RG Kar Case : তিলোত্তমার মামলা থেকে সড়ে দারালেন আইনজীবী বৃন্দা গোভার! কেন এই সিদ্ধান্ত ?

RG Kar Case : তিলোত্তমার মামলা থেকে সড়ে দারালেন আইনজীবী বৃন্দা গোভার! কেন এই সিদ্ধান্ত ?

RG Kar Case

তীর্থঙ্কর মুখার্জি : তিলোত্তমার সুবিচারে জন্য সুপ্রিম কোর্টে সাওয়াল করবেন না আইনজীবী বৃন্দা গোভার। গত সেপ্টেম্বর থেকে তিন মাসের মতো এই মামলায় আরজি কর মামলার সাথে যুক্ত ছিল বৃন্দা গোভারের দপ্তর। এবার তিলোত্তমার মামলায় সাওয়াল করবেন অন্য কনো আইনজীবী।

এবার তিলোত্তমার মামলায় তিলোত্তমার মা-বাবাকে সুপ্রিম কোর্টের পাশাপাশি শিয়ালদহ ও কলকাতা হাই কোর্টে নতুন করে আইনজীবী নিয়োগ করতে হবে।

আরো পড়ুন : Death in 25 days 5: শুধু ২৫ দিনেই মৃত্যু ৫, ভারতে এখন এই মারণ রোগ ১৪-১৫ বছর বয়েসেই কেড়ে নিচ্ছে প্রাণ

RG Kar Case
RG Kar Case
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Lawyer Brinda Govar withdrew from Tilottama’s case

Tilottama’s parents, lawyer Brinda Gower, are unhappy with her role

For the past few days, Tilottma’s parents have been seen openly expressing their frustration over the progress of the CBI investigation

তিলোত্তমা মামলায় আইনজীবী বৃন্দা গোভারের ভূমিকায় অসন্তুষ্টর পাশাপাশি সিবিআইয়ের তদন্তের গতিবিধি নিয়েও বিগত কয়েকদিন ধরেই প্রকাশ্যেই হতাশ প্রকাশ করতে দেখা গিয়েছে তিলোত্তমার মা-বাবাকে। তিলোত্তমার মা-বাবার অভিযোগ, সিবিআই আদালতে তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কথা বললেও আদতে কিছুই জানানো হয়নি তাঁদের।

আরো পড়ুন : Arrested 1 Minor Brother : নিজের বোনকেই অন্ত:সত্বা করল দাদা! থানায় বাবার অভিযোগ, গ্রেপ্তার নাবালক দাদা!

কেন হঠাৎ তিলোত্তমার মামলা থেকে সরল আইনজীবী বৃন্দা ?

জানা গিয়েছে, মঙ্গলবার সুপ্রিম কোর্টের তিলোত্তমা মামলার শুনানির পর আইনজীবী বৃন্দা গোভারের ভূমিকায় অসন্তুষ্ট তিলোত্তমার মা-বাবা। শুনানির পর বৃন্দাকে ফোন করে সেই অসন্তোষের কথা জানালে, তিলোত্তমার মামলা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন বৃন্দা গোভার।

RG Kar Case
RG Kar Case

আরো পড়ুন : Arrested 1 Minor Brother : নিজের বোনকেই অন্ত:সত্বা করল দাদা! থানায় বাবার অভিযোগ, গ্রেপ্তার নাবালক দাদা!

তিলোত্তমার মামলা ছাড়ার কারন হিসেবে কী জানাল বিন্দা গোভারের দপ্তর ?

তিলোত্তমার মামলা ছাড়ার প্রসঙ্গে বিন্দা গোভারের দপ্তর জানান, “অজাতিত কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির জন্যই এই সিদ্ধান্ত।” সিবিআইকে সহযোগিতার পাশাপাশি যাবতীয় নিয়ম মেনেই বিগত তিন মাস আইনি সহয়তা প্রদান করা হয়েছে বলেও জানানো হয়।

শিয়ালদহ আদালতে আরজি কর মামলায় এখনো পর্যন্ত ৪৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বাকি দের দু’-তিন দিনের মধ্যেই বাকি কয়েকজনের সাক্ষ্যগ্রহণ নেওয়া হবে। উল্লেখ্য, এই তিলোত্তমার মামলায় পরিবারের তরফে সুপ্রিম কোর্টে প্রথম সাওয়াল করতেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

গত সেপ্টেম্বর মাসে আইনজীবী বদলে আইনজীবী হিসেবে দায়িত্ব নেন বৃন্দা গোভারে। সূত্রে খবর, বৃন্দা গোভারে বিনামূল্যেই এই মামলা লড়তেন।

RG Kar Case
RG Kar Case

আরো পড়ুন : Ritabrata : তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হতে চলেছে ঋতব্রত! কৃতজ্ঞতা মমতা-অভিষেককে

Leave a Comment