পিঙ্কি শর্মা : ধর্ষণের মতো নাক্কার জনক ঘটনা এখন যেন প্রায় নিত্য দিনের ঘটনায় পরিণত হয়েছে। মহিলাদের উপর হওয়া নির্যাতনের ঘটনা এখন মহারাষ্ট্র, অসম, বেঙ্গালুরু বর্তমানে সংবাদ শিরোনামে উঠে এসেছে। এবার ফের একই নক্কারজনক ঘটনা ঘটল থানের পর এবার পুনেতে।
স্কুলে যৌন নির্যাতনের শিকার এক নাবালিকা। এরপরেই নির্যাতিতা নাবালিকার পরিবারের তরফে নিগড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ঘটনায় মুল অভিযুক্ত স্কুলের পিটি শিক্ষক সহ-মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে স্কুলের প্রিন্সিপালকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশের তরফে জানানো হয়েছে, পসকো আইন-সহ একাধিক ধারায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। ওই নির্যাতিতা নাবালিকা পরিবারের কাছে জানিয়েছে, গত ২ বছর ধরে অভিযুক্ত পিটি শিক্ষক তাঁকে যৌন হেনস্তা করেছেন।
আরো পড়ুন : Polygraph test :পলিগ্রাফ টেস্ট ঠিক কী ? এই মাধ্যমে কী ভাবে চিহ্নিত করা হয় অপরাধীকে ? রইল বিস্তারিত তথ্য
Teacher, 7 others held for sexual harrasment of 12- year-old girl in Pune
পিটি ক্লাস চলাকালীন তাঁকে নানা ভাবে ছোঁয়ার চেষ্টা করতেন এমনকি বাথরুমের বাইরেও তাকে হেনস্তার শিকার হতে হয়। পরিবারের তরফে জানানো হয় পিটি শিক্ষক পূর্বেও শ্লীলতাহানির দায়ে পুলিশ কাছে গ্রেপ্তার হতে হয়। এরপরেও ওই পিটি শিক্ষককে স্কুল কর্তৃপক্ষ শিক্ষক পদে বহাল রেখেছে।