ছত্তিশগড়ের জঙ্গলে মাওবাদীর সাথে নিরাপত্তাবাহিনীর মহুর্মুহু গুলিড় লড়াই
পিঙ্কি শর্মা : ছত্তিশগড়ের গভির জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সাথে মাওবাদীদের ব্যাপক গুলিড় লড়াই চলে। সেই গুলিড় লড়াইয়ে অন্তত পাঁচ মাও সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা সশস্ত্র বাহিনী পিপলস লিবারেশন গোরিলা আর্মির এক নম্বর কোম্পানি’র সদস্য।
মঙ্গলবার গোপন সূত্রে নিরাপত্তাবাহিনীর কাছে খবর আসে ছত্তিশগড়ের আবুঝমাঢ়ের জঙ্গলে মাওবাদীরা ঘাটি গেরেছে। এরপর বিলম্ব না করে নিষিদ্ধ সংগঠন সিপিআইএমএল সদস্যদের লক্ষ্য করে নিরাপত্তাবাহিনীরা গুলি চালাতে শুরু করে।
উল্টো দিক থেকে মাওবাদী সদস্যরা পাল্টা গুলি চালাতে থাকে। সেই গুলিড় লড়াইয়ে অন্তত পাঁচ মাও সদস্যের মৃত্যু হয়।