New GST Rates-25 Live : আজ থেকেই কার্যকর GST নতুন দাম,কী কী খরছ কমবে আপনার? দেখে নিনি
New GST Rates-25 Live
মুনাই ঘোষ : আজ থেকে (২২.০৯.২৫) কার্যকর হচ্ছে নতুন জিএসটি। এই জিএসটি ২.০-তে দেশজুড়ে আসছে বড় পরিবর্তন। আজ থেকে আর থাকবে না জিএসটির কনো স্ল্যাব। উঠে গেল পূর্বের ১২ % ও ২৮ % -এর স্ল্যাব। জিএসটি ২.০ নয়া নিয়মে এখন থেকে থাকবে শুধুমাত্র ৫ % ও ১৮% এর স্ল্যাব।
আরো পড়ুন : 2 Jawan Killed in Manipur : মণিপুরে আসাম রাইফেলসের কনভয়ে গুলিবর্ষণে ২ জওয়ান নিহত, ৫ জন আহত

নয়া জিএসটি ২.০ -এ সাধারণ মানুষের যা জানা দরকার
দোলানদার আর পুরনো দামে পণ্য বিক্রি করতে পারবেন না। যদি কনো পণ্য পুরনো স্টকের হয় এবং পণ্যের দাম বেশি লিখা থাকে সেই খত্রেও জিএসটির নয়া নিয়মে নতুন স্টিকার বসিয়ে নতুন দাম নিতে হবে দোকানদারকে।
আজ, ২২শে সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি হার কার্যকর হওয়ায় ভারতীয় করদাতারা বড় ধরনের পরিবর্তনের জন্য প্ররস্তুত। ‘দ্বি-স্তরীয়’ কর ব্যবস্থা চালু হবে যেখানে দেশে বিক্রিত পণ্যগুলি তাদের প্রকৃতির উপর নির্ভর করে ৫% বা ১৮% কর বন্ধনীর মধ্যে পড়বে । অতি-বিলাসী পণ্যের উপর ৪০% কর আরোপ করা হবে, যেখানে তামাক এবং সংশ্লিষ্ট পণ্যগুলি ২৮% প্লাস সেস বন্ধনীর মধ্যে থাকবে।
কোন পণ্যগুলি সর্বোচ্চ জিএসটি আওতায় আসবে ?
২,৫০০ টাকার বেশি দামের পোশাকের উপর জিএসটি ১২% থেকে বেড়ে ১৮% হয়েছে, যার অর্থ হল প্রিমিয়াম ব্র্যান্ডের পোশাকের দাম কিছুটা বেশি হতে পারে। চিনি যুক্ত বায়ুযুক্ত পানীয়ের উপর ৪০% কর আরোপ করা হবে। ৩৫০ সিসির বেশি ইঞ্জিনযুক্ত মোটরসাইকেল এবং ব্যক্তিগত বিমানের উপরও ৪০% কর আরোপ করা হবে। দামি গাড়ির মতো বিলাসবহুল জিনিসপত্র এবং তামাকের মতো ক্ষতিকারক নেশা দ্রব্যের ওপর।
আরো পড়ুন : RBI : RBI শীঘ্রই ৫০০ টাকার নতুন নোট ইস্যু করবে, সর্বশেষ আপডেট এবং সম্পূর্ণ বিবরণ জেনে নিন
৫ শতাংশ জিএসটির আওতায় যে সকল পণ্য :
খাদ্যশস্য, ওষুধ, মৌলিক দুগ্ধজাত পণ্য এবং শিক্ষামূলক পণ্যের মতো নিত্যপ্রয়োজনীয় এবং নিত্যব্যবহার্য পণ্যের জন্য ৫% ।
১৮ শতাংশ শতাংশ জিএসটির আওতায় যে সকল পণ্য :
উৎপাদন, পরিবহন এবং ভোক্তা পরিষেবা সহ বেশিরভাগ মানসম্মত পণ্য ও পরিষেবার জন্য ১৮% ।
১) নেশা জাতীয় দ্রব্যে জিএসটি বৃদ্ধি : : ক্ষতিকারক (সিগারেট, পান মশলা ইত্যাদি) এমন জিনিস যা সাধারণত স্বাস্থ্য এবং সমাজের জন্য ক্ষতিকারক বলে বিবেচিত হয়। এই জিনিসগুলির মধ্যে রয়েছে সিগারেট, পান মশলা, বিড়ি এবং অন্যান্য তামাকজাত পণ্য যেমন চিবানো তামাক এবং গুটকা, অনলাইন জুয়া বা গেমিং – ২২ সেপ্টেম্বর ২০২৫, সোমবার অর্থাৎ আজ থেকে ৪০% জিএসটি হারে কর আরোপ করা হবে।
২) বিলাসবহুল গাড়ি : জিএসটি কাউন্সিল ১,২০০ সিসির বেশি এবং ৪ মিটারের বেশি দৈর্ঘ্যের অভ্যন্তরীণ দহন ইঞ্জিন (আইসিই) ধারণক্ষমতা সম্পন্ন চার চাকার গাড়ির উপর ৪০% জিএসটি আরোপ করেছে।
৩ ) ওষুধ জিএসটি ছাড় : ‘দ্বি-স্তরীয়’ কর ব্যবস্থায় ৩৩টি জীবনদায়ী ওষুধে জিসটি সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। বাকি ওষুধে পূর্বের মতই ৫ % জিএসটি বসবে।
৪ ) দুধে জিএসটি শুন্য : জিএসটি ২.০-তে প্রক্রিয়াজাত দুধে সম্পূর্ণ জিএসটি ছাড় দেওয়া হয়েছে (প্ল্যাড বেসড দুধে এই জিএসটি ছাড় পাওয়া যাবে না )। এছাড়াও আগে সোয়া মিল্কে ১২ % এবং আমন্ড মিল্কে ১৮ % জিএসটি ছিল কিন্তু জিএসটি নয়া নিয়মে এবার এই দুই মিল্কে ৫% জিএসটি দিতে হবে।
৫ ) নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ইলেকট্রনিক পণ্য সস্তা হবে : আজ থেকে নতুন ‘দ্বি-স্তরীয়’ কর ব্যবস্থায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য শ্যাম্পু, ফেস পাউডার থেকে শুরু করে ইলেকট্রনিক পণ্য এসি,টিভি, ফ্রিজ ,বাইক ,গাড়ি আজ থেকেই সস্তা হবে।
৬ ) ডেলিভারি সার্ভিসে জিএসটি : স্থানীয় ডেলেভারি সার্ভিসে ১৮ % জিএসটি লাঘু হবে আজ থেকেই। কিন্তু যদি যদি ই-কমার্স অপারেটর কনো স্থানীয় ডেলেভারি সার্ভিস দিয় পরিষেবা দেয়,তাহলে ই-কমার্স সাইটের উপরে জিএসটি বসবে। যদি ডেলিভারি পার্টনার জিএসটিতে রেজিস্টার থাকে, তাহলে তাদের জিএসটি দিতে হবে।
৭ ) গাড়ি কেনাতে শুধু জিএসটি নয় এবার গাড়ি ভাড়াতেও জিএসটি : জিএসটি ২.০-তে গাড়ি কিনলে দিতে হবে ১৮ % জিএসটি । এখন থেকে ড্রাইভার ছাড়া গাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রেও ১৮ শতাংশই জিএসটি আরোপ হবে।
৮ ) পরিবহনে জিএসটি : বিজনেস ক্লাস ও অন্য প্রিমিয়াম ক্লাসের টিকিটের উপরে ১৮ শতাংশ জিএসটি বসবে। তবে বিমানে ইকনোমি ক্লাসে আগের মতোই ৫% জিসটি লাগবে। সড়কপথে পরিবহনে ইনপুট ট্যাক্স ক্রেডিট ছাড়া ৫% জিএসটি নেওয়া হবে আজ থেকে।
৯ ) স্বাস্থ্যবিমায় ছাড় : ব্যক্তিগত স্বাস্থ্যবিমায় ছাড় দেওয়া হয়েছে এই নয়া জিএসটি ২.০-তে। পরিবার ও প্রবীণ নাগরিকদের জন্য যে স্বাস্থ্যবিমা রয়েছে তার প্রিমিয়ামেও জিএসটি তুলে নেওয়া হয়েছে।
১০ ) আমদামিতে জিএসটি : নতুন জিএসটি ২.০-র নিয়মে আমদানি করা পণ্যের উপর বসবে ইন্ট্রিগ্রেটেড জিএসটি।
১১) জীবন বিমায় জিএসটি ছাড় : নয়া জিএসটি ২.০-তে ব্যক্তিগত জীবনবিমায় লাগবে না জিএসটি। টার্ম ইন্সুরেন্স প্ল্যান, এনডাওমেন্ট পলিসি এবং ইউনিট লিঙ্কড ইন্সুরেন্স প্ল্যানেও এই সুবিধা পাওয়া যাবে।
আরো পড়ুন : Odisha : বিজেপি শাসিত রাজ্য ফের ধর্ষণ,পুরীর সমুদ্র সৈকতের কাছে প্রেমিকের সামনে কলেজ ছাত্রীকে গণধর্ষণ
১২) এফএমসিজি কোম্পানিগুলি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমালো :
শীর্ষস্থানীয় এফএমসিজি কোম্পানিগুলি আজ থেকে শ্যাম্পু, সাবান, বেবি ডায়াপার, টুথপেস্ট, রেজার এবং আফটার-শেভ লোশনের মতো পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে, যাতে জিএসটি হার কমানোর সুবিধা তাদের গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া যায়। প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, ইমামি এবং এইচইউএল-এর মতো কোম্পানিগুলি ইতিমধ্যেই নতুন মূল্য তালিকা প্রকাশ করেছে এবং তাদের ওয়েবসাইটের মাধ্যমে পরিবেশক এবং গ্রাহকদের সাথে শেয়ার করেছে।


বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।