Nagrakata : চিতা বাঘের পর এবার চতুর্থীর রাতে দাঁতাল হাতির হামলা, মৃত্যু এক যুবকের
Nagrakata
মুনাই ঘোষ : চতুর্থীর রাতে দাঁতাল হাতির হানায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগানের টুন্ডুতে। ওই দাঁতাল হাতিটি মৃত যুবক বিজয় মাঝিকে (৩০) পিশে দেয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে খাবার খেয়ে বিজয় রাস্তায় বেরয়। সেই সময় একটি দাঁতাল হাতি কিছু বুঝে উঠার আগেই তাঁর ওপর হামলা করে বসে। পা দিয়ে পিশে হত্যা করে। সেই স্থানে থাকা অন্য দ’উজন অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
আরো পড়ুন : New GST Rates-25 Live : আজ থেকেই কার্যকর GST নতুন দাম,কী কী খরছ কমবে আপনার? দেখে নিনি
খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসে ডায়না ও খুনিয়া রেঞ্জের বনদপ্তরের কর্মীরা এবং নাগরাকাটা থানার পুলিশ। সেখান থেকে বিজয়ের দেহ উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে জানায়।
আরো পড়ুন : 2 Jawan Killed in Manipur : মণিপুরে আসাম রাইফেলসের কনভয়ে গুলিবর্ষণে ২ জওয়ান নিহত, ৫ জন আহত
তরতাজা যুবকের মর্মান্তিক মৃত্যুতে টুন্ডু এলকায় ছিল শোকের ছায়া। তাঁর বাড়িতে নিহত বিজয় ও তাঁর মা থাকতেন। বিজয়ের মৃত্যুতে ঘঘন অজ্ঞান হয়ে পড়ছিলেন। এলকার মানুষ বলেন বিজয় খুবি শান্ত প্রকিতির ছেলে ছিল।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার মোরাঘাট জঙ্গলের ভেতর শামুক কুরতে গিয়ে দাঁতালের হামলায় মৃত্যু হয়েছিল হলদিবাড়ি চা বাগানের সেভেন মুন্ডা (৫৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।
আরো পড়ুন : RBI : RBI শীঘ্রই ৫০০ টাকার নতুন নোট ইস্যু করবে, সর্বশেষ আপডেট এবং সম্পূর্ণ বিবরণ জেনে নিন
উল্লেখ্য, দিন কয়েক আগেই টুন্ডু থেকে কয়েক কিলোমিটার দূরে খেরকাটা গ্রামে অস্মিত রায় (১২) নামে এক নাবালোককে তুলে নিয়ে গিয়েছিল চিতাবাঘ। পরে ছেলেটির খোবলানো দেহ উদ্ধার হয়।


বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।