্যান কার্ড আপডেট করার ম্যাসেজ পাচ্ছেন। এটি আসলে প্যান কার্ডের মাধ্যমে পোস্ট অফিসে মানুষের কষ্টার্জিত জমানো টাকা লুঠ করে নেওয়ার ষড়যন্ত্র।

IPPB Hacker Fraud Alert
IPPB Hacker Fraud Alert
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরো পড়ুন : Medinipur Medical College : প্রসূতি মৃত্যুর পর ৭টি ওষুধে নিষেধাজ্ঞা জারি মেদিনীপুর মেডিক্যালে! কী জানাল বিষেষজ্ঞ দল

Your account at the post office? Beware of hacker attack, know PIB advice

Cyber ​​hackers have now targeted India Post Payments Bank customers. Yes you heard right. Hackers are trying to do this kind of fraud through PAN card

India Post Payments Bank customers have been warned by the central government in this regard

To avoid cyber fraud, India Post Payments Bank (IPPB) advises, customers should update passwords regularly

আরো পড়ুন : Raiganj University : উঠল আন্দোলন, বিধায়ক কৃষ্ণর হস্তক্ষেপে দু’মাস পর স্বাভাবিক হল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়!

IPPB Hacker Fraud Alert
IPPB Hacker Fraud Alert

তাই এই বিষয়ে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক গ্রহকদের সতর্ক করল কেন্দ্র সরকার। সাইবার অপরাধীরা ফাঁদে পা না দেয় বা আইপিপিবি গ্রাহকদের কষ্টার্জিত অর্থ লুঠ করতে না পারে সেই উপায় জানিয়ে দিল কেন্দ্র সরকার।

সাইবার অপরাধীদের হাত থেকে বাঁচতে আইপিপিবি-র পরামর্শ

সাইবার জালিয়াতি এড়াতে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের (আইপিপিবি) পরামর্শ, গ্রাহকদের নিয়মিত পাসওয়ার্ড আপডেট করা উচিত।

ভুয়ো কাস্টমার কেয়ার থেকে আসা ফোন বা ম্যাসেজ উপেক্ষা করা উচিত। অর্থাৎ ব্যাঙ্কের নামে পাঠানো ম্যাসেজ গুলি সত্যতা যাচাই করা উচিত।

যত্রতত্র WI-FI ব্যবহারের থেকে এড়িয়ে চলা উচিত। এবং সন্দেহজনক লিঙ্কে কখনই ক্লিক করা উচিত নয়।

আরো পড়ুন : This Time HMPV In Assam : এবার অসমে এইচএমপিভি, আক্রান্ত ১০ মাসের শিশু, দেশে বেড়ে মোট ১১

জেনে নেওয়া যাক সাইবার অপরাধীরা কী ভাবে পোস্ট অফিসে জমানো গ্রাহকদের টাকা লুঠ করছে ?

সরকারি সংস্থা প্রেস ইনফর্মেশন ব্যুরো (পিআইবি)-এর “ফ্যাক্ট চেক” দল সতর্ক করে জানাচ্ছে যে, সাইবার অপরাধীরা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক গ্রাহকের কাছে ম্যাসেজ পাঠিয়ে জানাচ্ছে যে প্যান কার্ড আপডেট না হওয়ার জন্য তাঁদের অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে।

আরো পড়ুন : Justin Herbert: The Rising Star of the NFL

এবার সাইবার অপরাধীদের পাঠানো ম্যাসেজ দেওয়া লিঙ্কে ক্লিক করে প্যান কার্ড আপডেট করিয়ে নিলেই আপনার অ্যাকাউন্ট পুণরায় চালু করে দেওয়া হবে। সাইবার অপরাধীদের কথা মতো তাঁদের পাঠানো লিঙ্কে ক্লিক করলেই নিমিষের মধ্যে অ্যাকাউন্ট খালি হয়ে যাবে।

সাইবার অপরাধীদের পাঠানো ম্যাসেজ সরকারি সংস্থা প্রেস ইনফর্মেশন ব্যুরো (পিআইবি)-এর “ফ্যাক্ট চেক” দল প্যান কার্ড আপডেট করার এই বার্তা সম্পর্কে সতর্ক করেছে। গ্রাহকদের উদ্দেশ্যে পিআইবি জানিয়েছে প্যান কার্ড আপডেট করার যে ম্যাসেজ গুলি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক গ্রাহকের কাছে আসছে, সেগুলি জাল। এই ধরনের ম্যাসেজ কখনোই পাঠায় না ইন্ডিয়া পোস্ট।

IPPB Hacker Fraud Alert
IPPB Hacker Fraud Alert

আরো পড়ুন : Bangla Got Big Money : প্রাপ্য অর্থের জন্য দীর্ঘ লড়াই মমতার, মান্যতা কেন্দ্রের, বাংলা পেল মোটা অর্থ! লাভ হল বাকি রাজ্যেরও

Leave a Comment