Jammu:সন্ত্রাসবিরোধী অভিযানে বড় সাফল্য, অলিগলি চেনানো জঙ্গিদের গাইড এখন সেনার হাতে ধৃত

অমিত শর্মা : গত এক-দেড় মাসে জম্মুর একের পর এক জেলায় জঙ্গি হামলা হয়েছে। তাদের হামলায় এখনও পর্যন্ত শহিদ হয়েছেন সেনা ও পুলিশের পাশাপাশি রেহাই পাননি সাধারণ মানুষও। আহত হয়েছেন আরো অনেকে। বৃহস্পতিবার, পীর পঞ্জলের দক্ষিণে বিশেষ বাহিনীকে মোতায়েন করেছিল নিরাপত্তা বাহিনি।

আরো পড়ুন : Terror Attack : পুলিশের গাড়ি লক্ষ্য করে জঙ্গিদের রকেট হামলা,নিহত ১১ জন পুলিশ,আহত আরো বেশ কয়েকজন

এরপরেই সন্ত্রাসবিরোধী অভিযানে বড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। শুক্রবার সকালে পুঞ্চ সেক্টর থেকে ভারতীয় সেনার হাতে গ্রেপ্তার হল পাক অধিকৃত কাশ্মীরের এক বাসিন্দাকে। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম জাহের হুসেন শাহ।

Jaher Hussain Shah captured by the army
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ধৃত জাহের লস্কর-ই-তৈবা জঙ্গি গোষ্ঠীর গাইড হিসেবে কাজ করত। তাঁদের কাশ্মীরের বিভিন্ন জায়গার অলগলি চিনিয়ে দিত। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছেন, নয়া কৌশল হিসেবে পীর পঞ্জলের দক্ষিণের দুর্গম এলকায় পাহাড়ের গুহায় এবং জঙ্গলের মধ্যে বিভিন্ন স্থানে ঘাঁটি গাড়ছে সন্ত্রাসবাদীরা।

সেই ঘাঁটিগুলি খুঁজে বেরকরে জঙ্গিদের নির্মূল করতে ১০টি ব্যাটেলিয়ন এবং স্পেশাল ফোর্সের ৫০০ সদস্যকে পাঠিয়েছে ভারতীয় সেনা এবং সশস্ত্র বাহিনী। যাতে জঙ্গীরা নাগরিকদের ওপর হামলা চালাতে না পারে।

Leave a Comment