Breaking : CBI চার্জশিট দিতে না পারায় জামিন পেল সন্দিপ,অভিজিৎ! ৫৯ দিনেই ধর্ষণে ২ জনের সাজা বাংলায়
Breaking
তীর্থঙ্কর মুখার্জি : তিন মাসেও সিবিআই চার্জশিট দিতে না পারায় ২০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেল আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন আইসি অভিজিৎ মন্ডল। তবে আদালত জামিন মঞ্জুর করলেও বেশ কিছু শর্ত আরোপ করেছে।
Table of Contents
তদন্তে নেমে সিবিআই অধ্যক্ষ ও টালা থানার আইসির বিরুদ্ধে তিলোত্তমা খুন ও ধর্ষণ কান্ডে তথ্য ও প্রমান লোপাটের অভিযোগ এনে ছিল। তবে শর্ত সাপেক্ষে টালা থানার আইসির জেল মুক্তি হলেও এখনই জেল মুক্তি হচ্ছেনা সন্দীপ ঘোষের। কারন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরজি করের দুর্নিতি মামলা রিয়েছে।

আরো পড়ুন : Pushpa 2 Hero Live Upadate: পদদলিত মামলায় গ্রেপ্তারের পর কোন শর্তে ছাড়া পেল আল্লু অর্জুন!
Sandeep Ghosh is not being released from jail even though the IC of Tala police station has been released from jail subject to conditions
In Bengal, 2 people were sentenced for rape in 59 days
The conviction was pronounced in the Jangipur court on Thursday by Additional District and Sessions Court Judge Amitabh Mukherjee
এদিন আদালতের রায় সামনে আসতেই সিবিআইয়ের ভূমিকা নিয়ে তিলোত্তমার মা-বাবা হতাশ প্রকাশ করেছে। তিলত্তমার মা বলেই বসলেন, ওরা যে তদন্ত ঠিক করছেন না তা প্রমান হয়ে গেল। এখানে ওরা বলতে মুলত সিবিআইকেই বুজ্জিয়েছেন।

বাংলায় ৫৯ দিনের মধ্যেই ফাঁসির সাজা ও যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ
ফারাক্কায় শিশু কন্যা ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার দীনবন্ধু হালদারকে ৫৯ দিনের মধ্যেই ফাঁসির সাজার রায় দান দেয় জঙ্গিপুর মহকুমা আদালত। তদন্তে নেমে পুলিশ ২১ দিনের মধ্যেই শিশু কন্যার ধর্ষণ খুনে অভিযুক্ত দীনবন্ধুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল। ওই একই ঘটনায় অপর অভিযুক্ত শুভজিৎ হালদারকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছে আদালত।
আরো পড়ুন : Adhar Link : রাজ্যের কড়া পদক্ষেপ, নাম নথিভুক্ত নেই? বাতিল হয়ে যাবে আধার কার্ডের আবেদন
বৃহস্পতিবার জঙ্গিপুর আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অমিতাভ মুখপাধ্যায়ের এজলাসে দোষি সাব্যস্তি করা হয়। প্রসঙ্গত, ১৩ অক্টোবর ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দীনবন্ধু ও শুভজিৎ হালদারের বিরুদ্ধে।
পুলিশ দীনবন্ধুকে জেরা করে অপর অভিযুক্ত শুভজিৎ-এর হদিশ পেয়েছিল। কিন্তু উল্লেখ যোগ্য বিষয় হল, আরজি কর মলায় সিবিআই যখন চার্যশিট এখনো কোরেটে পেশ করতে পারেনি তখন পশ্চিমবঙ্গের পুলিশের তদন্তের দ্রুততার সাথে তদন্ত সম্পন্ন করে ২১ দিনের মধ্যেই চার্জশিট পেশ করেছে এবং ৫৯ দিনের মধ্যেই রায়দান সম্পন্ন হয়েছে।

আরো পড়ুন : 12 Maoists killed : ব্যাপক তল্লাশি অভিযান, নিরাপত্তা বাহীনির গুলিতে খতম ১২ জন মাওবাদী !